Kiara Advani Exclusive: কলকাতা বললে মনে পড়ছে, 'আমি যে তোমার'
Actress Kiara Advani Exclusive: তিলোত্তমা বললে প্রথম কী মনে পড়ে তারকা জুটির? কথার শেষ হতে না হতেই বরুণের উত্তর এল। 'শিকঞ্জি.. আর মিষ্টি দই।
কলকাতা: উজ্জ্বল হলুদ পোশাকে ঝলমল করছিলেন কিয়ারা আডবাণী (Kiara Advani)। পাশেই গাঢ় নীল ডেনিম শার্টে বরুণ ধবন (Varun Dhawan)। কলকাতায় নতুন ছবির প্রচারে হাজির হয়েছিলেন বরুণ-কিয়ারা। পরের পর সাক্ষাৎকার, তার মধ্যেই এবিপি লাইভের (ABP Live Exclusive) জন্য এক টুকরো সময়। তার মধ্যেই সেরে নেওয়া গেল ছোট্ট আড্ডা।
কলকাতায় এর আগেও এসেছেন বরুণ আর কিয়ারা। তিলোত্তমা বললে প্রথম কী মনে পড়ে তারকা জুটির? কথার শেষ হতে না হতেই বরুণের উত্তর এল। 'শিকঞ্জি.. আর মিষ্টি দই। কলকাতা বলতে সবার আগে আমার কাছে মিষ্টি দই।' আর কিয়ারা? তিনি বললেন, 'আজকাল কলকাতা বললেন মনে পড়ছে 'আমি যে তোমার'।
আরও পড়ুন: Varun-Kiara Exclusive: মঞ্চেই আবদার, বরুণের মন রাখতে হাজির হল কলকাতার রসগোল্লা, মিষ্টি দই
প্রথম প্রশ্নের উত্তরেই রসনাতৃপ্তির গল্প। আজকের দুপুরের মেনুতেও কী ডায়েট মেনে চললেন বরুণ-কিয়ারা? সজোরে মাথা নেড়ে দুজনেই জানালেন, কখনোই না। খাদ্যরসিক বরুণের উত্তর, 'আমরা আজ মিষ্টি দই.. গলৌটি কাবাব, সবই খেয়েছি। খুব বেশি খাওয়া হয়ে গিয়েছে।' কিয়ারা যোগ করলেন, 'বিরিয়ানিও খেয়েছি। আর আমার ইচ্ছা আছে ফুচকা খাওয়ার।'
'জুগ জুগ জিও'- র (Jug Jugg Jeeyo) প্রচারের সময় ব্যবহৃত হয়েছিল একটা লাইন, 'বিয়ের পর কী সবকিছু বদলে যায়?' বরুণ বিবাহিত আর কিয়ারা এখনও অবিবাহিত। দুই তারকা ব্যক্তিগত জীবনে বিশ্বাস করেন এই কথায়? বরুণ বললেন, 'হ্যাঁ, সবকিছু বদলে যায়, তবে ভালোর জন্য না খারাপের জন্য, সেই প্রশ্নের উত্তর দেবে আমাদের এই ছবি।' সুর মিলিয়ে কিয়ারাও বললেন, 'হ্যাঁ, ২৪ তারিখ সব প্রশ্নের উত্তর পাওয়া যাবে যে, বিয়ের পর কী কী বদলে যায়, কেমন করেই বা বদলে যায়।'
ছোট্ট সাক্ষাৎকারের এক্কেবারে শেষে এসে আবদার থাকল ছবির একটা সংলাপ শোনার। সঙ্গে সঙ্গেই ছবিতে অনিল কপূর আর বরুণ ধবনের একটা ছোট্ট সংলাপ বলে শোনালেন দুজনেই। নিজের চরিত্রেই রইলেন বরুণ, আর কিয়ারা হলেন অনিল কপূর। ছোট্ট সংলাপেই ধরা দিল খুনসুটি আর জুটির রসায়ন।