![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
(Source: ECI/ABP News/ABP Majha)
Sanjay Dutt Upcoming Film: সঞ্জয় দত্তের কোন কোন ছবি মুক্তি পাবে সামনে?
অতিমারির তৃতীয় ঢেউয়ে আক্রান্তের সংখ্যা বাড়তেই দেশের বিভিন্ন প্রান্তে ইতিমধ্যেই সিনেমাহল হয় সম্পূর্ণ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, নাহলে ৫০ শতাংশ দর্শকাসন নিয়ে সিনেমাহল খোলা রাখা হয়েছে।
![Sanjay Dutt Upcoming Film: সঞ্জয় দত্তের কোন কোন ছবি মুক্তি পাবে সামনে? KGF: Chapter 2’ To ‘Toolsidas Junior’, Sanjay Dutt Reveals His Film Line Up Sanjay Dutt Upcoming Film: সঞ্জয় দত্তের কোন কোন ছবি মুক্তি পাবে সামনে?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/01/14/32513c609014b8f6acb8710dfda57260_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
মুম্বই: গত বেশ কয়েক বছর ধরে লাইমলাইটে রয়েছেন বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত (Sanjay Dutt)। অভিনয় কিংবা ছবি ছাড়াও তিনি আলোচনায় রয়েছেন তাঁর শারীরিক অবস্থার জন্যও। কিছুদিন আগেই ক্যানসারে আক্রান্ত হন সঞ্জয় দত্ত। চিকিৎসার পর এখন তিনি সুস্থ রয়েছেন বলেই জানা যায়। সুস্থ হয়েই পুরোদমে ছবির শ্যুটিংয়ে মন দিয়েছেন অভিনেতা। খুব শীঘ্রই তাঁর একাধিক ছবি মুক্তি পাবে। সঞ্জয় দত্তের বেশ কয়েকটি ছবি মুক্তির অপেক্ষায় রয়েছে। আর আসন্ন সেই সমস্ত ছবির প্রোমোশনেই দেখা যাচ্ছে অভিনেতাকে।
করোনা পরিস্থিতিতে প্রভাব পড়েছে ছবির ব্যবসায়। করোনার তৃতীয় ঢেউয়ে প্রতিদিন সংক্রমিত হচ্ছেন বহু মানুষ। সংক্রমিত হচ্ছেন তারকারাও। অতিমারির তৃতীয় ঢেউয়ে আক্রান্তের সংখ্যা বাড়তেই দেশের বিভিন্ন প্রান্তে ইতিমধ্যেই সিনেমাহল হয় সম্পূর্ণ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, নাহলে ৫০ শতাংশ দর্শকাসন নিয়ে সিনেমাহল খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে বিভিন্ন রাজ্যের সরকার। দিল্লিতে অনির্দিষ্টকালের জন্য সিনেমাহল বন্ধ রাখার ঘোষণার পরই ইতিমধ্যেই বহু ছবির মুক্তি স্থগিত হয়ে গিয়েছে। তাই বলিউডের বহু ছবির মুক্তির ক্ষেত্রেই সংশয় দেখা দিয়েছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে আসন্ন ছবির মুক্তি সম্পর্কে সঞ্জয় দত্ত বলেন, '২০২২-এ আপাতত তিনটি ছবি সিনেমাহলে মুক্তি পাওয়ার কথা রয়েছে। আর আসন্ন প্রত্যেকটি প্রোজেক্ট নিয়ে আমি খুবই আশাবাদী। বর্তমান পরিস্থিতি কেমন থাকে, তার উপরই এখন সমস্ত কিছু নির্ভর করছে। ইতিমধ্যেই আমার 'শামশেরা', 'কেজিএফ টু' এবং 'পৃথ্বিরাজ' ছবি তিনটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। প্রতিটা ছবিই সিনেমাহলে মুক্তি পাওয়ার কথা রয়েছে। কিন্তু দেশের করোনা পরিস্থিতি সঠিক হলে তবেই ছবিগুলি সিনেমাহলে মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। আর অতিমারির ভয়বহতা এবং সংক্রমণ কমলে তবেই আমরা ছবিগুলি উপভোগ করতে পারব। আপাতত, আমরা শুধুমাত্রই পরিস্থিতি সঠিক হওয়ার জন্য অপেক্ষা করতে পারি। প্রত্যেককে মাস্ক পরতে হবে আর অবশ্য়ই সমস্ত কোভিডবিধি মেনে চলা দরকার।'
আরও পড়ুন - Simmba 2: এবার কি আসছে 'সিম্বা টু'? ইঙ্গিতপূর্ণ কথা রণবীর সিংহের
সামনে মুক্তি পাবে সঞ্জয় দত্তের তিনটি ছবি। 'পৃথ্বিরাজ', 'শামশেরা' (Shamshera) এবং 'কেজিএফ চ্যাপ্টার টু' (KGF: Chapter 2)। প্রতিটা ছবিতেই আলাদাভাবে দেখা যাবে অভিনেতাকে। জানা যাচ্ছে, 'কেজিএফ চ্যাপ্টার টু' ছবিতে খলনায়কের ভূমিকায় রয়েছেন সঞ্জয় দত্ত। আবার 'পৃথ্বিরাজ' ছবিতে অক্ষয় কুমার ও মানুষী চিল্লারের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন তিনি। অন্যদিকে 'শামশেরা' ছবিতে রণবীর কপূরের (Ranbir Kapoor) সঙ্গে মুখ্য চরিত্রে রয়েছেন সঞ্জু বাবা। রিল লাইফ আর রিয়েল লাইফের 'সঞ্জু'কে প্রথমবার একসঙ্গে দেখা যাবে। এই তিনটি ছবি ছাড়াও সঞ্জয় দত্তের আরও একটি ছবি আসতে চলেছে। ছবির নাম 'তুলসীদাস জুনিয়র'। যদিও এই ছবিটি কবে মুক্তি পাবে, তা এখনও জানা যায়নি।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)