Kamaleswar Mukherjee Update: ‘বইকে এত ভয়', 'সরকার কি পাগল হয়ে গিয়েছে?' কমলেশ্বরের গ্রেফতারির তীব্র নিন্দা সৃজিত, ঋদ্ধি, অনিন্দ্যর
Kamaleswar Mukherjee Update: এই ঘটনার তীব্র নিন্দা করেছেন সৃজিত মুখোপাধ্যায় সহ ঋদ্ধি সেন, অনিন্দ্য চট্টোপাধ্যায়রা। ট্যুইটারে সৃজিত লিখেছেন, ‘বইয়ে এত ভয় ?'
কলকাতা: ‘বইয়ে এত ভয় ? কমলেশ্বর মুখোপাধ্যায়ের গ্রেফতারির নিন্দার ভাষা নেই । কমলেশ্বর’দার সঙ্গে যা হয়েছে, তা অত্যন্ত খারাপ ।’ কমলেশ্বর মুখোপাধ্যায়ের (Kamaleswar Mukherjee) গ্রেফতারির ঘটনায় কার্যত ফুঁসে উঠলেন সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherjee) !
সোমবার রাসবিহারীতে সিপিএমের স্টলে হামলার অভিযোগ করা হয়েছিল দলের তরফ থেকে । অভিযোগ ছিল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে । এই হামলার অভিযোগের প্রতিবাদে রাসবিহারীতে সিপিএমের কর্মসূচি চলাকালীন গ্রেফতার করা হয়েছিল পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়, বিকাশরঞ্জন ভট্টাচার্য বেশ কয়েকজন । গ্রেফতার করে তাদের নিয়ে আসা হয়েছিল লালবাজারে । জিজ্ঞাসাবাদের পরে তাঁদের ছেড়ে দেওয়া হয় । কমলেশ্বর জানান, গ্রেফতারির কোনও কারণ দেওয়া হয়নি।
আরও পড়ুন: Yash Nusrat: অষ্টমী সন্ধ্যায় বেনারসি সাজে যশ-নুসরত, প্রদীপের আলোয় চিরতরুণ প্রেম!
এই ঘটনার তীব্র নিন্দা করেছেন সৃজিত মুখোপাধ্যায় সহ ঋদ্ধি সেন, অনিন্দ্য চট্টোপাধ্যায়রা । ট্যুইটারে সৃজিত লিখেছেন, ‘বইয়ে এত ভয় ? কমলেশ্বর মুখোপাধ্যায়ের গ্রেফতারির নিন্দার ভাষা নেই । কমলেশ্বর’দার সঙ্গে যা হয়েছে, তা অত্যন্ত খারাপ ।’
Afraid of books???? Books??? Don't have enough words of condemnation for the arrest of Dr Kamaleswar Mukherjee. With you, Kamalda, for whatever it is worth.
— Srijit Mukherji (@srijitspeaketh) October 3, 2022
এই ঘটনার প্রতিবাদ করে ট্যুইট করেছেন অভিনেতা অনিন্দ্য চট্টোপাধ্যায় (Anindya Chatterjee)-ও । ট্যুইটারে তিনি লিখেছেন, 'কমলেশ্বর মুখোপাধ্যায় গ্রেফতার । এক কথায় অপ্রীতিকর । একরাশ ধিক্কার ।'
কমলেশ্বর মুখোপাধ্যায় গ্রেফতার।
— Anindya Chatterjee (@andyact) October 3, 2022
এক কথায় অপ্রীতিকর।
একরাশ ধিক্কার।
এই ঘটনার তীব্র নিন্দা করেছেন অভিনেতা ঋদ্ধি সেন (Riddhi Sen)-ও । ফেসবুকে ঋদ্ধি লিখেছেন, 'সরকার কি পাগল হয়ে গিয়েছে ! কমলেশ্বর মুখোপাধ্যায়ের গ্রেফতারির ঘটনা লজ্জাজনক । কিসের জন্য ? একটা বইয়ের দোকানের জন্য ! একটা বইয়ের স্টল ভাঙচুরের প্রতিবাদ করার জন্য গ্রেফতারি ! ঘটনায় তীব্র নিন্দা করছি । তোমার সঙ্গে রয়েছি । আমরা এই ঘটনার উত্তর চাই ।'