Iman Mithila: ইমন-মিথিলার ছবি এবার প্রদর্শিত হবে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে
Iman Mithila's Film: সোশ্যাল মিডিয়ায় এই খবর শেয়ার করে নিয়েছেন অভিনেতা অভিনেত্রীরা। এটিই ইমনের প্রথম ছবি। এটি টানা গল্প নয়, একটি অ্যাঞ্ছলজি
কলকাতা: ইমন চক্রবর্তী (Iman Chakraborty), রাফাইত রশিদ মিথিলা (Rafiath Rashid Mithila)-র ছবি এবার প্রদর্শিত হবে ২৮তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। এই বছরের উৎসবে ৪২টি দেশের ১৮৩ টি ছবি প্রদর্শিত হবে।
২৮তম আন্তর্জাতিক কলকাতা চলচ্চিত্র উৎসবে মনোনয়ন পেয়েছে অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা, ইমন চক্রবর্তী, শান্তিলাল মুখোপাধ্যায়, বিদিপ্তা চক্রবর্তী, রজতাভ দত্ত, সুদীপ্তা চক্রবর্তী অভিনীত ছবি ‘নীতিশাস্ত্র’। ছবির পরিচালনায় অরুণাভ খাসনবিশ। ছবিতে ‘ঘী’ নামে একটি গল্পে চিকিৎসকের চরিত্রে অভিনয় করেছেন মিথিলা। এক রোগীর স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন বাসবদত্তা চট্টোপাধ্যায়।
আরও পড়ুন: Bonny Kaushani: পরিবার মেনে নিচ্ছে না, বনি-কৌশানীর বিয়ে নিয়ে অশান্তি!
সোশ্যাল মিডিয়ায় এই খবর শেয়ার করে নিয়েছেন অভিনেতা অভিনেত্রীরা। এটিই ইমনের প্রথম ছবি। এটি টানা গল্প নয়, একটি অ্যাঞ্ছলজি। ইতিমধ্যেই ইমন 'শব চরিত্র' বলে একটি ওয়েব সিরিজে অভিনয় করেছেন। সেই ছবিতে ইমনের সঙ্গে দেখা গিয়েছিন অনির্বাণ চক্রবর্তীকে।
১৬ ডিসেম্বর বিকেল ৫টায় নজরুল তীর্থে প্রদর্শিত হবে এই ছবি। এছাড়াও, ১৮ ডিসেম্বর সন্ধ্যা ৬টায় রবীন্দ্রসদনে বিশেষ স্ক্রিনিং হবে ‘নীতিশাস্ত্র’।
View this post on Instagram