![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Kareena Kapoor: 'প্রত্যেক মুহূর্তে নিজের সঙ্গে নিজের লড়াই চলে', অকপট করিনা কপূর
Kareena Kapoor: নিজের কেরিয়ারের কথা বলতে গিয়ে করিনা জানান, প্রত্যেক মুহূর্তেই তাঁর নিজের সঙ্গে লড়াই চলে। ক্যামেরার পিছনে নিজেকে তৈরি করা, চরিত্র নিয়ে প্রস্তুতি নেওয়া, সবই এর অংশ।
![Kareena Kapoor: 'প্রত্যেক মুহূর্তে নিজের সঙ্গে নিজের লড়াই চলে', অকপট করিনা কপূর Kareena Kapoor: Actress Kareena Kapoor talks about her career during the promotion of Laal Singh Chaddha Kareena Kapoor: 'প্রত্যেক মুহূর্তে নিজের সঙ্গে নিজের লড়াই চলে', অকপট করিনা কপূর](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/08/12/43abffd7a1a2adda453f89e9d8ca7fc4166027055223349_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
মুম্বই: সদ্য মুক্তি পেয়েছে তাঁর নতুন ছবি লাল সিং চড্ডা (Laal Singh Chaddha)। সেই ছবিতে আমির খান (Amir Khan)-এর সঙ্গে তাঁর রসায়ন মন কেড়েছে সবার। সেই ছবির প্রচারে এসেই সংবাদমাধ্যমের সঙ্গে নিজের ফেলে আসা কেরিয়ার ফিরে দেখলেন করিনা কপূর খান (Kareena Kapoor Khan)।
কভি খুশি কভি গম ('Kabhi Khushi Kabhie Gham...')-এর 'পু' (Poo) থেকে শুরু করে রিফিউজি ('Refugee')-র নাজ (Naaz), জব উই মেট (Jab We Met)-এর গীত (Geet), থ্রি ইডিয়েটস (3 Idiots)-এর পিয়া সাহস্ত্রবুদ্ধে (Pia Sahastrabuddhe)... দু দশক ধরে একের পর এক অভিনয় দিয়ে মানুষের মন জয় করেছেন করিনা। প্রত্যেকটা চরিত্র একে অন্যের থেকে আলাদা এবং অনন্য।
নিজের কেরিয়ারের কথা বলতে গিয়ে করিনা জানান, প্রত্যেক মুহূর্তেই তাঁর নিজের সঙ্গে লড়াই চলে। কেবল ক্যামেরার সামনে নয়, ক্যামেরার পিছনে নিজেকে তৈরি করা, চরিত্র নিয়ে প্রস্তুতি নেওয়া, সবই এর অংশ। করিনা বলছেন, 'প্রত্যেক মুহূর্তে ভাল পারফরমেন্স দেওয়ার চাপ কাজ করে। ভাল কাজ না করলে ২২ বছর কেরিয়ারে, বলিউডে টিঁকে থাকা সম্ভব নয়।'
করিনা আরও বলেন, 'আমি অভিনয়কে ভালোবাসি। তাই বিভিন্ন চরিত্রের জন্য নিজেকে প্রস্তুত করা, সম্পূর্ণ অন্যরকম চরিত্রে অভিনয় করা আমার খুব পছন্দের।'
আরও পড়ুন: Hrithik Roshan: রোশন পরিবারে রাখী বন্ধন উৎসব, কে পরিচালনা করলেন জানেন?
অন্যদিকে সম্প্রতি এক সাক্ষাৎকারে 'লাল সিং চড্ডা' নিয়ে আমির খান বলেন, 'সম্প্রতি এক সাক্ষাৎকারে আমির খান বলেন, 'এই মুহূর্তে আমি মারাত্মক রকমের স্নায়ুচাপে ভুগছি। ৪৮ ঘণ্টা হয়ে গিয়েছে, আমি ঘুমোতে পারিনি। আমি একেবারেই মজা করছি না। এটাই বাস্তবে হয়েছে। আমি ঘুমোতে পারছি না। আমার মস্তিষ্ক জেগে রয়েছে। এই অবস্থায় আমি বই পড়ছি আর অনলাইনে দাবা খেলছি। ১১ অগাস্টের পরই আমি ঘুমোতে পারব। 'লাল সিং চাড্ডা' যতক্ষণ না মুক্তি পাচ্ছে, আমি ঘুমোতে পারব না। আমার মনে হয় অদ্ভেত (পরিচালক অদ্ভেত চন্দন) আর আমি ১১ অগাস্টের পরই শান্তি ঘুমোতে পারব। আর যখন ঘুম ভাঙবে তখন দর্শকদের থেকে জানতে পারব, ছবিটা তাঁদের কেমন লেগেছে। দর্শকদের প্রতিক্রিয়া জানার অপেক্ষায় রয়েছি। তাঁদের ভালো লাগল নাকি লাগল না, ঘুম থেকে উঠে তা আবিষ্কার করব।'
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)