Amir Khan: একই পার্টিতে কিরণ আর রীনা, প্রেমিকা গৌরীকে নিয়ে সেখানেই হাজির আমির! তারপর...
Amir Khan News: ইরফান পাঠানের ওই বিবাহবার্ষিকীর অনুষ্ঠানে হাজির ছিলেন আমির খানের প্রাক্তন দুই স্ত্রী কিরণ রাও ও রীনা দত্ত ও!

কলকাতা: জন্মদিনের আগেই, নিজের প্রেমিকার সঙ্গে গোটা পৃথিবীর আলাপ করিয়ে দিয়েছেন আমির খান (Amir Khan)। আর তার পর থেকেই গৌরী স্প্রাত-কে নিয়ে অনুরাগীদের আগ্রহের শেষ নেই। কে এই গৌরী স্প্রাত, আমিরের সঙ্গে তাঁর কীভাবে আলাপ, সম্পর্কই বা কেমন... তা নিয়ে জানতে চায় গোটা দুনিয়া। আর এই পরিস্থিতিতেই ভাইরাল হয়েছে একটি পুরনো ভিডিও। সেখানে দেখা যাচ্ছে প্রাক্তন ভারতীয় পেসার ইরফান পাঠানের বিবাহবার্ষিকীর পার্টিতে উপস্থিত ছিলেন আমির খান। সেখানে তাঁর সঙ্গে দেখা গিয়েছে গৌরী স্প্রাতকেও। আমির আগেই জানিয়েছিলেন, প্রায় দেড় বছর ধরেই সম্পর্কে রয়েছেন তাঁরা। আর এই ভিডিওই প্রমাণ করে, ঘনিষ্ঠ মহলে আমির নিজের সম্পর্ক নিয়ে মোটেই লুকোচুরি করেননি।
তবে এই ভিডিওতে আরও একটি জিনিস দেখা গিয়েছে যা দেখে অবাক হয়েছেন সবাই। ইরফান পাঠানের ওই বিবাহবার্ষিকীর অনুষ্ঠানে হাজির ছিলেন আমির খানের প্রাক্তন দুই স্ত্রী কিরণ রাও ও রীনা দত্ত ও! বিবাহবিচ্ছেদ হওয়ার পরেও যে আমিরের সঙ্গে কিরণ ও রীনার সুসম্পর্ক রয়েছে সেই কথা সর্বজন বিদিত। সদ্যই মেয়ের বিবাহ অনুষ্ঠানে হাজির ছিলেন আমির খান। সেখানে তাঁকে দেখা গিয়েছিল প্রথম স্ত্রী রীনার পাশেই। সেই অনুষ্ঠানে এসেছিলেন কিরণ রাও ও। কিরণ তো বিচ্ছেদের পরে আমিরের সঙ্গে কাজ পর্যন্ত করেছেন। গতবার আমিরের জন্মদিনেও তাঁর পাশে ছিল কিরণ ই। নিজের হাতে কেক কেটে খাইয়ে দিয়েছিলেন আমিরকে। তবে এবার অভিনেতার জন্মদিনে তাঁর পাশে থাকলেন কিরণ না, গৌরী। আর ইরফান খানের বিবাহবার্ষিকীর যে ভিডিও ভাইরাল হয়েছে, সেখানে দেখা যাচ্ছে, এই অনুষ্ঠানে হাজির রয়েছেন কিরণ ও রীনা ও। অর্থাৎ একই অনুষ্ঠানে আমিরের সঙ্গে হাজির ছিলেন গৌরী। সেখানে ছিলেন কিরণ ও রীনাও। এই ভিডিও দেখে অনেকেই মনে করছেন, তাহলে বোধহয় কিরণ ও রীনার সঙ্গেও গৌরীর ভালই সম্পর্ক।
আমিরের প্রেমিকা গৌরীর ৬ বছরের এক সন্তান রয়েছে। বেঙ্গালুরু নিবাসী আমিরের প্রেমিকা নাকি আমিরকে তারকা বলে মনেই করেন না। তাঁর কাছে আমির একজন সাধারণ মানুষ। আর প্রেমিকার এই সারল্যই টেনেছিল আমিরকে। অভিনেতার অভিনীত খুব কম ছবিই দেখেছেন গৌরী। এর মধ্যে রয়েছে 'দঙ্গল' ও 'লগান'। গৌরী নাকি বলিউডের সঙ্গেও তেমন অভ্যস্থ নন। তবে আমিরের সঙ্গে সম্পর্কে জড়ানোর পরে গৌরী ধীরে ধীরে অভ্যস্থ হচ্ছেন বলিউডের সঙ্গে। ইতিমধ্যেই আলাপ সেরে ফেলেছেন শাহরুখ খান (Shah Rukh Khan) ও সলমন খানের (Salman Khan) সঙ্গেও। আমির জানিয়েছেন, তাঁর প্রেমিকা অর্ধেক তামিল এবং অর্ধেক আইরিশ। গৌরীর দাদু স্বাধীনতা সংগ্রামী ছিলেন। আমির এদিন এও স্পষ্ট করেই জানিয়ে দেন যে তিনি ও গৌরী একত্রবাস করছেন।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
