Mouni Roy: কলকাতায় এসে মৌনীর মুখে ঝরঝরে বাংলা, নাচের তালে পা মেলালেন দেবের সঙ্গে
Mouni Roy Update: প্রথম সারির একটি চ্যানেলের ডান্স রিয়্যালিটি শো-এর মঞ্চে অতিথি হয়ে এসেছিলেন তিনি। সদ্য মুক্তি পেয়েছে তাঁর নতুন ছবি 'ব্রহ্মাস্ত্র'
কলকাতা: তিলোত্তমায় এসে তাঁর মুখে ঝরঝরে বাংলা । বলিউডের অভিনেত্রী হিসেবে নিজের জায়গা পাকা করে নিলেও তিনি আদপে তো বাঙালি । ছোটপর্দার একটি ডান্স রিয়্যালিটি শো (Dance Reality Show)-এর মঞ্চে এসে পা মেলালেন নাচের তালে, ঝরঝরে বাংলা বলে মন জয় করলেন সবার । মৌনী রায় (Mouni Roy)।
প্রথম সারির একটি চ্যানেলের ডান্স রিয়্যালিটি শো-এর মঞ্চে অতিথি হয়ে এসেছিলেন তিনি । সদ্য মুক্তি পেয়েছে তাঁর নতুন ছবি 'ব্রহ্মাস্ত্র' । বক্সঅফিসে দুর্দান্ত ব্যবসা করেছে এই ছবি । এই ছবির প্রচারেই কলকাতায় এসে মৌনী হাজির হয়েছিলেন নাচের মঞ্চে । এই রিয়্যালিটি শো-এর বিচারকের আসনে রয়েছেন দেব (Dev), রুক্মিণী মৈত্র (Rukmini Maitra) ও মনামী ঘোষ (Monami Ghosh) । এদিন নাচের মঞ্চে এসে খুদেদের সঙ্গে পা মেলান তিনি। দেবের সঙ্গে বিশেষ ডান্স পারফরমেন্সের আয়োজনও করা হয়েছিল ।
আরও পড়ুন: Sonu Nigam: দেবের ছবির প্রচারে কলকাতায় 'কাছের মানুষ' সোনু নিগম, মুক্তি পেল নতুন গান
এই অনুষ্ঠানে এসে মৌনী বলেন, 'আমার মনেই হল না আমি প্রথম এই মানুষগুলোর সঙ্গে দেখা করছি । মনে হল অনেকদিন থেকে আমি এদের চিনি । আর খুদেরা সত্যিই যথেষ্ট প্রতিভাবান । আমি ফের এই মঞ্চে আসার সুযোগ পেলে খুশি হব ।'
View this post on Instagram
আজ ও আগামীকাল সোশ্যাল মিডিয়ায় সম্প্রচারিত হবে এই দুটি এপিসোড ।
View this post on Instagram