Kishmish Update: 'অবশেষে' একসঙ্গে পা মেলালেন প্রসেনজিৎ ও রুক্মিণী
Kishmish Update: এক ঝটকায় যেন ফিরিয়ে নিয়ে যাওয়া ৮০-র জগতে। ঘুড়িতে লেখা প্রেমপত্র, নাটক দেখতে দেখতে কাঁধে মাথা রাখা, সরস্বতী পুজোর হলুদ শাড়ি, সব মিলিয়ে নস্ট্যালজিয়ায় মোড়া এক সুর।
কলকাতা: সম্প্রতি মুক্তি পেয়েছে দেব-রুক্মিণী (Dev and Rukmini Maitra)অভিনীত 'কিশমিশ' (Kishmish) ছবির গান 'অবশেষে'। এবার সেই গানে রিল বানালেন 'ইন্ডাস্ট্রি' প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee)। সঙ্গী ছবির নায়িকা রুক্মিণী স্বয়ং।
প্রসেনজিৎ-রুক্মিণী জুটি
হঠাৎ দেখলে মনে হতেই পারে এবার জুটি বাঁধছেন প্রসেনজিৎ ও রুক্মিণী। আদতে দেব ও রুক্মিমীর আগামী ছবির গানে পা মেলালেন দুজনে।
মেরুন পাঞ্জাবীতে বুম্বা দা, ফ্লোরাল প্রিন্টের শাড়িতে রুক্মিণী। নতুন গান 'অবশেষে'-তে অভিনয় করলেন দুজনে। হুড়মুড়িয়ে ভাইরাল সেই রিল ভিডিও।
ভিডিও আপলোড করে প্রসেনজিৎ ক্যাপশনে লেখেন, 'খুব পছন্দ হয়েছে এই গানটি, অবশেষে।' সঙ্গে লেখেন, 'কিশমিশ দেখবেন সিনেমাহলে, এটাই করব আশা, বাংলা সিনেমা এগিয়ে চলুক নিয়ে আপনাদের ভালোবাসা।'
View this post on Instagram
সদ্য মুক্তি পেয়েছে 'অবশেষে'
এক ঝটকায় যেন ফিরিয়ে নিয়ে যাওয়া ৮০-র জগতে। ঘুড়িতে লেখা প্রেমপত্র, নাটক দেখতে দেখতে কাঁধে মাথা রাখা, সরস্বতী পুজোর হলুদ শাড়ি, সব মিলিয়ে নস্ট্যালজিয়ায় মোড়া এক সুর। মুক্তি পেল দেব এন্টারটেনমেন্ট ভেঞ্জারর্সের 'কিশমিশ' (Kishmish) ছবির নতুন গান 'অবশেষে ভালোবেসে চলে যাব'। আর সেই গানে একে অপরের প্রেমে ডুবলেন ভাসলেন মজলেন দেব ও রুক্মিণী মৈত্র।