Gulmohar Release: মনোজ বাজপেয়ী, শর্মিলা ঠাকুর অভিনীত 'গুলমোহর' মুক্তি পাচ্ছে অগাস্টে
Gulmohar Release: শেষ হয়েছে শ্যুটিং। এবার ছবি মুক্তির অপেক্ষা। এদিন নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে একটি ছবি পোস্ট করে 'বাত্রা পরিবার'-এর ঝলক দেখালেন মনোজ বাজপেয়ী।
মুম্বই: মনোজ বাজপেয়ী (Manoj Bajpayee), শর্মিলা ঠাকুর (Sharmila Tagore) ও আমোল পালেকর (Amol Palekar) অভিনীত 'গুলমোহর' (Gulmohar) ছবির শ্যুটিং শেষ হল। চলতি বছরের অগাস্ট মাসে মুক্তি পাবে ছবিটি। এই ছবিতে দেখা যাবে 'লাইফ অফ পাই' খ্যাত সূরজ শর্মা ও সিমরন ঋষি বাগ্গাকে।
আসছে 'গুলমোহর'
শেষ হয়েছে শ্যুটিং। এবার ছবি মুক্তির অপেক্ষা। এদিন নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে একটি ছবি পোস্ট করে 'বাত্রা পরিবার'-এর ঝলক দেখালেন মনোজ বাজপেয়ী। সকলকে বেশ রাজকীয় সাজে দেখা গেল ছবিতে। ক্যামেরার সামনে পোজ দিয়েছেন 'পারফেক্ট ফ্যামিলি পিকচার'-এর জন্য।
ছবিটি পোস্ট করে তার ক্যাপশনে অভিনেতা লেখেন, 'বাত্রা পরিবারের সঙ্গে আলাপ করুন! ঘোষণা আসছে শীঘ্রই!'
View this post on Instagram
শর্মিলা ঠাকুরের 'কামব্যাক'
'গুলমোহর' ছবির হাত ধরে প্রায় ১১ বছরের বিরতির পর বড়পর্দায় ফিরছেন বর্ষীয়ান অভিনেত্রী শর্মিলা ঠাকুর। এছাড়াও ছবিতে একাধিক বড় তারকাকে দেখা যাবে। রাহুল চিট্টেলা পরিচালিত এই ছবির যৌথ প্রযোজনা করছে ফক্স স্টার স্টুডিওজ ও চকবোর্ড এন্টারটেনমেন্ট অ্যান্ড অটোনমাস ওয়ার্কস।