Mithun Chakraborty: 'একটা বাচ্চা মেয়েকে গান গাইতে দিচ্ছে না, মনে হচ্ছে বাংলাদেশে রয়েছি', লগ্নজিতা প্রসঙ্গে মিঠুন চক্রবর্তী
Mithun Chakraborty on Lagnajita Chakraborty: বেসরকারি স্কুলের অনুষ্ঠানে গান গাইতে গিয়েছিলেন শিল্পী লগ্নজিতা চক্রবর্তী। আর সেখানেই হেনস্থার মুখে পড়তে হল শিল্পীকে

কলকাতা: একটি স্কুলে গানের অনুষ্ঠান ছিল। সেখানেই সঙ্গীত পরিবেশন করতে গিয়ে অপ্রিয় পরিস্থিতির শিকার সঙ্গীতশিল্পী লগ্নজিতা চক্রবর্তী (Lagnajita Chakraborty)। সঙ্গীতশিল্পীর জনপ্রিয় একটি গান রয়েছে, 'জাগো মা'। দেবী চৌধুরানী সিনেমায় ব্যবহৃত হয়েছিল এই গানটি। আর সেই গান পরিবেশনা করতেই বাধা পান সঙ্গীতশিল্পী। ঘটনায় গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে।
বেসরকারি স্কুলের অনুষ্ঠানে গান গাইতে গিয়েছিলেন শিল্পী লগ্নজিতা চক্রবর্তী। আর সেখানেই হেনস্থার মুখে পড়তে হল শিল্পীকে। মারাত্মক এই অভিযোগ উঠেছে পূর্ব মেদিনীপুরের ভগবানপুরে। শনিবার সেখানকার সাউথ পয়েন্ট পাবলিক সকুলের বার্ষিক অনুষ্ঠানে গান গাইতে গিয়েছিলেন শিল্পী লগ্নজিতা চক্রবর্তী। তাঁর অভিযোগ, 'জাগো মা’ গানটি গাওয়ার পর দর্শকাসন থেকে মেহবুব মল্লিক নামে এক ব্যক্তি উঠে আসেন মঞ্চে। তিনি লগ্নজিতাকে মারধর করতে পর্যন্ত উদ্যত হন। এই ঘটনার পর ভগবানপুর থানায় অভিযোগ দায়ের করেন শিল্পী। জানা যায়, ওই ব্যক্তি তৃণমূলের একজন নেতা।
এই ঘটনায় আজ মুখ খুলেছেন মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। বিজেপির একটি সভা থেকে এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে মিঠুন বলেন, 'আমি ভাল নেই। প্রশ্ন করুন, কেন ভাল নেই? সকাল থেকে যেন মনে হচ্ছে, বাংলাদেশে রয়েছি। এমন কীভাবে হয় বলুন? ওখানে হারমোনিয়াম ভেঙে দিচ্ছে, এখানে একটা বাচ্চা মেয়েকে গান গাইতে দিচ্ছে না। আগেই বলে নিই, আমরা মুসলমান বিরোধী নই। যাঁরা ভারতকে ভালবাসেন, যাঁরা এই দেশের মুসলমান, তাঁদের বিরুদ্ধে নই। কিন্তু আমরা তাঁদের বিরুদ্ধে, যারা আমাদের দেশে থেকে দেশের ক্ষতি করার চেষ্টা করে।'
মিঠুন চক্রবর্তী আরও বলেন, 'আজ এমন একটা পরিস্থিতি দাঁড়িয়েছে যে, ভিতরে ভয় ধরে গিয়েছে। হয়তো কালকে এটা বাংলাদেশ হয়ে যাবে। কারণ এখানকার সরকার প্রতিবাদ করে না, শুধু চেঁচায়। বাকরোধ আমরা করছি না, আপনারা করছেন। কীভাবে তাহলে এই বাচ্চা মেয়েটাকে গান গাইতে দিলেন না? এখন সনাতনীরা জেগেছে। আর সনাতনীরা জেগেছে মানেই এই সরকারের শেষ। আর সনাতনীরা জেগেছে মানে এই সরকারের পতন হবে হবে হবে।'
এই বিষয় নিয়ে লগ্নজিতা বলেছিলেন, '১১ বছর ধরে গান গাইছি। নানারকম অভিজ্ঞতা হয়েছে। প্রত্যেকবারই নতুন কিছু হয়। এই অভিজ্ঞতাটা সম্পূর্ণ নতুন।' এই ঘটনা কী শিল্পীর মনে একটা আতঙ্ক তৈরি করেছে? সঙ্গীতশিল্পী বলছেন, 'এই বছর পুজোয় আমার একটা গান মুক্তি পেয়েছে। 'জাগো মা' আমার অন্যতম প্রিয় একটা গান। এই গানটা আমি গাইব না এটা তো হতে পারে না। আমার আবার ২৬ তারিখ অনুষ্ঠান আছে। সেখানেও আমি আমার ৭ নম্বর গানটা 'জাগো মা'-ই গাইব। তবে অবশ্যই আমি চাই না সেদিন আমায় আবার কেউ মারতে উঠুক। সেই জায়গায় একটা আশঙ্কা থেকেই যাচ্ছে। আমি কাজ করতে গিয়েছি, গান গাইতে গিয়েছি। মার খেতে তো যাইনি।'






















