এক্সপ্লোর
Advertisement
১৭ বছর পর ফের একসঙ্গে বড় পর্দায় ফিরছেন মাধুরী-অনিল
মুম্বই: বেটা, রাম লক্ষ্মণ, পরিন্দা, তেজাবের মত একের পর এক হিট, সুপারহিট ছবি দেওয়া সেই জুটি আবার বলিউডে ফিরছেন। ইন্দ্র কুমারের টোটাল ধামাল ছবিতে দেখা যাবে মাধুরী দীক্ষিত ও অনিল কপূরকে।
শেষ তাঁদের এক সঙ্গে দেখা যায় পুকার ছবিতে। তারপর ১৭ বছরের দীর্ঘ বিচ্ছেদ। মাধুরী ব্যস্ত হয়ে পড়েন সংসার নিয়ে, অনিলও বেছে নেন সিনেমার পার্শ্ব চরিত্র। এতদিন পর ফের তাঁদের বড় পর্দায় মুখ্য ভূমিকায় দেখা যাবে।
মাধুরী বলেছেন, টোটাল ধামাল কমেডি ছবি, ১৭ বছর পর অনিলের সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে তিনি খুবই আনন্দিত।
টোটাল ধামাল ধামাল সিরিজের তৃতীয় ছবি, এতে মাধুরী-অনিল ছাড়াও দেখা যাবে অজয় দেবগণ, রীতেশ দেশমুখ, আর্শাদ ওয়ার্সি ও জাভেদ জাফরিকে। এতে এক বলিউড তারকার গল্প বলা হয়েছে, যাঁর পরিবারের সদস্যদের ভাষা, সংস্কৃতি আলাদা, তাঁরা সকলে একসঙ্গে বাস করেন আমেরিকায়।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
ক্রিকেট
ক্রিকেট
জেলার
Advertisement