Mimi Chakraborty Exclusive: সবদিক সামলানোর ক্ষমতা আছে, খুব ভালো মা হতে পারি আমি: মিমি
Mimi Chakraborty Exclusive: গল্পে এক চাকুরিজীবী মেয়ের ওপর দায়িত্ব পড়ে তার একরত্তি বোনঝিকে সামলানোর। ঠিক এই পরিস্থিতিতে যদি মিমি নিজে পড়েন?
কলকাতা: মাতৃত্বকে উদযাপন করার জন্য মাসি আর বোনঝির সম্পর্কের গল্প বুনেছেন মৌনাক ভৌমিক। আর এই মিষ্টি গল্প বলার দায়িত্ব যাঁর কাঁধে, তিনি কেবল অভিনেত্রী নন, সাংসদও। মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)। আর তাঁর সঙ্গে পাল্লা দিয়ে অভিনয় করেছেন এক খুদে। অয়ন্না চট্টোপাধ্যায় (Ayanna Chatterjee)।
আজই মুক্তি পেয়েছে 'মিনি'। একরত্তির সঙ্গে কাজ করার কেমন অভিজ্ঞতা হল একজন পাকা অভিনেত্রীর? মিমি বলছেন, 'গোটা গল্পটা যখন একটা বাচ্চাকে নিয়ে, সেই মতোই শ্যুটিং প্ল্যান করা হয়েছিল। মনে হয়েছিল ওর খিদে, ঘুম সবকিছুর জন্যই সময় দিতে হবে আমাদের। কিন্তু অয়ন্নার সঙ্গে দেখা করার পর দেখলাম, ওর খিদে, ঘুম কিছুই নেই। ওকে আমরা বলতাম, তুই কী খাবি? ঘুমোবি? ও বলত, না আমি সিন করব। ওর মনোযোগ, নিষ্ঠা দেখে আমরা অবাক হয়ে গিয়েছিলাম।'
গল্পে এক চাকুরিজীবী মেয়ের ওপর দায়িত্ব পড়ে তার একরত্তি বোনঝিকে সামলানোর। ঠিক এই পরিস্থিতিতে যদি মিমি নিজে পড়েন? অভিনেত্রী বলছেন, 'আমি বিশ্বাস করি, আমি খুব নিয়মমাফিক একটা জীবন কাটাই। আর আমার সবকিছু সামলানোর ক্ষমতা রয়েছে। ইতিমধ্যেই আমার বাড়িতে চারপেয়ে বাচ্চারা রয়েছে যাদের আমি সামলাই। তবে হ্যাঁ, একজন মানবশিশুকে মা হিসেবে সামলানো সম্পূর্ণ আলাদা। মাতৃত্ব মাতৃত্বই। আমার মনে হয়, আমি একজন খুব ভালো মা হব।'
আরও পড়ুন: Jeetu Nabanita: 'যুক্তি তর্কের তৃতীয় বছর', স্ত্রী নবনীতাকে বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জিতুর
নিজেকে কীভাবে এই চরিত্রের জন্য তৈরি করেছিলেন মিমি? অভিনেত্রী বলছেন, 'মৈনাক বলেছিল, 'তিতলি হওয়ার জন্য কোনও আলাদা প্রস্তুতি নিতে হবে না। আমি চাই মিমিই তিতলি হোক। ওদের জীবনের গল্পটা এক নয়। কিন্তু আমার মধ্যে থাকা ব্যক্তিত্বগুলোই তিতলির মধ্যে চেয়েছিল মৈনাক। আমায় বলেছিল, ভাববি না একটা চরিত্রে অভিনয় করছিস।'
আর অয়ন্না? ইতিমধ্যেই তারকা সে। ভবিষ্যতে কী হতে ইচ্ছা করে অয়ন্নার? একরত্তির সঙ্গে সঙ্গে উত্তর, 'অবশ্যই অভিনেত্রী হতে ইচ্ছা করে। মিমিদিদির মতো।'
পাশে বসে হেসে ফেললেন মিমি, মাথায় হাত বুলিয়ে দিলেন আদর করে। পর্দার বাইরেও যেন অয়ন্নার মাসিই হয়ে উঠেছেন মিমি।