Parineeti-Raghav: দীপাবলির আগেই রাঘবের ঘরে খুশির রোশনাই, মা হলেন পরিণীতি
Parineeti - Raghav Child: পরিণীতি রাঘবের জীবনের নতুন অধ্যায় শুরু হল, কোলে এল সন্তান

কলকাতা: অপেক্ষার অবসান। দীপাবলির আগেই এল সুখবর। মা হলেন অভিনেত্রী পরিণীতি চোপড়া (Parineeti Chopra)। বাবা হলেন রাঘব চড্ডা (Raghav Chadha)। সোশ্যাল মিডিয়ায় সন্তান জন্মের র খবর শেয়ার করে নিয়েছেন রাঘবই। পুত্রসন্তান এসেছে পরিণীতি আর রাঘবের কোলে। নায়িকা ও রাজনীতিবিদের জীবনে শুরু হল নতুন অধ্যায়।
এর আগেই প্রকাশ্যে এসেছিল, পরিণীতিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দিল্লিতেই সন্তানের জন্ম দিলেন পরিণীতি। বিয়ের পর থেকেই পরিণীতি আর কোনও সিনেমার কাজে হাত দেননি। আগামীদিনে আপাতত পরিণীতি দিল্লিতেই থাকবেন বলে জানা যাচ্ছে। আম আদমি পার্টির সদস্য রাঘবের কর্মস্থল দিল্লিতে, সেই কারণে দিল্লিই এখন পরিণীতির স্থায়ী বাসস্থান। আর এখন, জীবনে এসেছে নতুন অতিথি। সোশ্যাল মিডিয়ায় সেই খবর শেয়ার করে নিয়েছেন রাহুল আর পরিণীতি ২ জনেই। একটি ছবি শেয়ার করে নিয়েছেন ২ জনেই। সেখানে লেখা, 'অবশেষে সে এসেছে। আমাদের পুত্রসন্তান। ও আমাদের জীবনে আসার আগে, জীবন কীভাবে চলছিল, আমরা যেন বুঝতেই পারছি না। আমাদের কোল ভরা। হৃদয় আরও ভরে উঠেছে। এর আগে, আমরা একে অপরের জন্য ছিলাম। আর এবার, আমাদের কাছে সবকিছু রয়েছে। সবাইকে ধন্যবাদ জানাই.. রাঘব আর পরিণীতি।'
সোশ্যাল মিডিয়ায়, এই পোস্ট প্রকাশ্যে আসার পর থেকেই তা ভেসেছে শুভেচ্ছাবার্তায়। সবাই শুভেচ্ছা জানিয়েছেন রাঘব আর পরিণীতির জীবনের নতুন ইনিংসকে। অগাস্ট মাসে পরিণীতি ও রাহুল প্রকাশ করেছিলেন, ২ থেকে ৩ হতে চলেছেন তাঁরা, কোলে আসছে সন্তান। একটি ভারি মিষ্টি পোস্ট করে রাঘব আর পরিণীতি শেয়ার করে নিয়েছিলেন নতুন সদস্য কোলে আসার কথা। অবশেষে, দীপিবলির একদিন আগেই রাহুল পরিণীতির কোল আলো করে এল সন্তান। এখন একরত্তিকে ঘিরেই যেন আবর্তিত হবে রাঘব পরিণীতির জীবন। পরিণীতিকে ফের কবে বড়পর্দায় দেখা যাবে, সেই অপেক্ষা সবারই রয়েছে। তবে সেই বিষয়ে পরিণীতি এখনও মুখ খোলেননি।
২ বছর বিয়ে হয়েছে রাহুল আর পরিণীতির। প্রেম করেই তাঁদের বিয়ে। রাঘব চড্ডার সঙ্গে প্রথম আলাপেই পরিণীতির মনে হয়েছিল, এই মানুষটা এমনই, যাঁর সঙ্গে পুজো জীবনটা কাটিয়ে দেওয়া যায়। তাঁদের বাগদান হওয়ার বেশ কয়েক মাস পরে, আনুষ্ঠানিকভাবে সাত পাকে বাঁধা পড়েন তাঁরা। শুরু হয় রাঘব আর পরিণীতির নতুন জীবন। বিয়ের পরে কাজ করেছেন পরিণীতি, তবে অল্প। তাঁকে শেষবার দেখা গিয়েছিল ' অমর সিংহ চমকিলা' সিনেমায়। সেই সিনেমায় অভিনয়ের প্রশংসা পেলেও, বক্সঅফিসে তেমন ছাপ ফেলতে পারেনি এই ছবি।






















