Jeetu Nabanita: 'যুক্তি তর্কের তৃতীয় বছর', স্ত্রী নবনীতাকে বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জিতুর
Jeetu Nabanita: ধারাবাহিক থেকে প্রেমের শুরু, তারপরে বিবাহ বন্ধন। দেখতে দেখতে পেরিয়ে গিয়েছে ৩টে বছর। দুই তারকার সম্পর্ক ভাঙছে এমন গুঞ্জনও ছড়িয়েছে একাধিকবার। কিন্তু সেই সবকিছুকে তুচ্ছ করে, একসঙ্গে খুশিতেই রয়েছেন দম্পতি
কলকাতা: ৩ বছরে পা দিল তাঁদের বৈবাহিক জীবন। সোশ্যাল মিডিয়ায় একে অপরকে বিয়ের দিনের শুভেচ্ছা জানালেন জিতু কমল (Jeetu Kamal) ও নবনীতা দাস (Nabanita Das)। সোশ্যাল মিডিয়ায় বিয়ের দিনের ছবি ভাগ করে নিলেন দুজনেই। জিতু লিখলেন 'যুক্তি তর্কের তৃতীয় বছর'।
ধারাবাহিক থেকে প্রেমের শুরু, তারপরে বিবাহ বন্ধন। দেখতে দেখতে পেরিয়ে গিয়েছে ৩টে বছর। দুই তারকার সম্পর্ক ভাঙছে এমন গুঞ্জনও ছড়িয়েছে একাধিকবার। কিন্তু সেই সবকিছুকে তুচ্ছ করে, একসঙ্গে খুশিতেই রয়েছেন দম্পতি। আজ সোশ্যাল মিডিয়ায় বিয়ের ছবি শেয়ার করে একে অপরকে মিষ্টি শুভেচ্ছাও জানিয়েছেন তাঁরা।
আরও পড়ুন: Kolkatar Harry: ছোটদের ছবির ভাঁজে বাস্তবের গল্প, মুক্তি পেল সোহম প্রিয়ঙ্কার 'কলকাতার হ্যারি'
একদিকে যেমন বিবাহবার্ষিকীর শুভেচ্ছা, অন্যদিকে জিতুর প্রথম ছবির মুক্তি। ১৩ তারিখের জন্য রুদ্ধশ্বাসে অপেক্ষা করছেন জিতু। অনীক দত্তের নতুন ছবি 'অপরাজিত'-র প্রধান চরিত্রে রয়েছেন তিনি। সত্যজিৎ রায়কে শ্রদ্ধার্ঘ জানিয়ে এই ছবি।
এই কাজের অফার জিতুর কাছে কীভাবে আসে? এবিপি লাইভকে দেওয়া সাক্ষাৎকারে জিতু বেলছিলেন, ' গত বছর মে-জুন মাসে অনীক দা আমাকে ফোন করে বলেন কিছু ছবি পাঠাতে। একেবারে সাদামাটা পাঞ্জাবীতে, কোনও ফিল্টার বা মেকআপ ছাড়া। এরপর একটা স্ক্রিপ্ট দেন। সেটাও ভিডিও করে পাঠাই। ১৫-২০ দিন কেটে যায়, আমি আমার কাজে ব্যস্ত হয়ে পড়ি। এরপর আমাকে জিজ্ঞেস করা হয় যে সত্যজিৎ রায়ের অল্প বয়সের চরিত্রটা করতে রাজি কি না। এবং এই মানুষটা এতটাই সৎ যে আমাকে সোজাসুজিই বলেন বিশেষ কোনও সিন থাকবে না। সঙ্গে এটাও বলেন যে, আমাকে যেভাবে তুলে ধরা হবে সেটা দেখার মতো। ভাবারও সময় দেন। আমি আমার স্ত্রীয়ের সঙ্গে, শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে, এই পেশায় আমার শিক্ষকদের সঙ্গে আলোচনা করি। সকলের একটাই বক্তব্য ছিল, এমন একজন মানুষের চরিত্র আমাকে দেওয়া হচ্ছে সে বৃদ্ধ, যুবক বা মধ্যবয়স্ক, যাই হোক না কেন, এই অফার পাওয়াটাই সৌভাগ্য। আমিও রাজি হই।'
">