Kinjal Nanda: বাবা হলেন টলি-অভিনেতা কিঞ্জল নন্দ, ঘরে এল পুত্র নাকি কন্যাসন্তান?
Kinjal Nanda News: বর্তমানে টলিউডে নিজের জায়গা তৈরি করে নিলেও, নিজের ব্যক্তিগত জীবনকে চিরকালই আড়ালে রেখেছেন কিঞ্জল। দীর্ঘদিনের প্রেমিকা নম্রতার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন কিঞ্জল
কলকাতা: নতুন বছরের শুরুতেই সুখবর দিলেন অভিনেতা কিঞ্জল নন্দ (Kinjal Nanda)। পরিবারে এল নতুন অতিথি। সোশ্যাল মিডিয়ায় স্ত্রী নম্রতার সঙ্গে মিষ্টি একটি ছবি শেয়ার করে কিঞ্জল অনুরাগীদের জানালেন, কন্যাসন্তানের মাতা-পিতা হয়েছেন তাঁরা।
বর্তমানে টলিউডে নিজের জায়গা তৈরি করে নিলেও, নিজের ব্যক্তিগত জীবনকে চিরকালই আড়ালে রেখেছেন কিঞ্জল। দীর্ঘদিনের প্রেমিকা নম্রতার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন কিঞ্জল। ২০২২ সালে বিবাহ সম্পন্ন হয় তাঁদের। ডাক্তারি পরার সময় তাঁদের বন্ধুত্ব তারপরে প্রেম। মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় নিজের ও নম্রতার একটি ছবি শেয়ার করে নিয়ে কিঞ্জল লিখেছেন, 'সবাইকে ধন্যবাদ, ভগবানকে অনেক ধন্যবাদ। আজ আমাদের একটি কন্যসন্তানের জন্ম হয়েছে।' সোশ্যাল মিডিয়ায় কিঞ্জল এই পোস্ট করার পর থেকেই ভেসেছেন শুভেচ্ছাবার্তায়। অন্যান্য অনুরাগী থেকে শুরু করে সহকর্মীরা, সবাই শুভেচ্ছা জানিয়েছেন অভিনেতাকে।
কাজের ক্ষেত্রে, কিঞ্জলকে আপাতত দেখা যাচ্ছে রাহুল মুখোপাধ্যায় পরিচালিত 'ছবি বিশ্বাস' ওয়েব সিরিজে। থ্রিলার এই সিরিজটি মুক্তি পেয়েছে 'হইচই' (Hoichoi)-এর ওয়েব প্ল্যাটফর্মে। এছাড়াও সদ্য 'রেড ফাইলস' নামের একটি ছবিতে একজন আইনজীবীর ভূমিকায় দেখা গিয়েছে কিঞ্জলকে। 'আপিস' ছবিটিতে দেখা গিয়েছিল কিঞ্জলকে। সুরিন্দর ফিল্মসের নতুন ছবি 'আলাপ'-এও একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন কিঞ্জল। 'আলাপ' ছবিটির মুখ্যভূমিকায় রয়েছেন মিমি চক্রবর্তী (Mimi Chakraborty) ও আবির চট্টোপাধ্যায় (Abir Chatterjee)।
আগামীতে 'দেবী চৌধুরানী' ছবিতে দেখা যাবে কিঞ্জলকে। ব্রজেশ্বর রায়ের ভূমিকায় দেখা যাবে কিঞ্জলকে। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে ছবিতে কিঞ্জলের লুক। ইতিমধ্যেই ছবির শ্যুটিং প্রায় শেষ হয়ে গিয়েছে। তবে এখনও প্রকাশ্যে আসেনি ছবি মুক্তির তারিখ। আপাতত পোস্ট প্রোডাকশনের কাজ চলছে এই ছবির। শুভ্রজিৎ মিত্রের এই ছবিতে কিঞ্জলকে একেবারে অন্য লুকে, অন্যরকম চরিত্রে দেখবেন দর্শক। এর আগে, 'নন্দিনী' ওয়েব সিরিজে ঋতাভরী চক্রবর্তীর (Ritabhari Chakraborty)-র বিপরীতে দেখা গিয়েছিল তাঁকে।
View this post on Instagram
আরও পড়ুন: Shah Rukh Khan: 'আমার গর্বের দিন', হারের পরে বিষণ্ণ গম্ভীর, শ্রেয়সদের চাঙ্গা করলেন শাহরুখ
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।