Jisshu Sengupta: 'কারও গল্পে নায়ক হোস বা খলচরিত্র, নিজেকে বদলাবি না..', যীশুর জন্মদিনে খোলা চিঠি দিদির
Jisshu Sengupta Sister: যীশু আর নীলাঞ্জনার সম্পর্ক নিয়ে কার্যত দ্বিধাবিভক্ত ইন্ডাস্ট্রি। আর এই লড়াইয়ে যীশু সেনগুপ্তের পাশে দাঁড়িয়েছেন তাঁর দিদি রাই।

কলকাতা: তাঁকে নিয়ে টলিউডে চর্চার শেষ নেই। তাঁর ব্যক্তিগত জীবন বর্তমানে চর্চার বিষয়। তবে তিনি নিজে চেয়ে এসেছেন, ব্যক্তিগত জীবনকে কাজ থেকে আলাদা রাখতে। বড়পর্দা থেকে ছোটপর্দা... সব জায়গাতেই তিনি কাজ করছেন চুটিয়ে। সদ্যই গিয়েছে তাঁর জন্মদিন। আর সেই বিশেষ দিনে, তাঁর পাশে দাঁড়ালেন তাঁর দিদি। রাই সেনগুপ্ত (Rai Sengupta)। ১৫ মার্চ ছিল যীশু সেনগুপ্তের (Jissju Sengupta) -র জন্মদিন। আর সেই দিনই সোশ্যাল মিডিয়ায় ভাইয়ের পাশে দাঁড়ালেন রাই। উজাড় করে লিখলেন নিজের মনের কথা।
সোশ্যাল মিডিয়ায় যীশু সেনগুপ্তের সঙ্গে একগুচ্ছ ছবি শেয়ার করে নিয়েছেন রাই। লিখেছেন, 'প্রিয় যুশ... জেনো আমি সবসময় তোমার পাশে দাঁড়িয়ে থাকব যাই হয়ে যাক না কেন। আমাদের ঝগড়া হলেও জানি, আমাদের মধ্যে সম্পর্ক ভেঙে দেবে এমন কেউ জন্মায়নি। যে যাই বলুক, যার গল্পেই তুই নায়ক হোস বা খলচরিত্র.. একটুও বদলাবি না। তোর মতো মানুষ হতে গেলে অনেক পরিশ্রম লাগে। অনেক কষ্ট পেতে হয়। অনেক কাঁটা ভরা রাস্তা দিয়ে, ঝড় ঝাপটার মধ্যে দিয়ে যেতে হয়। নিজেকে নিংড়ে দিতে হয়। তুই কাঁটার মুকুট আগেও পড়েছিস, এবারও পড়েছিস... কিন্তু ছাই থেকে আবার নতুন করে উঠে দাঁড়ানো আমরা আমাদের বাবা মায়েদের থেকেই শিখেছি। যীশুর দিদি হিসেবে পরিচয় করাতে আমি গর্ববোধ করি। তুই আমার বাচ্চা.. সারাজীবন তোকে আগলে রাখব। হ্যাপিয়েস্ট জন্মদিন যুশ.. তুমি আরও উজ্জ্বল হয়ে ওঠো। আরও ঝলমল করো। ঈশ্বর তোমায় আশীর্বাদ করুক আমার বাচ্চা।'
যীশু আর নীলাঞ্জনার সম্পর্ক নিয়ে কার্যত দ্বিধাবিভক্ত ইন্ডাস্ট্রি। আর এই লড়াইয়ে যীশু সেনগুপ্তের পাশে দাঁড়িয়েছেন তাঁর দিদি রাই। নাম করে তিনি বার্তা দিয়েছেন, জীবনে যে কেউ যীশুর বিরুদ্ধে চলে যাক না কেন.. তিনি সবসময়েই রয়েছেন ভাইয়ের পাশে। বর্তমানে কলকাতায় এলেও নিজের বাড়িতে থাকেন না তিনি। দিদির বাড়ি থেকেই শ্যুটিংয়ের কাজ সারেন তিনি। বেশিরভাগ সময়েই মুম্বইতে থাকেন তিনি। সেখানেও কাজ করছেন যীশু। বর্তমানে 'ডান্স বাংলা ডান্স'-এর বিচারক হিসেবে দেখা যাচ্ছে যীশুকে। জন্মদিনে শাকিব খানের সঙ্গে তাঁর ছবির লুক ও সামনে এসেছে।
আরও পড়ুন: Amir Khan: একই পার্টিতে কিরণ আর রীনা, প্রেমিকা গৌরীকে নিয়ে সেখানেই হাজির আমির! তারপর...
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
