এই সময় খুশি ও তাঁর দিদি জাহ্নবীর দেখভাল পুরোটাই করছে বাবা বনি কপূর। ছবি- ইনস্টাগ্রাম
2/10
খুশির পড়াশোনা সম্পূর্ণ হয়েছে। খুব শীঘ্রই তিনি মডেলিংয়ের দুনিয়ায় পা রাখতে চলেছেন। ছবি- ইনস্টাগ্রাম
3/10
এখানে বলে রাখা প্রয়োজন, খুশি কোনও সুপারস্টারের চেয়ে কম নন। সেটা তাঁকে দেখলেই বোঝা যায়। ছবি- ইনস্টাগ্রাম
4/10
এই ছবিতে কাকা সঞ্জয় কপূর ও তাঁর পরিবারের সঙ্গে দেখা যাচ্ছে খুশিকে। ছবি- ইনস্টাগ্রাম
5/10
সূত্রের খবর, আন্তর্জাতিক মডেলিংয়ে নিজের প্রতিভা যাচাই করতে চান খুশি। ছবি- ইনস্টাগ্রাম
6/10
এক সাক্ষাতকারে, শ্রীদেবী বলেছিলেন, খুশি যদি মডেল হতে চায়, তাহলে তিনি স্বাগত জানাবেন। ছবি- ইনস্টাগ্রাম
7/10
এক সাক্ষাতকারে, শ্রীদেবী বলেছিলেন, খুশি যদি মডেল হতে চায়, তাহলে তিনি স্বাগত জানাবেন। ছবি- ইনস্টাগ্রাম
8/10
এই ছবি তখন তোলা হয়, যখন ‘মম’ ছবির জন্য খুশির মা প্রয়াত শ্রীদেবীকে সেরা অভিনেত্রীর জাতীয় পুরস্কার দেওয়া হয়। সেই পুরস্কার নিতে গিয়েছিলেন তাঁর দুই মেয়ে। ছবি- ইনস্টাগ্রাম
9/10
কয়েকদিন আগেই খুশিকে বড় বোন জাহ্নবীর প্রথম ছবি ‘ধড়ক’-এর স্ক্রিনিংয়ে দেখা গিয়েছিল। যেখানে মায়ের কথা মনে রড়ায় তিনি কেঁদে ফেলেছিলেন। জাহ্নবী তা দেখতে পেয়েই সঙ্গে সঙ্গে বোনের চোখের জল পুঁছে দেয়। ছবি- ইনস্টাগ্রাম
10/10
প্রয়াত অভিনেত্রী শ্রীদেবীর ছোট মেয়ে খুশী কপূরের ছবি এই সময়ে ইনস্টাগ্রামে ভাইরাল হচ্ছে। ছবিগুলিতে খুশীকে দারুন মিষ্টি দেখাচ্ছে। ছবি- ইনস্টাগ্রাম