Laal Singh Chaddha: আমির-করিনার প্রেমের রসায়নকে গানের সুরে বাঁধলেন অরিজিৎ সিংহ
Laal Singh Chaddha’s Song: এই গানে ফুটিয়ে তোলা হয়েছে লাল সিং চড্ডা ও তাঁর প্রেমিকা রূপা-র প্রেমের রসায়ন। করিনা কপূর খান জানিয়েছিলেন, গোটা ছবির মধ্যে এই গানটিই তাঁর সবচেয়ে প্রিয়।
মুম্বই: এই গানের সুরে মাটির টান আর কথায় মোড়া ভালোবাসা। মুক্তি পেল আমির খান (Aamir Khan), করিনা কপূর খান (Kareena Kapoor Khan) অভিনীত ছবি 'লাল সিং চড্ডা' (Laal Singh Chaddha) ছবির নতুন গান তেরে হাওয়ালে (Tere Hawaale)। গানটি কম্পোজ করেছেন প্রীতম (Pritam) ও গানের কথা লিখেছেন অমিতাভ ভট্টাচার্য (Amitabh Bhattacharya)। গানটি গেয়েছেন অরিজিৎ সিংহ (Arijit Singh) ও শিল্পা (Shilpa)।
এই গানে ফুটিয়ে তোলা হয়েছে লাল সিং চড্ডা ও তাঁর প্রেমিকা রূপা-র প্রেমের রসায়ন। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এই গানের টিজার শেয়ার করে করিনা কপূর খান জানিয়েছিলেন, গোটা ছবির মধ্যে এই গানটিই তাঁর সবচেয়ে প্রিয়। প্রযোজনা সংস্থার তরফ থেকে সোশ্যাল মিডিয়ায় এই গান শেয়ার করে নিয়ে বার্তা, 'ভালোবাসার যাদুতে হারিয়ে যান'
আরও পড়ুন: Aamir Khan: ১৩-এ পা 'থ্রি ইডিয়টস'-এর, আমির ফিরছেন আইআইএম বেঙ্গালুরুতে!
আগামী ১১ অগাস্ট মুক্তি পেতে চলেছে 'লাল সিং চাড্ডা'। আমির খানের এই ছবিতে তাঁর বিপরীতে দেখা যাবে করিনা কপূর খানকে। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন মোনা সিংহ। দক্ষিণী ছবির জনপ্রিয় অভিনেতা নাগা চৈতন্যকেও দেখা যাবে এই ছবিতে। আমির খানের ছবি দিয়েই বলিউডে আত্মপ্রকাশ হতে চলেছে তাঁর।
এর আগে মুক্তি পায় 'লাল সিং চাড্ডা' ছবির গান 'কাহানি'। নেট দুনিয়ায় সেই গান ব্যাপক হিট হয়। রেডিও শো থেকে একাধিক গানের চ্যানেলের সেরা ১০ গানের তালিকায় জায়গা করে নেয় সেই গান।
প্রসঙ্গত, আমির খানের 'লাল সিং চাড্ডা' ছবির মুক্তি একাধিক সময়ে পিছিয়ে গিয়েছে। চলতি বছরের একেবারে শুরুর দিকে মুক্তি পাওয়ার কথা থাকলেও বেশ কয়েকবার পিছিয়ে যায়। করোনা পরিস্থিতি ছাড়াও কারণ হিসেবে জানা যায়, ছবির কাজ সঠিক সময়ে শেষ করতে না পারার কারণেই এই ছবির মুক্তি পিছিয়েছে। অস্কারজয়ী 'ফরেস্ট গাম্প' ছবির হিন্দি রিমেক হতে চলেছে 'লাল সিং চাড্ডা'।
ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় বিতর্ক শুরু হয়েছে 'লাল সিং চড্ডা' ছবিটি নিয়ে। অনেকেই আমিরের এই ছবি বয়কটের ডাক দিয়েছেন। প্রশ্ন উঠেছে আমিরের দেশাত্ববোধ নিয়েও। অনেকে আবার সোশ্যাল মিডিয়ায় ট্রোলিং করেছেন যে পিকে ছবিতে আমির যেমন অভিনয় করেছিলেন, লাল সিং চড্ডা ছবিতেও তেমনই অভিনয় করেছেন। এই সমস্ত ট্রোলিংয়ের জবাব দেননি আমি। কেবল তিনি অনুরোধ করেছেন দর্শকদের ছবিটি দেখে ভালো বা খারাপ বিচার করতে।