Kacher Manush: পোস্টারের আদলে তৈরি কেক কেটে শ্যুটিং পর্ব শেষ 'কাছের মানুষ' ছবির
Kacher Manush: ২০২১ সালের মহালয়ায় মুক্তি পেয়েছিল দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের আগামী ছবি 'কাছের মানুষ'-এর প্রথম মোশন পোস্টার। সেখানে দেখা গিয়েছিল অভিনেতা অভিনেত্রীদের নাম।
কলকাতা: ছবির নাম ঘোষণা হয়েছিল গত অক্টোবরেই। এরপর চলতি বছরের ফেব্রুয়ারিতে শ্যুটিং শুরু। রুটিন মেনে এবার শেষ হল শ্যুটিং শিডিউল (Wrap Up)। নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দর্শকদের সেই কথা জানালেন স্বয়ং দেব (Dev)।
২৪ ফেব্রুয়ারি অর্থাৎ গতকাল শেষ হল 'কাছের মানুষ' (Kacher Manush) ছবির শ্যুটিং। সেটে আনা হয় বিশাল কেক। ছবির প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee) ও দেব। কেক কেটে শ্যুটিংয়ের শেষ দিন উদযাপন করা হল।
বিশালাকার কেক তৈরি হয়েছিল 'কাছের মানুষ' ছবির পোস্টারের আদলেই। সেটের বাকিদের সঙ্গে বুম্বা দা ও দেব কেক কেটে, একে অন্যকে কেক খাইয়ে, পালন করলেন দিনটি। পোস্ট করলেন ছবি। ক্যাপশনে লিখলেন, 'এবং এবার র্যাপ হল।'
View this post on Instagram
২০২১ সালের মহালয়ায় মুক্তি পেয়েছিল দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের আগামী ছবি 'কাছের মানুষ'-এর প্রথম মোশন পোস্টার। সেখানে দেখা গিয়েছিল অভিনেতা অভিনেত্রীদের নাম। ছবিতে অভিনয় করেছেন ইশা সাহাও। 'কাছের মানুষ' ছবির পরিচালনার দায়িত্বে রয়েছেন পথিকৃৎ বসু (Pathikrit Basu)।
আরও পড়ুন: Katakuti: দর্শকদের জন্য প্রথমবার ওয়েব সিরিজ নিয়ে আসছেন রাজা চন্দ, নাম 'কাটাকুটি'