Madhuri Dixit: পরনে ৮৫ হাজারের পোশাক, খবরের শিরোনামে মাধুরী দীক্ষিত
আবারও খবরের শিরোনামে মাধুরী দীক্ষিত।
কলকাতা: তারকাদের অভিনয় জীবন থেকে ব্য়ক্তিগত জীবন সবটাই বিভিন্ন সময় উঠে এসেছে খবরের শিরোনামে। ইদানীং এই আইকনরা কী পোশাক পরছেন তা নিয়েও ভক্তদের কৌতুহলের শেষ নেই। সেলিব্রিটিদের পোশাকের দাম শুনে চোখ কপাল উঠেছে অনেকেরই। এবার সেই তালিকায় যুক্ত হল মাধুরী দীক্ষিতের নাম।
সম্প্রতি নিজের ইন্সটাগ্রাম প্রোফাইলে মাধুরী শেয়ার করেন তাঁর কয়েকটি ছবি, যা বেশ পছন্দ হয়েছে তাঁর ভক্তদের। তবে সেই পোশাকের দাম শুনে চমকে যাবেন আপনিও। সূত্রের খবর অনুযায়ী, পুনিত বালানার ডিজাইন করা গোলাপী রঙা এই পোশাকটির দাম ৮৫,০০০ টাকা।
প্রসঙ্গত, গোলাপী স্ট্র্যাপি শর্ট কুর্তার সঙ্গে ছিল মেরোডি এবং গোটা পাত্তির কাজ। সঙ্গে মানানসই রেশম চান্দেরি প্যান্ট ও অর্গানজা সিল্কের দোপাট্টা। এই পোশাকের সঙ্গে মাধুরী পরেছিলেন ভারী নেকপিস ও সোনার কানের দুল।
খুব শীঘ্রই মাধুরীকে দেখা যেতে চলেছে,নেটফ্লিক্সের একটি ওয়েব সিরিজে । ওয়েব সিরিজের নাম 'ফাইন্ডিং অনামিকা'। মাধুরী ছাড়াও এই ওয়েব সিরিজটিতে দেখা যাবে সুহাসিনী মুলে, সঞ্জয় কাপুর, মানব কউলের মত বলিউড তারকাদের। । বিজয় নাম্বিয়ার ও করিশ্মা কোহলির পরিচালনায় তৈরি হয়েছে এই ওয়েব সিরিজটি।
একজন খ্য়াতনামা অভিনেত্রী, একজন স্ত্রী, সর্বোপরি একজন মা হঠাৎ-ই একদিন হারিয়ে যায়। আর সেখান থেকেই শুরু হয় 'ফাইন্ডিং অনামিকা'র গল্প। নেটফিক্সে ইতিমধ্য়েই প্রকাশ্য়ে এসেছে ওয়েব সিরিজটির টিজার। যেখানে মাধুরীর ঝলমলে লুক মন কেড়েছে তাঁর ভক্তদের। বিটাউন সূত্রে খবর, মাধুরীর ডিজাইনার লাল গাউনটি বানিয়েছেন ফ্য়াশান ডিজাইনার অনামিকা খন্না।
সম্প্রতি একটি সাংবাদিক বৈঠকে মাধুরীকে ওয়েব সিরিজ নিয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, এই মাধ্য়মের দর্শক সারা পৃথিবী জুড়ে আছে। কোনও ভালো সিরিজকে একাধিক ভাষায় ডাবিং করে ও সাবটাইটেলের মাধ্য়মে অনেক বেশি দর্শকের কাছে পৌঁছে দেওয়া যায়। পাশাপাশি 'ফাইন্ডিং অনামিকা' নিয়ে যে তিনি যথেষ্ট আশাবাদী, একথাও জানাতে ভোলেন না মাধুরী।