এক্সপ্লোর

Top Entertainment News: প্রয়াত পার্থসারথী দেব, মুখ্যমন্ত্রীর বাড়িতে 'বেঙ্গল টাইগার্স', আজকের বিনোদনের সারাদিন

Top Entertainment News Today: আজ বিনোদন দুনিয়ায় নজর কাড়ল কোন কোন খবর? দেখে নিন বিনোদনের সারাদিন

কলকাতা: বেশ কিছুদিন ধরেই শারীরিক অসুস্থতায় ভুগছিলেন অভিনেতা পার্থসারথি দেব। শ্বাসকষ্টজনিত সমস্যা ছিল তাঁর আর তা বাড়াবাড়ি পর্যায়ে চলে যাওয়ায় কলকাতার বাঙ্গুর হাসপাতালে ভর্তি ছিলেন অভিনেতা। দীর্ঘ ৪৩ দিন ধরে চলেছে লড়াই। তারপর শুক্রবার ২২ মার্চ রাত ১১টা ৫০ মিনিটে শেষ নিশ্বাস ত্যাগ করেন অভিনেতা পার্থসারথি দেব (Partha Sarathi Dev Death)। অন্যদিকে, মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের চায়ের আমন্ত্রণে তাঁর কালীঘাটের বাড়িতে গেলেন সেলিব্রিটি ক্রিকেট লিগ চ্য়াম্পিয়ন বেঙ্গল টাইগার্সের সদস্য়রা। শনিবার ট্রফি নিয়ে মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের বাড়িতে যান অভিনেতা যিশু সেনগুপ্ত, বনি সেনগুপ্ত, সৌরভ দাসরা। তাঁদের উত্তরীয় পরান মমতা বন্দ্য়োপাধ্য়ায়। আজ বিনোদন দুনিয়ায় নজর কাড়ল কোন কোন খবর? দেখে নিন বিনোদনের সারাদিন

৪৩ দিনের লড়াই থামল, প্রয়াত অভিনেতা পার্থসারথী দেব

বেশ কিছুদিন ধরেই শারীরিক অসুস্থতায় ভুগছিলেন অভিনেতা পার্থসারথি দেব। শ্বাসকষ্টজনিত সমস্যা ছিল তাঁর আর তা বাড়াবাড়ি পর্যায়ে চলে যাওয়ায় কলকাতার বাঙ্গুর হাসপাতালে ভর্তি ছিলেন অভিনেতা। দীর্ঘ ৪৩ দিন ধরে চলেছে লড়াই। তারপর শুক্রবার ২২ মার্চ রাত ১১টা ৫০ মিনিটে শেষ নিশ্বাস ত্যাগ করেন অভিনেতা পার্থসারথি দেব (Partha Sarathi Dev Death)। বিগত ৪০ বছরের বেশি সময় ধরে বাংলার বিনোদন জগতের সঙ্গে জড়িয়েছিলেন অভিনেতা। তাঁর এই প্রয়াণের সংবাদে শোকের ছায়া টলিপাড়ায়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর। তাঁর মৃত্যুর সংবাদে গভীর শোকপ্রকাশ করেছে পশ্চিমবঙ্গের মোশন পিকচার্স আর্টিস্ট ফোরাম। সমাজমাধ্যমে আর্টিস্ট ফোরামের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি রাতেই পোস্ট করা হয় এবং সেই ফোরামের সভাপতি ছিলেন পার্থসারথি দেব। ফোরামের বর্তমান সম্পাদক অভিনেতা শান্তিলাল মুখোপাধ্যায় ফোরামের পক্ষ থেকে পার্থসারথি দেবের প্রয়াণে শোকজ্ঞাপন করে সেই বিজ্ঞপ্তিতে লেখেন, 'আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, প্রখ্যাত অভিনেতা এবং আমাদের ফোরামের অন্যতম সহ-সভাপতি পার্থসারথি দেব ২২ মার্চ রাত ১১টা ৫০ মিনিটে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন। তাঁর অকালপ্রয়াণে ফোরাম গভীর শোক জ্ঞাপন করছে। শনিবার দুপুর ১২টায় টেকনিশিয়ান স্টুডিয়োতে পার্থসারথির (Partha Sarathi Dev Death) দেহ নিয়ে যাওয়া হবে। অভিনেতার সহকর্মী, ভক্ত, প্রিয়জনেরা চাইলে সেখানে গিয়ে মাল্যদান এবং শ্রদ্ধাজ্ঞাপন করতে পারবেন।' 

লোকসভা নির্বাচনে প্রার্থী হতে পারেন স্বরা

পেশাসূত্রে বিনোদন জগতের বাসিন্দা হলেও, রাজনীতি সচেতন মানুষ হিসেবেই বরাবর নিজের পরিচয় দিয়েছেন। এবার নির্বাচনী রাজনীতিতে হাতেখড়ি হতে চলেছে বলিউড অভিনেত্রী স্বরা ভাস্করের। সব ঠিক থাকলে আসন্ন লোকসভা নির্বাচনে প্রার্থী হতে পারেন স্বরা ভাস্কর। নর্থ সেন্ট্রাল মুম্বইয়ে তাঁকে কংগ্রেস প্রার্থী করতে চলেছে বলে জোর জল্পনা। (Swara Bhaskar)। নির্বাচন ক্রমশ এগিয়ে এলেও, এখনও পর্যন্ত সম্পূর্ণ প্রার্থিতালিকা ঘোষণা করেনি কংগ্রেস। সেই আবহেই সম্প্রতি মহারাষ্ট্রের প্রদেশ কংগ্রেস সভাপতি রমেশ চেন্নিথলার সঙ্গে দেখা করতে দিল্লিতে দলের সদর দফতরে যান স্বরা। এর পরই স্বরার কংগ্রেসে যোগদানের জল্পনা জোর পেয়েছে। দলীয় সূত্রে খবর, নর্থ সেন্ট্রাল মুম্বই লোকসভা কেন্দ্রে প্রার্থী করা হতে পারে স্বরাকে। (Lok Sabha Elections 2024)।

'বাংলা সিনেমা-থিয়েটার আমার অনুপ্রেরণা', রাজ্যসভায় 'শাস্ত্রী বিরুদ্ধ শাস্ত্রী'-র স্ক্রিনিংয়ে মন্তব্য পরেশের

এই খবর আগেই দিয়েছিল এবিপি লাইভ (ABP Live), আর আজ রাজ্যসভায় স্ক্রিনিং হয়ে গেল শিবপ্রসাদ মুখোপাধ্যায় (Shiboprosad Mukherjee) ও নন্দিতা রায়ের (Nandita Roy) প্রথম হিন্দি ছবি 'শাস্ত্রী বিরুদ্ধ শাস্ত্রী' (Shastry Virudh Shastry)-র। আজ রাজ্যসভায় হাজির ছিলেন ছবির মুখ্যচরিত্র পরেশ রাওয়াল (Paresh Rawal)। এই প্রথম কোনও বাঙালি পরিচালকের ছবি প্রদর্শিত হল পার্লামেন্টের লাইব্রেরী বিল্ডিংয়ে। এদিন, নিজের ছবির স্ক্রিনিংয়ে উপস্থিত হয়ে উচ্ছ্বসিত দেখাল পরেশ রাওয়ালকে, তাঁর গলায় শোনা গেল বাংলা নিয়ে ভূয়সী প্রশংসাও। অভিনেতা এদিন বলেন, 'সবাইকে হোলির শুভকামনা। আমি কেবল এটুকুই বলতে চাই যে আমি শিবুদা আর নন্দিতাদির কাছে কৃতজ্ঞ। এই চরিত্রটা ফুটিয়ে তোলার জন্য ওঁরা যে আমায় পছন্দ করেছেন, সেই কারণে কৃতজ্ঞ আমি। একজন অভিনেতা হিসেবে এমন সুযোগ খুব কম পাওয়া যায়। আসলে আমি এমন একটা বয়সে দাঁড়িয়ে রয়েছি, যেখানে শুধুমাত্র বাবাদের চরিত্রই পাওয়া যায়। আর সেই সমস্ত চরিত্রে নিজেকে পরীক্ষা-নিরীক্ষার সুযোগ বেশ কম পাওয়া যায়। আসলে সব ধরণের সিনেমাই ভীষণ জরুরি। এমন ছবি যেটা মনকে হালকা করে সেটা যেমন জরুরি, তেমনই গুরুত্বপূর্ণ এমন ছবি, যেটা আমাদের ভাবাবে। নিজেদের কৃতকর্মের দিকে ফিরে দেখতে বাধ্য করবে। এই ধরণের ছবি ভীষণ কম তৈরি হয়। আমি চিরকালই বাঙালি সংস্কৃতির ভক্ত। কেরিয়ারের একেবারে শুরুর থেকেই আমি বাংলা ছবি দেখেছি, বাংলার থিয়েটার দেখেছি। বাংলা ছবি দেখে আমি অভিনয়ের অনেক দিক শিখেছি। আর আমি ভীষণ ভাগ্যবান যে এক বছরে ২ বার আমি বাঙালির সঙ্গে কাজ করার সুযোগ পেলাম। আর হ্যাঁ.. সেইসঙ্গে এটাও বলতে চাই, ভাল অভিনয় একা একা হয় না। যদি সামনের অভিনেতা ভাল অভিনয় না করেন, তাহলে কিছুতেই সেরাটা বেরোয় না। মিমি থেকে শুরু করে এই খুদে ... সবাই ভীষণ ভাল কাজ করেছেন এই ছবিতে। সবার একসঙ্গে ভাল কাজই ছবিটাকে ভাল করতে সাহায্য করেছে। ২০১৬ সালে এই মঞ্চেই একটা থিয়েটার করেছিলাম আমি। তারপরে ফের এই মঞ্চে কথা বলার সুযোগ পেলাম। ভাল লাগছে।'

'ট্রফি আপনার বাড়িতে রাখব', সেলিব্রিটি ক্রিকেট লিগ জয়ের পরে মমতার কাছে আবদার যীশুর

১০ বছরের অপেক্ষার অবসান। তারকাদের নিয়ে সংগঠিত 'সেলিব্রিটি ক্রিকেট লিগ' (Celebrity Cricket League)-এর বিজয়ীর গৌরব ছিনিয়ে নিয়েছে বাংলা। এই প্রথমবার। যীশু সেনগুপ্তের (Jissu Sengupta) অধিনায়কত্বে 'বেঙ্গল টাইগার্স' (Bengal Tigers) এই প্রথম ট্রফি জিতল। আর আজ, 'বেঙ্গল টাইগার্স'-এর সমস্ত সদস্যকে সম্বর্ধনা দিতে তাঁর কালীঘাটের বাড়িতে ডেকেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সদ্য দুর্ঘটনার ফলে মাথায় চোট পেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মাথায় ব্যান্ডেজ নিয়েই টিমের সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী। টিমের সমস্ত সদস্যদের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়কে আলাপ করিয়ে দেন অধিনায়ক যীশুই। রাহুল মজুমদার ও সৌরভ দাসও এই টিমের গুরুত্বপূর্ণ সদস্য। তাঁদের সঙ্গে আলাপ করিয়ে দিতে যেতেই মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ইতিমধ্যেই টিমের বেশ কয়েকজনের সঙ্গে আলাপ রয়েছে তাঁর। এদের মধ্যে রাহুল ও সৌরভ অন্যতম। এদিন যীশুর হাতে পুষ্পস্তবক তুলে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে ট্রফি তুলে দিয়ে যীশুর আবদার, 'এটা আপনার বাড়িতেই রাখব'। বাধা দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, 'এটা টলিউডেই রাখো। এটা বাংলার জন্য। অরূপ (এদিন মুখ্যমন্ত্রীর বাড়িতে উপস্থিত ছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস-ও), এটার যেন রক্ষণাবেক্ষণ করা হয়। আর এই ট্রফির আরও একটা রেপ্লিকা বানিয়ে দেওয়া ব্যবস্থা করা হবে। সেটা আলিপুর মিউজ়িয়ামে থাকবে চিরকালের জন্য।' মমতা বন্দ্যোপাধ্যায়ের এই প্রস্তাব শুনে হাততালি দিয়ে ওঠে সবাই।

'ওঁর মৃত্যুতে শোকাহত', পার্থসারথি দেবের প্রয়াণে শোকপ্রকাশ মমতা বন্দ্যোপাধ্যায়ের

তাঁর সঙ্গে স্মৃতি নেই, এমন অভিনেতা-অভিনেত্রী বোধহয় মেলা ভার। বর্ষীয়ান এই অভিনেতা কেবল গুণী নয়, তাঁর ব্যবহারেও মুগ্ধ ছিলেন নবীন থেকে প্রবীণ। গত ৪৩দিন ধরে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি, আজ থামল সেই লড়াই। প্রয়াত হলেন, পার্থসারথি দেব (Partha Sarathi Dev Death)। আজ সকাল ১১.৫০ নাগাদ মৃত্যুবরণ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর। আজ প্রবীণ এই অভিনেতার প্রয়াণে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আজ নিজের এক্স অ্যাকাউন্ট থেকে পোস্ট করে মুখ্যমন্ত্রী লিখেছেন, 'প্রবীণ অভিনেতা পার্থসারথি দেবের প্রয়াণে আমি শোকাহত। ওঁর চলে যাওয়ায় এক অপূরণীয় শূন্যতা তৈরি হল। ওঁর পরিবার, বন্ধুরা ও অনুরাগীদের আমার সমবেদনা।' অভিনেতার প্রয়াণে শোকাহত সমস্ত অভিনেতা অভিনেত্রীরা। ৪০ বছরেরও বেশি সময় ধরে অভিনয় জগতের সঙ্গে যুক্ত ছিলেন পার্থসারথী। আজ দুপুর ১২টার সময় অভিনেতার মরদেহ নিয়ে যাওয়া হয়েছিল টেকনিশিয়ান স্টুডিওতে।

আরও পড়ুন: Soumitrisha Exclusive: ছোটবেলায় অনুমতি ছিল না বাড়ি থেকে বেরনোর, বড়পর্দায় পা রাখার পরে দোলে কী পরিকল্পনা সৌমিতৃষার?

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement

সেরা শিরোনাম

RG Kar Case: ধর্মতলায় ডাক্তারদের ধর্নায় 'না', কেন অনুমতি দিল না কলকাতা পুলিশ ? কাল হাইকোর্টে যাচ্ছে চিকিৎসকদের সংগঠন
ধর্মতলায় ডাক্তারদের ধর্নায় 'না', কেন অনুমতি দিল না কলকাতা পুলিশ ? কাল হাইকোর্টে যাচ্ছে চিকিৎসকদের সংগঠন
Sheikh Hasina : 'জনগণের প্রতি তাদের কোনও দায়বদ্ধতা নেই', বিজয় দিবসে ইউনূস-সরকারকে তীব্র আক্রমণ হাসিনার
'জনগণের প্রতি তাদের কোনও দায়বদ্ধতা নেই', বিজয় দিবসে ইউনূস-সরকারকে তীব্র আক্রমণ হাসিনার
India vs Australia Innings Highlights: একা কুম্ভ হয়ে লড়াই করলেন বুমরা, রানের পাহাড়ে অস্ট্রেলিয়া, পরীক্ষা এবার কোহলিদের
একা কুম্ভ হয়ে লড়াই করলেন বুমরা, রানের পাহাড়ে অস্ট্রেলিয়া, পরীক্ষা এবার কোহলিদের
Contai Co-operative Election: কেন্দ্রীয় বাহিনী দিয়ে সমবায় ভোট; শুভেন্দু-গড়ে ধরাশায়ী বিজেপি, উড়ল সবুজ আবির
কেন্দ্রীয় বাহিনী দিয়ে সমবায় ভোট; শুভেন্দু-গড়ে ধরাশায়ী বিজেপি, উড়ল সবুজ আবির
Advertisement
ABP Premium

ভিডিও

Recruitment Scam: আরও বিপাকে কালীঘাটের কাকু, আগাম জামিনের আর্জিতে সাড়া দিল না হাইকোর্ট।Art College Protest: নেই ভারতীয় চিত্রকলার অধ্যাপক, প্রতিবাদে আর্ট কলেজে ছাত্র-ছাত্রীদের বিক্ষোভRG Kar Doctor Death Case: আর জি কর কাণ্ডে মামলায় সাক্ষ্যগ্রহণ শেষ, ৫০তম সাক্ষী হিসেবে কোর্টে CBIRG Kar Protest: আর জি কর কাণ্ডের বিচার চেয়ে ফের পথে এসএফআই। সোদপুর থেকে শুরু মিছিল।

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
RG Kar Case: ধর্মতলায় ডাক্তারদের ধর্নায় 'না', কেন অনুমতি দিল না কলকাতা পুলিশ ? কাল হাইকোর্টে যাচ্ছে চিকিৎসকদের সংগঠন
ধর্মতলায় ডাক্তারদের ধর্নায় 'না', কেন অনুমতি দিল না কলকাতা পুলিশ ? কাল হাইকোর্টে যাচ্ছে চিকিৎসকদের সংগঠন
Sheikh Hasina : 'জনগণের প্রতি তাদের কোনও দায়বদ্ধতা নেই', বিজয় দিবসে ইউনূস-সরকারকে তীব্র আক্রমণ হাসিনার
'জনগণের প্রতি তাদের কোনও দায়বদ্ধতা নেই', বিজয় দিবসে ইউনূস-সরকারকে তীব্র আক্রমণ হাসিনার
India vs Australia Innings Highlights: একা কুম্ভ হয়ে লড়াই করলেন বুমরা, রানের পাহাড়ে অস্ট্রেলিয়া, পরীক্ষা এবার কোহলিদের
একা কুম্ভ হয়ে লড়াই করলেন বুমরা, রানের পাহাড়ে অস্ট্রেলিয়া, পরীক্ষা এবার কোহলিদের
Contai Co-operative Election: কেন্দ্রীয় বাহিনী দিয়ে সমবায় ভোট; শুভেন্দু-গড়ে ধরাশায়ী বিজেপি, উড়ল সবুজ আবির
কেন্দ্রীয় বাহিনী দিয়ে সমবায় ভোট; শুভেন্দু-গড়ে ধরাশায়ী বিজেপি, উড়ল সবুজ আবির
Prithvi Shaw: 'পৃথ্বীকে বেবিসিট করে রাখা হয়নি', দলের সতীর্থদের কড়া সতর্কবার্তা শ্রেয়সের
'পৃথ্বীকে বেবিসিট করে রাখা হয়নি', দলের সতীর্থদের কড়া সতর্কবার্তা শ্রেয়সের
West Bengal News Live: বাংলাদেশ ইস্যুতে সর্বদলীয় বৈঠকের ডাক প্রদেশ কংগ্রেসের
বাংলাদেশ ইস্যুতে সর্বদলীয় বৈঠকের ডাক প্রদেশ কংগ্রেসের
Fact Check: হাসপাতালেই মারা গিয়েছেন Khan স্যার ? আদৌ সত্যি ?
হাসপাতালেই মারা গিয়েছেন Khan স্যার ? আদৌ সত্যি ?
Success Story: UPSC-র ISS পরীক্ষায় প্রথম ও দ্বিতীয় স্থানে বাংলার সিঞ্চন, বিল্টু- কোন মন্ত্রে সফল ? কী টিপস দিলেন ?
UPSC-র ISS পরীক্ষায় প্রথম ও দ্বিতীয় স্থানে বাংলার সিঞ্চন, বিল্টু- কোন মন্ত্রে সফল ? কী টিপস দিলেন ?
Embed widget