Yashoda Film Update: সামান্থা প্রভুর 'যশোদা' ছবির জন্য তৈরি হচ্ছে বিশাল সেট, কত খরচ জানেন?
Yashoda Film Update: ছবিতে অন্যান্য গুরুত্বপূর্ণ ছবিতে থাকবেন বরলক্ষ্মী শরৎকুমার, উন্নি মুকুন্দন, রাও রমেশ ও মুরলী শর্মা (Varalaxmi Sarathkumar, Unni Mukundan, Rao Ramesh and Murali Sharma)।
নয়াদিল্লি: সামান্থা প্রভুর (Samantha Ruth Prabhu) আগামী ছবি 'যশোদা' (Yashoda) ইতিমধ্যেই আলোচনার কেন্দ্রে। এই ছবির জন্য একটি বিশালকার সেট তৈরি হয়েছে যার তৈরি খরচ পড়েছে প্রায় ৩ কোটি টাকা।
জানা গেছে যে সামান্থার আসন্ন সিনেমা 'যশোদা'-এর নির্মাতারা আপাতত শ্যুটিংয়ের জন্য সেই বিশাল সেট তৈরি করতে ব্যস্ত।
একটি সাত তারা হোটেলের আদলে (reprising a seven-star hotel) জমকালো সেট তৈরি করা হয়, যা সিনেমার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটগুলির মধ্যে অন্যতম। আর্ট ডিরেক্টর অশোক সেটের তত্ত্বাবধানে রয়েছেন, কারণ বর্তমানে বেশ কয়েকজন কারিগর সুন্দর সেট তৈরির কাজ করছেন।
সামান্থা রুথ প্রভু, যিনি এই ছবিতে প্রধান নারী চরিত্রে অভিনয় করবেন, বর্তমানে কেরালায় ছুটি কাটাচ্ছেন। তিনি শীঘ্রই 'যশোদা'-এর শ্যুটিংয়ে যোগ দেবেন বলে খবর।
View this post on Instagram
'যশোদা' ছবির পরিচালনার দায়িত্বে রয়েছেন হরি-হরিশ (Hari-Harish)। ছবিটি থ্রিলার ঘরানার, বিভিন্ন ভাষায় (new-age multilingual thriller) তৈরি হবে। প্রযোজনা করছেন বর্ষীয়াণ প্রযোজক শিবালেঙ্কা কৃষ্ণ প্রসাদ (Sivalenka Krishna Prasad)।
সামান্থা ছাড়াও ছবিতে অন্যান্য গুরুত্বপূর্ণ ছবিতে থাকবেন বরলক্ষ্মী শরৎকুমার, উন্নি মুকুন্দন, রাও রমেশ ও মুরলী শর্মা (Varalaxmi Sarathkumar, Unni Mukundan, Rao Ramesh, and Murali Sharma)।
আরও পড়ুন: Rashmika Mandanna Update: চলতি বছরেই বিয়ে সারছেন রশ্মিকা-বিজয়? তুঙ্গে জল্পনা