Ishaa Saha Exclusive: প্রথম ৩ পাতা শুধু আমার সংলাপ, অনির্বাণ চুপ! ভয় পেয়েছিলাম: ইশা
Ishaa and Anirban News: 'ডিটেকটিভ'-এর শ্যুটিং হয়েছিল যখন, তখন চোখ রাঙাচ্ছে কোভিড। ইশা বলছেন, 'ডিটেকটিভে অনির্বাণের সঙ্গে কাজ আর মিথ্যে প্রেমের গান-এ অনির্বাণের সঙ্গে কাজ করার মধ্যে বিস্তর ফারাক
কলকাতা: 'ডিটেকটিভ'-এর পরে ফের একবার অনির্বাণ ভট্টাচার্য্য (Anirban Bhattacharyya) আর ইশা সাহা (Ishaa Saha)-র জুটি। 'মিথ্যে প্রেমের গান'-এ, এক সুরেলা গল্পে প্রেম করবেন নায়ক নায়িকা। অধিকাংশ দৃশ্যই অনির্বাণের সঙ্গে, কেমন ছিল শ্যুটিংয়ের অভিজ্ঞতা? ইশার জীবনে কতটা জড়িয়ে গান আর প্রেম? এবিপি লাইভকে 'মিথ্যে প্রেমের গান'-এর সত্যি গল্প শোনালেন পর্দার অন্বেষা।
'ডিটেকটিভ'-এর শ্যুটিং হয়েছিল যখন, তখন চোখ রাঙাচ্ছে কোভিড। ইশা বলছেন, 'ডিটেকটিভে অনির্বাণের সঙ্গে কাজ আর মিথ্যে প্রেমের গান-এ অনির্বাণের সঙ্গে কাজ করার মধ্যে বিস্তর ফারাক। ২০২০-তে যখন শ্যুটিং করি, তখন কথা বলতেও ভয় পেতাম, মনে হত কোভিড ছড়াবে। আমার আর অনির্বাণের এক সঙ্গে খুব বেশি দৃশ্যও ছিল না। শ্যুটিংয়ের পরে বসে আড্ডা, গল্প হত না খুব একটা। কিন্তু 'মিথ্যে প্রেমের গান'-এ আমার অধিকাংশ দৃশ্যই ছিল অনির্বাণ আর অর্জুনের সঙ্গে। কাজ করতে করতে একটা বন্ধুত্ব তৈরি হয়ে গিয়েছিল। বাস্তবে কথা বলি না অথচ পর্দায় দারুণ বন্ধুত্ব, এমন ফুটিয়ে তুলতে আমার তো অসুবিধা হয়ই। অনির্বাণ ভীষণ ভাল একজন অভিনেতা, ওর সঙ্গে কাজ করলে অনেক কিছু শেখা যায়। আমার বিপরীতের মানুষটা যদি ভাল অভিনয় করেন, তাঁর সঙ্গে তাল মেলাতে গিয়ে আমারও কাজটা ভাল হয়। অনেক ওয়ান শট হয়েছে আমাদের। কাজটা ভাল হলে গোটা সেটের সঙ্গে একটা ভাল সম্পর্ক তৈরি হয়ে যায়।'
'মিথ্যে প্রেমের গান'-এ কেমন চরিত্রকে ফুটিয়ে তুলবেন ইশা? অভিনেত্রী বলছেন, 'আমার চরিত্রের নাম অন্বেষা। একটা খুব সাংস্কৃতিক পরিবারে বড় হওয়া মেয়ে। আমার বাবা গান শেখান। খুব চটপটে, প্রচুর কথা বলে, প্রাণোচ্ছ্বল একটা মেয়ে অন্বেষা। তার জীবনে একটা প্রেম আসে, আবার চলেও যায়.. এই সব মিলিয়েই গল্পটা।'
আরও পড়ুন: Sonu Nigam and Ishaa Saha: প্রথম গাওয়া গানের প্রশংসা করেছেন সোনু নিগম, উচ্ছ্বসিত ইশা
অন্বেষা হয়ে উঠতে প্রস্তুতি নিতে হয়েছিল ইশাকে? অভিনেত্রী বলছেন, 'চিত্রনাট্য পেয়ে সবার আগে মনে হয়েছিল, মেয়েটা এত্ত কথা বলে! আমি বোধহয় পারব না এই চরিত্রটা ফুটিয়ে তুলতে! প্রথম দৃশ্যে প্রায় ৩ পাতা আবার একার সংলাপ, অনির্বাণ শুধু চুপ করে দাঁড়িয়ে শুনছে। বাস্তবে ইশাও প্রচুর কথা বলে, কিন্তু অন্বেষার মতো নয়।'
ছবিতে প্রেম আছে, গান আছে.. ইশার জীবনে এই দুই অনুভূতি কীভাবে জড়িয়ে? অভিনেত্রী বলছেন, 'প্রেম হোক আর না হোক, গান ভীষণ জরুরি। অরিজিৎ সিং, সোনু নিগম, কেকে... গান শুনেই তো আমরা আবেগে ভাসি বার বার, আমিও সেই দলে রয়েছি। সম্প্রতি অনির্বাণের গানও আমার ভীষণ প্রিয়। প্রেম যেমন ভালবাসাকে মাখো মাখো করে, তেমনই বিচ্ছেদের কাটা ঘায়ে মলমও লাগায় গানই। গাড়িতে একা সফর থেকে শুরু করে জিমের শরীরচর্চা, গান আমারও সঙ্গী। যাঁরা গান ভালবাসেন না, আমার তাঁদের সঙ্গে সময় কাটাতে ভাল লাগে না।'
গান, প্রেম, প্রেম ভাঙা... অনেকে বলছেন 'মিথ্যে প্রেমের গান'-এর গানের গল্পে 'রকস্টার'-এর ছায়া। ইশার সপ্রতিভ উত্তর, 'কোন গল্পই অন্য কোনও গল্পের মতো হয় না। আন্দাজ করতেই পারেন দর্শক, তবে অন্তত ট্রেলার পর্যন্ত অপেক্ষা করতে হবে গল্পের আঁচ পাওয়ার জন্য।'