Aishwariya-Abhishek: ঐশ্বর্য্য আর অভিষেকের দাম্পত্য নিয়ে কী বলেছিলেন জয়া বচ্চন আর শ্বেতা? ভাইরাল ভিডিও
Entertainment News: কর্ণ জোহরের একটি শোয়ে এসেছিলেন জয়া এবং শ্বেতা। সেখানেই জয়াকে প্রশ্ন করা হয়, অভিষেকের দাম্পত্য জীবন নিয়ে কী টিপস দিতে চান জয়া?
কলকাতা: বলিউডে এখন অভিষেক বচ্চন (Abhishek Bachchan) আর ঐশ্বর্য্য রাই বচ্চনের (Aishwariya Rai Bchchan) বিচ্ছেদ নিয়ে নানারকম জল্পনা চলছে। শোনা যাচ্ছে আর এক ছাদের তলায় থাকছেন না অভিষেক ও ঐশ্বর্য্য। মেয়ে আরাধ্যা থাকছেন ঐশ্বর্য্যের কাছেই। আর এই টানাপোড়েনের মধ্যেই ভাইরাল হয়েছে দম্পতিকে নিয়ে বলা জয়া বচ্চন (Jaya Bachchan) ও শ্বেতা বচ্চনের (Sweta Bacchan) বেশ কিছু কথা। একটি শোয়ে এসে জয়া বচ্চন কী বলেছিলেন ছেলে আর ছেলের বউকে নিয়ে?
কর্ণ জোহরের একটি শোয়ে এসেছিলেন জয়া এবং শ্বেতা। সেখানেই জয়াকে প্রশ্ন করা হয়, অভিষেকের দাম্পত্য জীবন নিয়ে কী টিপস দিতে চান জয়া? উত্তরে জয়া বলেন, 'খারাপ ব্যবহার করলে সমস্ত স্কেল বদলে যাবে'। আর ঐশ্বর্য্য রাইকে নিয়ে টিপস দিতে গিয়ে জয়া বলেন, 'ও যেমন সুন্দর, যেমন ভালবাসায় পরিপূর্ণ ওর তেমনই থাকা উচিত।' পাশ থেকে শ্বেতা বলে ওঠেন, 'আমার মনে হয় ঐশ্বর্য্য একেবারে সঠিক পথেই রয়েছে। আমাদের ওকে কিছু বলার প্রয়োজন নেই। আর ওর যা ধৈর্য্য, আশা করি ও এই ধৈর্য্য নিয়ে অনেক দূর যাবে।'
তাঁদের বিচ্ছেদের গুঞ্জনে সরগরম বলিউড। অনুরাগীরাও উদ্বিগ্ন। দীর্ঘদিন ধরেই এক ফ্রেমে দেখা যাচ্ছে না ঐশ্বর্য্য রাই বচ্চন (Aishwarya Rai Bachchan) ও অভিষেক বচ্চন (Abhishek Bachchan)-কে। বিভিন্ন কথা শোনা যাচ্ছে তাঁদের বিচ্ছেদ নিয়ে। তাঁরা নাকি এক ছাদের তলায় থাকছেন না দীর্ঘদিন। তবে এবার কি সেই সমস্ত জল্পনার ইতি? ফের নাকি পর্দায় একসঙ্গে জুটি হিসেবে দেখা যেতে চলেছে অভিষেক ও ঐশ্বর্য্যকে! শোনা যাচ্ছে, মণি রত্নমের একটি ছবিতে একসঙ্গে কাজ করছেন তাঁরা। যদিও এ নিয়ে এখনও পর্যন্ত মুখ খোলেননি বচ্চন পরিবারের কেউই।
২০০৭ সালে, তাঁদের বিয়ের আগেই মণি রত্নমের (Mani Ratnam) ছবি ‘গুরু’ (Guru)-তে জুটি বেঁধেছিলেন ঐশ্বর্যা-অভিষেক। দুজনের সেই রসায়নেই মুগ্ধ হয়েছিলেন দর্শকেরা। এর পরে ফের পরিচালকের ছবি ‘রাবণ’ (Ravan)-এও একসঙ্গে অভিনয় করেন বচ্চন-দম্পতি। ২০১০ সালে মুক্তি পায় সেই ছবি। ১৪ বছর পরে নাকি ফের বচ্চন দম্পতির জন্যই একটি চিত্রনাট্য খুঁজে পেয়েছেন মণি রত্নম। তবে এখনও এই নিয়ে কোনও প্রতিক্রিয়া দেননি ঐশ্বর্যা বা অভিষেক কেউই।
আরও পড়ুন: Sreemoyee-Kanchan: সন্তান জন্মের পরে সাধের ছবি প্রকাশ্যে আনলেন শ্রীময়ী.. লিখলেন মা হওয়ার অনুভূতি
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।