Jacqueline Fernandez: আর্থিক তছরুপের মামলায় আজ ফের পাতিয়ালা হাউজ কোর্টে হাজিরা জ্যাকলিনের
Jacqueline Fernandez News: মিথ্যা পরিচয় দিয়ে প্রভাবশালী ব্যবসায়ীদের কাছ থেকে কয়েকশো কোটি টাকা তোলার অভিযোগ সুকেশের বিরুদ্ধে। সেই মামলায় নাম জড়িয়েছে জ্যাকলিনেরও।
কলকাতা: আর্থিক তছরুপের মামলায় ফের দিল্লির পাতিয়ালা হাউজ কোর্টে হাজিরা দিলেন অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ (Jacqueline Fernandez)। সুকেশ চন্দ্রশেখরের ২০০ কোটি টাকা আর্থিক তছরুপের মামলার সঙ্গে অভিনেত্রীর যোগ রয়েছে এই মর্মে তাঁর বিরুদ্ধে একটি সাপ্লিমেন্টারি চার্জশিট গঠন করেছিল ইডি (Enforcement Directorate)। সেই ভিত্তিতেই আজ দিল্লিতে হাজিরা দিলেন জ্যাকলিন। এই মামলার পরবর্তী শুনানি ১৮ এপ্রিল। শুনানি হবে পাতিয়ালা হাউজ কোর্টেই।
প্রসঙ্গত, এই মামলাতেই ফেব্রুয়ারির প্রথমে পাতিয়ালা হাউজ কোর্টে হাজিরা দিয়েছিলেন সুকেশ চন্দ্রশেখর। সেসময়ে তিনি আপ নেতা সত্যেন্দ্রনাথ জৈনের সঙ্গে কথা বলেন। ২০০ কোটি টাকা আর্থিক তছরুপের মামলায় মূল অভিযুক্ত ছিলেন সুকেশ। দিল্লি পুলিশের আর্থিক অপরাধ দমন শাখা (Delhi Police and Economic Offences Wing) ও ইডি যুগ্মভাবে এই মামলার দায়িত্বে রয়েছেন।
মিথ্যা পরিচয় দিয়ে প্রভাবশালী ব্যবসায়ীদের কাছ থেকে কয়েকশো কোটি টাকা তোলার অভিযোগ সুকেশের বিরুদ্ধে। সেই মামলায় নাম জড়িয়েছে জ্যাকলিনেরও। তোলাবাজির টাকায় সুকেশ জ্য়াকলিনকে দামি উপহার দিয়েছিলেন বলে অভিযোগ। এমনকি জ্যকলিনের পরিবারকেও আর্থিক সাহায্য করেছিলেন বলে উঠেছে দাবি। সেই মামলায় জামিন পর্যন্ত নিতে হয়েছে জ্য়াকলিনকে। অভিনেত্রীর দাবি, তাঁকেও মিথ্যে পরিচয় দিয়েছিলেন সুকেশ। ধনী, ব্যবসায়ী পরিবারের ছেলে হওয়ার পাশাপাশি, রাজনৈতিক যোগও তুলে ধরেছিলেন সুকেশ। কিন্তু সুকেশ তোলাবাজ, তা জানতেন না তিনি। এই মামলায় অভিনেত্রী নোরা ফতেহি এবং চাহত খন্নার নামও জড়িয়েছে। তাঁদেরও সুকেশ মহার্ঘ উপহার দেন, এমনকি জেলে চাহত সুকেশের সঙ্গে দেখাও করতে যান বলে জানা গিয়েছে।
আপাতত, দিল্লির মন্ডোলি জেলে রয়েছেন সুকেশ। সম্প্রতি সেখান থেকে আসা সিসিটিভি ফুটেজে সুকেশের জেলের কুঠুরি থেকে লক্ষ লক্ষ টাকা উদ্ধারের ভিডিও সামনে আসে। ২০০ কোটি টাকা তছরুপের অভিযোগে সুকেশকে গ্রেফতার করে পুলিশ। গত মাসে নয়া একটি মামলাতেও তাঁকে গ্রেফতার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। রেলিগেয়ারের প্রাক্তন প্রোমোটার মলবিন্দর সিংহের স্ত্রীর থেকেও সুকেশ কয়েক কোটি টাকা তুলেছিলেন বলে অভিযোগ।
সদ্য জেল থেকেই জ্যাকলিনের উদ্দেশে একটি প্রেমপত্র লিখেছিলেন সুকেশ। সেই চিঠি আবার নিজেই প্রকাশ্যে এনেছিলেন তিনি। চিঠিতে জ্যাকলিনকে 'বেবি গার্ল' বলে উল্লেখ করেছিলেন সুকেশ। সুকেশ লিখেছিলেন, 'চমৎকার মনের মানুষ, চিরসুন্দরী জ্যাকলিনকে হোলির শুভেচ্ছা জানাই। আজ, রংয়ের উৎসবে প্রতিজ্ঞা করছি, মলিনতা ঘুচিয়ে সব রং ফিরিয়ে দেব তোমাকে। একশো গুণ বেশি রং ফিরবে তোমার জীবনে। এই বছর তোমার জন্য অত্যন্ত জমকালো এবং উজ্জ্বল হবে, ঠিক আমার স্টাইলে। এটা আমি করে দেখাবই, তোমার প্রতি আমার দায়িত্বও। তুমি জানো যে, তোমার জন্য যতদূর যাওয়া সম্ভব, যাব আমি। আমার বেবি গার্ল, তোমাকে ভালবাসি'।
আরও পড়ুন: Swastika Mukherjee: ইমেলে অশ্লীল ছবি, খুনের হুমকি, প্রযোজকের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের স্বস্তিকার