Nusrat Jahan Update: 'কাশ্মীর কি কলি' নুসরত, ক্যামেরায় চোখ রাখলেন যশ
লাল পোশাকের ওপর ভারি জরির কাজ, রুপোলি গয়নায় সেজেছেন তিনি। সঙ্গে একগোছা ফুল। প্রকৃতির মধ্যে বসে রয়েছেন নুসরত জাহান। সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিলেন সেই ছবি। ক্যাপশানে লিখলেন, 'কাশ্মীর কি কলি'।
কলকাতা: লাল পোশাকের ওপর ভারি জরির কাজ, রুপোলি গয়নায় সেজেছেন তিনি। সঙ্গে একগোছা ফুল। প্রকৃতির মধ্যে বসে রয়েছেন নুসরত জাহান (Nusrat Jahan)। সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিলেন সেই ছবি। ক্যাপশানে লিখলেন, 'কাশ্মীর কি কলি' (Kashmir Ki kali)। ছবি সৌজন্যে রইল যশ দাশগুপ্তর (Yash Dashgupta) নাম।
'চিনেবাদাম'-এর শ্যুটিংয়ে কাশ্মীরে পাড়ি দিয়েছেন যশ দাশগুপ্ত। সঙ্গে নুসরতও। বিমানবন্দরে একসঙ্গে ছবি ভাগ করে নিয়েছিলেন তাঁরা। সম্প্রতি একই সময়ে নিজেদের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নেন যশ ও নুসরত। দুটি ছবিতে একে অপরকে ফটো কার্টেসি দেন তাঁরা। স্পষ্ট, রাখঢাক না রেখে অনুরাগীদের 'যশরত' বার্তা দিতে চান, 'ভূস্বর্গে একসঙ্গে সময় কাটাচ্ছেন তাঁরা। ক্যাপশানে নুসরত লিখলেন তুষারপাতের কথা। ছবি সৌজন্যে লেখলেন, 'ভালোবাসার যশ'। অন্যদিকে একই সময়ে সোশ্যাল মিডিয়ায় হলুদ পোশাকে হাসিমুখে ছবি ভাগ করেছেন যশ। জানিয়েছেন, তাঁর এই ছবি তুলে দিয়েছেন নুসরত।
আজ কাশ্মীরি মেয়ের বেশে নিজের একাধিক ছবি ভাগ করে নিয়েছেন নুসরত। লাল পোশাকের সঙ্গে মাথায় ও গলায় ভারি গয়নাও পরেছিলেন তিনি। তাঁর ছবিতে মুগ্ধ হয়েছেন অনুরাগীরাও। সবাই লিখেছেন, তিনি যোগ্য 'কাশ্মীর কি কলি'।
অন্যদিকে আজ সাদা শীত পোশাকে সোশ্যাল মিডিয়ায় ছবি ভাগ করে নিয়েছেন যশও। চোখে সানগ্লাস, মোবাইলে ব্যস্ত তিনি। কখনও আবার আনমনে তাকিয়ে আছে বাইরের দিকে। সেখানেও ছবি সৌজন্য দিয়েছেন নুসরত জাহানকে।
ছবি ছাড়াও একটি ছোট্ট ভিডিও পোস্ট করে নেন নুসরত। সেখানে দেখা যাচ্ছে, একটি নারীর হাত, অন্যটি পুরুষের। কাশ্মীরের শীতে যেন উষ্ণতা ছড়াচ্ছেন তাঁরা। ভিডিও দেখে বোঝা যায়, শিকারায় সওয়ার হয়েছিলেন তাঁরা। ভিডিওর আবহে বাজছেন, 'তেরে হাত মে মেরা হাত হো..'। বরফজমা ঠাণ্ডায় প্রেমের উষ্ণতা ছড়াচ্ছেন যশ নুসরত। কাজের ফাঁকে একটুকরো প্রেমের সময় যেন।
শনিবার সোশ্যাল মিডিয়ায় যশের সঙ্গে ছবি ভাগ করে নিয়েছিলেন নুসরত। দুজনে একরকম মাস্ক, কালো পোশাক। বিমানবন্দর থেকে যশ দাশগুপ্তের সঙ্গে ছবি ভাগ করে নিয়েছিলেন নুসরত জাহান।