![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Priyanka Chopra: বাবা রক্ষণশীল, বিশ্বসুন্দরী প্রতিযোগীতায় যেতে প্রিয়ঙ্কাকে রাজি হতে হয়েছিল এক বিশেষ শর্তে!
Priyanka Chopra News:'সবকিছু বদলে গেল যখন প্রিয়ঙ্কা খেতাবটা জিতল। এবার ওর ইচ্ছা ছিল মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় যোগদান করার। প্রিয়ঙ্কা বাবা বা ওঁর পরিবারের তরফে কেউই এই সিদ্ধান্তকে সমর্থন করেনি'
![Priyanka Chopra: বাবা রক্ষণশীল, বিশ্বসুন্দরী প্রতিযোগীতায় যেতে প্রিয়ঙ্কাকে রাজি হতে হয়েছিল এক বিশেষ শর্তে! Priyanka Chopra: Actress Priyanka Chopras mother Madhu Chopra Revels about the condition what actress have to maintain to participate in Miss World Competition Priyanka Chopra: বাবা রক্ষণশীল, বিশ্বসুন্দরী প্রতিযোগীতায় যেতে প্রিয়ঙ্কাকে রাজি হতে হয়েছিল এক বিশেষ শর্তে!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/07/09/73c84ee709c8229abfe4f07e6ec4fc81168886795005749_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: তিনি বলিউডের 'দেশি গার্ল' (Desi Girl)। মডেলিংয়ের হাত ধরে পরিচিতি পাওয়া, তারপরে ছবিতে সুযোগ.. সময়ের সঙ্গে সঙ্গে বলিউডে একটা সময় দাপিয়ে রাজত্ব করেছেন তিনি। পরবর্তীতে হলিউডেও পাড়ি দিয়েছেন। বর্তমানেও তাঁর ঠিকানা বিদেশ। তবে কেমন ছিল, প্রিয়ঙ্কা চোপড়া (Priyanka Chopra)-র এই স্বপ্ন সফরের শুরুটা? সম্প্রতি একটি সাক্ষাৎকারে, মেয়ের কেরিয়ারের শুরুটা নিয়ে মুখ খুলেছেন নায়িকার মা মধু চোপড়া (Madhu Chopra)।
সম্প্রতি প্রিয়ঙ্কার মা মধু চোপড়া একটি সাক্ষাৎকারে জানিয়েছেন, বিনোদন দুনিয়ায় নিজের কেরিয়ারকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কীভাবে মাঝপথে পড়াশোনা ছেড়ে দিয়েছিলেন প্রিয়ঙ্কা। শুধু তাই নয়, প্রিয়ঙ্কার বাবা ছিলেন একজন রক্ষণশীল মানুষ। তাঁর ঠিক কী প্রভাব পড়েছিল প্রিয়ঙ্কার কেরিয়ারে, সদ্য সেই নিয়েই সাক্ষাৎকারে কথা বলেছেন মা মধু চোপড়া।
প্রিয়ঙ্কার মা জানিয়েছেন, নায়িকা হাই স্কুলে পড়ার সময়েই ১ বছর পড়াশোনা থেকে বিরতি নিয়েছিলেন। সেইসময়ে তিনি 'মিস ইন্ডিয়া' (Miss India) প্রতিযোগিতায় যোগদান করেন। সেসময়ে বস্টনে পড়াশোনা করছিলেন প্রিয়ঙ্কা। কিন্তু 'মিস ইন্ডিয়া'-তে যোগদান করার জন্যই ভারতে ফেরেন প্রিয়ঙ্কা। দুই দেশের পড়াশোনার ধারা এক্কেবারে আলাদা হওয়ার কারণেই একটা বছর পড়াশোনা থেকে বিরতি নিতে বাধ্য হয়েছিলেন প্রিয়ঙ্কা।
মা মধুর কথায়, 'সবকিছু বদলে গেল যখন প্রিয়ঙ্কা খেতাবটা জিতল। এবার ওর ইচ্ছা ছিল মিস ওয়ার্ল্ড (Miss World) প্রতিযোগিতায় যোগদান করার। প্রিয়ঙ্কা বাবা বা ওঁর পরিবারের তরফে কেউই এই সিদ্ধান্তকে সমর্থন করেনি। প্রিয়ঙ্কা পড়াশোনায় খুব ভাল ছিল। আর তাই কেউ চাননি ওর পড়াশোনার কেরিয়ারের কোনও ক্ষতি হোক। খুব কঠিন সময়ে প্রিয়ঙ্কা ওর দ্বাদশ শ্রেণীর পরীক্ষাটা দিয়েছিল।'
প্রিয়ঙ্কার মা আরও জানান, প্রতিযোগীতায় যোগদান করার জন্য প্রিয়ঙ্কার বাড়ি থেকে তাঁর ওপর একটা শর্ত দেওয়া হয়েছিল। কী সেই শর্ত? প্রিয়ঙ্কাকে বলা হয়েছিল, যদি প্রিয়ঙ্কা মা-বাবাকে সবসময়ের জন্য সঙ্গে রাখে, একমাত্র তবেই সে প্রতিযোগীতায় যেতে পারে। সেই শর্ত মেনেই প্রিয়ঙ্কা যোগ দিয়েছিলেন প্রতিযোগীতায়। জয়ও করেছিলেন। প্রিয়ঙ্কার বাবা ছিলেন রক্ষণশীল। পরিবারও ছিল তেমন। মেয়ের ভালোর জন্য সমস্ত কিছু করতে রাজি ছিলেন তিনি।
মধু চোপড়া বলছেন, 'বিশ্বসুন্দরী হওয়ার পরে প্রিয়ঙ্কার প্রথম সাংবাদিক সম্মেলন দেখেই আমরা বুঝেছিলাম, ওর বড় কিছুর জন্য জন্ম হয়েছে। সাধারণ চিকিৎসক বা ইঞ্জিনিয়র হয়ে ওর জীবন কাটবে না। ওর জন্য বড় কিছু অপেক্ষা করছে।'
ঠিকই কল্পনা করেছিলেন তাঁরা। প্রিয়ঙ্কাকে এখন চেনে গোটা বিশ্ব।
আরও পড়ুন: Titanic: টাইটানিক থেকে লিওনার্দোকে সরিয়ে দিতে চেয়েছিলেন পরিচালক, কারণ জানেন ?
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)