Kaberi Antardhaan: ট্রেলারে নজর কাড়লেন কৌশিক, চূর্ণী, অম্বরীশ, ১৯৭৫-এর প্রেক্ষাপটে আসছে প্রসেনজিতের 'কাবেরী অন্তর্ধান'
Kaberi Antardhaan Trailer: কৌশিক আগেই বলেছিলেন এই ছবিতে চূর্ণীকে দেখা যাবে এক্কেবারে অন্যরকম চরিত্রে। ট্রেলারে নজর কাড়ল চূর্ণীর অভিনয়। সঙ্গে মানানসই কৌশিকও
কলকাতা: যেন ট্রেলার নয়, ট্রেলারের মোড়কে একটা সময়ের দলিল। অস্থির সময়, রাজনৈতিক প্রেক্ষাপট, গোলা-গুলি, রক্ত, সম্পর্কের টানাপোড়েন, রহস্য আর একটা অন্তর্ধানের গল্প। মুক্তি পেল কৌশিক গঙ্গোপাধ্যায় (Kaushik Ganguly) পরিচালিত 'কাবেরী অন্তর্ধান' (Kaberi Antardhan) ছবির ট্রেলার।
সুরিন্দর ফিল্মস (Surindar Films) প্রযোজিত এই ছবিতে রয়েছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায় (Srabanti Chatterjee)। এছাড়াও রয়েছেন চূর্ণী গঙ্গোপাধ্যায় ( Churni Ganguly), অম্বরীশ ভট্টাচার্য (Ambarish Bhattacharyya), কৌশিক সেন (Kaushik Sen), পূরব শীল আচার্য (Purab Shil Acharya) ও অন্যান্যরা।
আরও পড়ুন: Top Songs of 2022: 'টাপা টিনি', 'সাদা সাদা কালা কালা', ২০২২-এ শ্রোতাদের মন ছুঁয়ে গেল যে গানগুলি
কৌশিক আগেই বলেছিলেন এই ছবিতে চূর্ণীকে দেখা যাবে এক্কেবারে অন্যরকম চরিত্রে। ট্রেলারে নজর কাড়ল চূর্ণীর অভিনয়। সঙ্গে মানানসই কৌশিকও। রহস্য উদঘাটন করবেন তিনি, তাঁর চরিত্রই এত রহস্যময়! একজন শিল্পীর ভূমিকায় দেখা যাবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে। তবে তিনি কী শুধুই শিল্পী নাকি তাঁর কোনও অন্য পরিচয় রয়েছে সেই উত্তর দেবে গল্প। ট্রেলারে নজর কেড়েছেন অম্বরীশও।
১৯৭৫ সালের প্রেক্ষাপটে তৈরি হয়েছে এই ছবি।
View this post on Instagram