(Source: ECI/ABP News/ABP Majha)
Uorfi Javed: 'আমার পোশাক মানুষের অনুভূতিতে আঘাত করার জন্য ক্ষমাপ্রার্থী', উরফির পোস্টে শোরগোল নেটদুনিয়ায়
Uorfi Javed Post: শুক্রবার নিজের ট্যুইটারে হ্যান্ডলে উরফি লেখেন, 'আমি যেমন পোশাক পরি তা পরে সকলের অনুভূতিতে আঘাত করার জন্য আমি ক্ষমাপ্রার্থী।'
নয়াদিল্লি: অন্য ধরণের পোশাক পরার জন্য তিনি বিখ্যাত। তিনি উরফি জাভেদ (Uorfi Javed)। প্রাক্তন 'বিগ বস' (Bigg Boss) প্রতিযোগী, উরফি সাধারণত তাঁর 'অপ্রচলিত' পোশাকের (unconventional outfits) কারণেই শিরোনামে থাকেন। এমনকী সেই পোশাকের জেরে একাধিকবার আইনি জটেও পড়তে হয়েছে তাঁকে। কিন্তু তাতেও নিজের সাজ পোশাক কখনও বদলাননি তিনি। কিন্তু এবার যা বললেন উরফি, তাতে হতবাক গোটা নেটদুনিয়া। এবার থেকে নাকি সম্পূর্ণ বদলে যাবেন তিনি। কেন বললেন এমন?
উরফির সিদ্ধান্তে হতবাক নেটদুনিয়া
নিজের পোশাক নিয়ে সম্প্রতি একটি আপডেট শেয়ার করেন উরফি। নিজের অফিসিয়াল ট্যুইটার হ্যান্ডলে (Official Twitter Handle) একটি পোস্ট করে জানান যে এবার সকলে 'নতুন' উরফিকে দেখতে পাবেন। নিজের পোশাকের পছন্দ দিয়ে 'সকলের আবেগে আঘাত' করার জন্য তিনি তাঁর পোস্টে ক্ষমাও চেয়ে নেন।
শুক্রবার নিজের ট্যুইটারে হ্যান্ডলে উরফি লেখেন, 'আমি যেমন পোশাক পরি তা পরে সকলের অনুভূতিতে আঘাত করার জন্য আমি ক্ষমাপ্রার্থী। এবার থেকে তোমরা সকলে এক বদলে যাওয়া উরফিকে দেখতে পাবে। ক্ষমা।'
I apologise for hurting everyone’s sentiments by wearing what I wear . From now on you guys will see a changed Uorfi . Changed clothes .
— Uorfi (@uorfi_) March 31, 2023
Maafi
উরফি জাভেদের এই পোস্টের পর, তাঁর কমেন্ট ভরে ওঠে ভিন্ন ধরনের মন্তব্যে। অনেকেই এই পোস্টটিকে মজার ছলে নিয়েছেন। অনেকে কমেন্টে কটাক্ষও ছুঁড়ে দিয়েছেন। আবার অনেকেই পাশে দাঁড়িয়েছেন অভিনেত্রী-ইনফ্লুয়েন্সার। লিখেছেন, 'তোমার যা ইচ্ছা তাইই তুমি পরবে উরফি।' তবে ঠিক কী কারণে এমন পোস্ট উরফির তা জানা যায়নি। তবে দর্শকের জন্য নিশ্চয়ই কোনও সারপ্রাইজ অপেক্ষা করছে যা সময়ের সঙ্গে সঙ্গে প্রকাশ্যে আসবে নিশ্চিত।
প্রসঙ্গত, সম্প্রতি তারকা ডিজাইনারদ্বয় আবু জানি ও সন্দীপ খোসলার পোশাকে সেজে ওঠেন উরফি। তাঁকে দেখা যায় হালকা গোলাপী রঙের লেহঙ্গায়। অন্যদিকে শোনা যাচ্ছে এক আন্তর্জাতিক নামী পোশাক সংস্থার সঙ্গেও কাজ করতে চলেছেন উরফি।
তবে কেবল পোশাক নয়, হামেশাই সাংবাদিকদের প্রশ্নের মজার উত্তর দেন উরফি। তাঁকে এক সাংবাদিক প্রশ্ন করেন, সবকিছু দিয়েই পোশাক বানিয়ে ফেলেন উরফি। সে ছবি হোক, ব্লেড হোক বা জাল। আর কি এমন কোনও জিনিস আছে যা উরফি এখনও পর্যন্ত পোশাক হিসেবে ব্যবহার করেননি? একটু ভেবে উরফির উত্তর, 'এখনও মানুষের চামড়া দিয়ে পোশাক বানাতে পারিনি।' মজা করে এই উত্তর দিয়েই হেসে ফেলেন উরফি।