Karan Johar on Saif and Amrita: ইব্রাহিমের সূত্র ধরে সেফ-অমৃতার সঙ্গে ৪০ বছরের পুরনো সম্পর্ক ফিরে দেখলেন কর্ণ জোহর
Karan Johar on Ibrahim Ali Khan: কর্ণ লিখছেন, 'অভিনয়টা ওদের রক্তে রয়েছে। ওদের প্যাশন অভিনয়'

কলকাতা: কর্ণ জোহরের (Karan Johar) হাত ধরে বলিউডে যে কত তারকা সন্তান পা রেখেছেন, সেই তালিকাটা বেশ লম্বাই হবে। আর এবার সেই তালিকায় নাম লেখাতে চলেছে সেফ আলি খান (Saif Ali Khan) ও অমৃতা সিংহের (Amrita Singh)-এর পুত্র ইব্রাহিম আলি খান। আজ সোশ্যাল মিডিয়ায় ইব্রাহিমের একাধিক ছবি শেয়ার করে নিয়েছেন কর্ণ জোহর। সেই সঙ্গে তিনি লিখেছেন, প্রথমবার অমৃতা ও সেফের সঙ্গে তাঁর দেখা হওয়ার স্মৃতি।
কর্ণ লিখছেন, 'অমৃতার সঙ্গে যখন আমার দেখা হয়, তখন আমার বয়স মাত্র ১২ বছর। আমার বাবার সঙ্গে ধর্ম প্রযোজনা সংস্থার ব্যানারে ও একটা ছবি করেছিল, ছবিটার নাম ছিল 'দুনিয়া'। অমৃতার সৌন্দর্য্য, মাধুর্য্য সবই আনার পরিষ্কার মনে রয়েছে। তবে সবচেয়ে বেশি যেটা মনে রয়েছে সেটা হল সেই সন্ধ্যায় ওর চুলের স্টাইল আর তারপরে জেমস বন্ডের সিনেমার মাধ্যমে আমাদের বন্ধুত্ব হয়ে যাওয়া। আর মনে আছে ওঁর সঙ্গে করা সেই চাইনিজ় ডিনারটা। ও আমার সঙ্গে ভীষণ নিজের মতো করেই মিশেছিল। ওর এই সবার সঙ্গে মিশে যাওয়া স্বভাবটা ওর ছেলে মেয়ের মধ্য়েও রয়েছে।'
কর্ণ আরও লিখছেন, 'সেফের সঙ্গে, আনন্দ মহেন্দ্রুর অফিসেই আমার প্রথম দেখা হয়। যুবক, আকর্ষণীয়, ভদ্র... ঠিক তেমন, যেমনটা আমার ইব্রাহিমকে প্রথম দেখে মনে হয়েছিল। এই পরিবারটার সঙ্গে আমার বন্ধুত্বটা দীর্ঘ। ওদের বাবা মায়েদের সঙ্গেও বন্ধুত্বটা ছিল, আর সৌভাগ্যবশত ওদের ছেলে মেয়েদের সঙ্গেও। এই পরিবারটাকে আমি গত ৪০ বছর ধরে চিনি। বিভিন্ন ক্ষেত্রে ওদের সঙ্গে কাজ করেছি আমি। 'দুনিয়া' আর '২ স্টেটস' করেছি অমৃতার সঙ্গে, 'কল হো না হো' থেকে 'কুরবান' করেছি সেফের সঙ্গে, সিম্বা করেছি সারার সঙ্গে.. আর আরও অনেক কিছু আসতে চলেছে। ওদের পরিবারের যে হৃদয়টা রয়েছে, তাকে আমি চিনি।'
কর্ণ আরও লিখছেন, 'অভিনয়টা ওদের রক্তে রয়েছে। ওদের প্যাশন অভিনয়। আমরা শুধু সেই প্রতিভার জন্য রাস্তাটা তৈরি করে দিচ্ছি। তারপরে ওরাই নিজেদের প্রতিভা এই গোটা পৃথিবীকে দেখাবে। সবাই তৈরি থাকুন.. ইব্রাহিম খুব তাড়াতাড়িই আপনাদের হৃদয়ে জায়গা করে নেবে।'
View this post on Instagram
আরও পড়ুন: Ranveer-Deepika: দীপিকা ব্যস্ত দুয়াকে নিয়ে, কবে থেকে 'ডন ৩'-র শ্যুটিং ফ্লোরে দেখা যাবে রণবীরকে?























