KIFF: কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালের চতুর্থ দিনে ‘বিপত্তি’, দীর্ঘক্ষণ পর্দা অন্ধকার থাকার অভিযোগ
Kolkata International Film Festival: বৃহস্পতিবার, কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বেলা দেড়টা নাগাদ 'কম্পিটিশন অন ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ ফিল্মস' ক্যাটেগরিতে 'মাইন্ড গেম' ছবি দেখানোর সময়ে বিপত্তি।
অতসী মুখোপাধ্যায়, কলকাতা: শুরু হয়েছে ২৭তম 'কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব' (Kolkata International Film Festival)। আর ফেস্টিভ্যালের চতুর্থ দিনে ‘বিপত্তি’। নন্দন ২ প্রেক্ষাগৃহে দীর্ঘক্ষণ পর্দা অন্ধকার হয়ে থাকার অভিযোগ উঠল। জাতীয় সঙ্গীত চলাকালীন দীর্ঘক্ষণ কোনও শব্দ শোনা যায়নি বলেও অভিযোগ।
ফিল্ম ফেস্টিভ্যালে 'বিপত্তি'
বৃহস্পতিবার, ২৮ এপ্রিল, কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের চতুর্থ দিন। বেলা দেড়টা নাগাদ 'কম্পিটিশন অন ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ ফিল্মস' (Competition on Indian Language Films) ক্যাটেগরিতে 'মাইন্ড গেম' (Mind Game) নামে একটি ওড়িয়া (Odia) ভাষার ছবি দেখানোর কথা ছিল। কিন্তু সেই সময়ে হঠাৎ করেই দীর্ঘক্ষণ পর্দা কালো হয়ে থাকে।
এছাড়াও অভিযোগ, সিনেমা শুরুর আগে যে জাতীয় সঙ্গীত চালানো হয় সেই সময়েও জাতীয় সঙ্গীত শব্দবিহীন ছিল। অন্তত তিনবার চেষ্টা করার পরও স্ক্রিনে শব্দ আসেনি। যান্ত্রিক ত্রুটির কারণেই এমন পরিস্থিতি বলে দাবি করা হয়েছে। প্রোজেকশন রুম থেকে জানা যাচ্ছে যে অতিরিক্ত গরমের কারণেও শব্দে সমস্যা হয়েছে।
এদিন অন্তত ২৫ মিনিট ধরে স্থায়ী ছিল এই সমস্যা। অবশেষে দুপুর ১টা ৫০ নাগাদ, 'মাইন্ড গেম' নামের এই ছবি প্রদর্শনী শুরু করা সম্ভব হয়। প্রসঙ্গত, গতকালও নন্দন ১ প্রেক্ষাগৃহে কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যায় ছবির প্রদর্শনী।
২৫ এপ্রিল 'চলচ্চিত্র উৎসব'-এর উদ্বোধন
বাংলা সিনেমার সঙ্গে যোগ অর্থনীতিরও। চলচ্চিত্র উৎসবের মঞ্চ থেকে বাংলা সিনেমায় বিনিয়োগের ডাক দেন মুখ্যমন্ত্রী। সোমবার আন্তর্জাতিক কলকাতা চলচিত্র উৎসবের উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবারের চলচ্চিত্র উৎসবে পার্টনার কান্ট্রি (Partner Country) ফিনল্যান্ড (Finland)। সেদেশের সাতটি সিনেমা এসেছে এবারের আন্তর্জাতিক কলকাতা চলচিত্র উৎসবে। বক্তব্য রাখতে গিয়ে প্রথমেই ফিনল্যান্ডকে ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রী। ব্রিটেন (UK) থেকে আসা প্রতিনিধিদেরও ধন্যবাদ জানান তিনি। মুখ্যমন্ত্রীর বক্তব্য়ের একটি বড় অংশ জুড়ে ছিল স্মরণ। একাধিক চলচ্চিত্র শিল্পী এবং গায়ক যাঁরা মারা গিয়েছেন তাঁদের স্মরণ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।