এক্সপ্লোর
অস্কারে যাচ্ছে ‘নিউটন’: কী বলছেন ‘বাহুবলী’-র পরিচালক

হায়দরাবাদ: ভারত থেকে সরকারি ভাবে অস্কার পুরস্কারের জন্য যাচ্ছে পরিচালক অমিত মাসুরকরের সিনেমা ‘নিউটন’। চলতি বছর বক্স অফিসে আলোড়ন ফেলেছিল ‘বাহুবলী ২: দ্য কনক্লুসন’-এর পরিচালক এসএস চন্দ্রমৌলি। অনুরাগীদের কেউ কেউ হয়ত ভেবে থাকতে পারেন যে, ভারত থেকে এই বাহুবলী-ই অস্কারের দৌড়ে যেতে পারে। কিন্তু এমনটা হয়নি। এ জন্য অবশ্য আদৌ অসন্তুষ্ট নন বাহুবলীর পরিচালক এস এস চন্দ্রমৌলি। তিনি বলেছেন, তাঁর লক্ষ্য দর্শকদের কাছে সিনেমার কাহিনী পৌঁছে দেওয়া। সিনেমা যাতে দর্শকদের ভালো লাগে, তা নিশ্চিত করা। পুরস্কারের কথা ভেবে তিনি কোনও সিনেমা তৈরি করেন না। যত বেশি সম্ভব দর্শকের কাছে পৌঁছে যাওয়া এবং সিনেমার কলাকুশলীদের জন্য অর্থ উপার্জন করাই তাঁর লক্ষ্য। আর এই কাজ করতে গিয়ে যদি পুরস্কার আসে তাহলে ভালোই লাগে বলে মন্তব্য করেছেন রাজামৌলি। না পেলেও তাঁর কোনও সমস্যা নেই।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















