এক্সপ্লোর
তৈমুর বড় হয়ে পতৌদির মত ক্রিকেট খেলুক, ইচ্ছে করিনার

মুম্বই: বাবা মা দুজনেই বলিউড তারকা। কিন্তু ছেলে যেন বলিপাড়া না মাড়ায়। লাইট, ক্যামেরা, অ্যাকশনের দুনিয়ার বাসিন্দা নয়, ক্রিকেটার হবে সে। এমনই আশা পোষণ করেন সদ্য মা হওয়া করিনা কপূর। করিনার বাবা রণধীর কপূর জানিয়েছেন, তাঁর ছোট মেয়ে চায়, ছেলে তৈমুর বড় হয়ে ঠাকুর্দা মনসুর আলি খান পতৌদির মত ক্রিকেট খেলুক। করিনার বাবা আরও বলেছেন, কপূর ও খান- দুই পরিবারই চায়, যতটা সম্ভব সময় ২ সপ্তাহ বয়সের তৈমুরের সঙ্গে কাটাতে। তৈমুর যখন বড় হয়ে যাবে, তখন তাঁর বড় মেয়ে করিশমার দুই ছেলেমেয়ে সামাইরা ও কিয়ানের মত তার সঙ্গেও খেলতে চান তিনি। রণধীর জানিয়েছেন, করিনার কাছে এই ইচ্ছের কথা বললে তিনি বলেন, তৈমুর যেন বড় হয়ে খেলাধুলোই করে, তা দেখতে। করিনার ইচ্ছে, সে যেন বড় হয়ে প্রয়াত টাইগার পতৌদির মত নাম করা ক্রিকেটার হয়। টাইগার পতৌদি ছোট নাতিকে দেখতে না পেলেও তাঁর প্রতিভার বীজ ছোট্ট তৈমুরের মধ্যে থাকতেই পারে!
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















