Parineeti-Raghav: শীঘ্রই বিয়ের গুঞ্জন! পরিণীতি-রাঘব মন্দিরে পৌঁছলেন আশীর্বাদ নিতে
Parineeti Chopra Post: মঙ্গলবার নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে একটি ছবি পোস্ট করেন পরিণীতি চোপড়া। লোকেশন ট্যাগে দেখা যাচ্ছে লেখা হয়েছে 'শ্রী হরমন্দির সাহিব' মন্দির, অমৃতসর।
![Parineeti-Raghav: শীঘ্রই বিয়ের গুঞ্জন! পরিণীতি-রাঘব মন্দিরে পৌঁছলেন আশীর্বাদ নিতে Parineeti Chopra Shares Picture With Raghav Chadha As They Visit Shri Harmandir Sahib Temple Ahead Of Wedding Parineeti-Raghav: শীঘ্রই বিয়ের গুঞ্জন! পরিণীতি-রাঘব মন্দিরে পৌঁছলেন আশীর্বাদ নিতে](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/07/01/a361300a8da046e15fcbbde7fde694d41688223150814229_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
নয়াদিল্লি: বিয়ের আগে স্বর্ণমন্দিরে (Golden Temple) আশীর্বাদ নিতে দেখা গিয়েছিল তারকা দম্পতি পরিণীতি চোপড়া (Parineeti Chopra) ও রাঘব চাড্ডাকে (Raghav Chadha)। দিল্লিতে বাগদান সারার মাস দেড়েক পর এবার দম্পতি পৌঁছলেন শ্রী হরমন্দির সাহিব মন্দিরে (Shri Harmandir Sahib Temple)। নিজের সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করলেন অভিনেত্রী। লিখলেন মিষ্টি ক্যাপশন।
শ্রী হরমন্দির সাহিব মন্দিরে পরিণীতি-রাঘব
মঙ্গলবার নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে একটি ছবি পোস্ট করেন পরিণীতি চোপড়া। লোকেশন ট্যাগে দেখা যাচ্ছে লেখা হয়েছে 'শ্রী হরমন্দির সাহিব' মন্দির, অমৃতসর। পবিত্র জলবাহের দিকে তাকিয়ে করজোরে প্রার্থনা করছেন তারকা দম্পতি। ক্যাপশনে অভিনেত্রী লেখেন, 'ওঁকে পাশে নিয়ে এইবার আমার এই মন্দির দর্শন আরও বিশেষ হয়ে উঠেছিল।' সেই সঙ্গে গুরমুখী ভাষায় লেখেন, 'ওয়াহেগুরু দা খালসা, ওয়াহেগুরু দি ফতেহ।'
View this post on Instagram
দুজনকেই এথনিক পোশাকে দেখা গেল। ঘিয়ে রঙের চুড়িদারে অভিনেত্রী, সাদা ধূসর পোশাকে ছিলেন রাঘব। প্রসঙ্গত, এদিন শুরুর দিকে দম্পতিকে ক্যামেরাবন্দি করেন পাপারাৎজিরা। উদয়পুরে তাঁদের দেখা যায়, শোনা যায় সেখানে ওয়েডিং ভেন্যুর সন্ধানে গিয়েছিলেন তাঁরা।
আরও পড়ুন: Air Conditioner: বর্ষাতে ভ্যাপসা গুমোট গরম কাটাতে চালাচ্ছেন এসি, মেশিনের খেয়াল রাখতে কী কী করবেন?
প্রসঙ্গত, নয়াদিল্লির কনট প্লেসের 'কপূরথালা হাউজ'-এ গত ১৩ মে আংটি বদল করেন অভিনেত্রী পরিণীতি চোপড়া ও আপ নেতা রাঘব চাড্ডা। পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুবান্ধবদের উপস্থিতিতে, নিরাপত্তারক্ষীর ঘেরাটোপে অনুষ্ঠিত হয় বাগদান পর্ব। হাজির ছিলেন ইন্ডাস্ট্রিতে পরিণীতির ঘনিষ্ঠরা, ছিলেন একাধিক রাজনৈতিক নেতাও। অনুষ্ঠানে প্রিয়ঙ্কা চোপড়া একটি হলুদ রাফল শাড়ি পরে ক্যামেরাবন্দি হন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ও পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান, ছিলেন তাঁর স্ত্রীও। কালো শেরওয়ানি পরে দেখা যায় মণীশ মলহোত্রকে। অনুষ্ঠানের আগে পরিবারের সঙ্গে ক্যামেরাবন্দি হন প্রিয়ঙ্কা ও পরিণীতির তুতো বোন মান্নারা চোপড়াও।
আংটি বদল সেরে রাঘব চাড্ডা নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে চারটি ছবি পোস্ট করে লেখেন, 'আমি যা প্রার্থনা করেছি... ও হ্যাঁ বলেছে।' অন্যদিকে একই ছবি পোস্ট করেন পরিণীতিও। একই ঢঙে লেখেন, 'আমি যা প্রার্থনা করেছি... আমি হ্যাঁ বলেছি।' বর ও কনের পরনে ছিল আইভরি রঙের পোশাক। বলাই বাহুল্য দু'জনের সাজই ছিল মনমুগ্ধকর, স্নিগ্ধ।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)