Pallab Kirtania: লগ্নজিতার পাশে দাঁড়ানোর মাশুল, শো বাতিল পল্লব কীর্তনিয়ার! 'শাসকের প্রবল চাপে অনুষ্ঠান বাতিল', দাবি সঙ্গীতশিল্পীর
Pallab Kirtania on Lagnajita Chakraborty: আগামী ২৫ ডিসেম্বর তাঁর সেখানে গিয়ে গান পরিবেশন করার কথা ছিল। কিন্তু পল্লব কীর্তনিয়ার অভিযোগ, শাসকের প্রবল চাপে নাকি তাঁরা শেষ মুহূর্তে অনুষ্ঠান বাতিল করতে বাধ্য হয়েছেন।

কলকাতা: 'জাগো মা' গান গাইতে গিয়ে বাধা পেয়েছিলেন সঙ্গীতশিল্পী লগ্নজিতা চক্রবর্তী (Lagnajita Chakraborty)। আর এবার, এই ঘটনায় সঙ্গীতশিল্পীকে সমর্থন করার জন্য নাকি শো বাতিল হয়েছে আরেক সঙ্গীতশিল্পীর! সোশ্যাল মিডিয়ায় লম্বা একটি পোস্ট করে এমনটাই দাবি করেছেন সঙ্গীতশিল্পী পল্লব কীর্তনিয়া (Pallab Kirtania)। শিল্পী জানিয়েছেন, বর্ধমানের ভাতারে একটি বইমেলায় শিল্পী হিসেবে অনুষ্ঠান করার জন্য তাঁকে আমন্ত্রণ জানানো হয়েছিল। আগামী ২৫ ডিসেম্বর তাঁর সেখানে গিয়ে গান পরিবেশন করার কথা ছিল। কিন্তু পল্লব কীর্তনিয়ার অভিযোগ, শাসকের প্রবল চাপে নাকি তাঁরা শেষ মুহূর্তে অনুষ্ঠান বাতিল করতে বাধ্য হয়েছেন।
সোশ্যাল মিডিয়ায় পল্লব কীর্তনিয়া লিখেছেন, ' ‘জাগো মা’ শীর্ষক একটি গান গাওয়ার পরে, ভগবানপুরে কোনও মঞ্চে লগ্নজিতাকে সেক্যুলার গান গাইতে বলে অপমান করায়, গ্রেফতার হয়েছেন এক ব্যক্তি। এ নিয়ে মিডিয়ায় স্বাভাবিকভাবেই শিল্পীর স্বাধীনতা নিয়ে বিস্তর চর্চা শুরু হয়েছে। এটা যে ঘোরতর অন্যায় তাতে কোনও সন্দেহ নেই। এর বিরুদ্ধে প্রতিবাদ হওয়াই উচিত। আমার কাছে দুটো টিভি চ্যানেল থেকে প্রতিক্রিয়া চাওয়া হয়েছিল আমি আমার প্রতিবাদ জানিয়েছি, এখানেও তীব্র নিন্দা করছি এবং একজন কণ্ঠশিল্পী হিসেবে লগ্নজিতার পাশে দাঁড়াচ্ছি।























