এক্সপ্লোর
Advertisement
ইংরেজি উচ্চারণ নিয়ে তন্ময়ের নিশানায় প্রিয়ঙ্কা চোপড়া, পাল্টা বিঁধলেন পিসি
মুম্বই: এআইবি নামের কমেডি দলের সদস্য তন্ময় ভট্টের হাস্যকৌতুকের নিশানায় ফের একবার বলিউড অভিনেত্রী প্রিয়ঙ্কা চোপড়া। তবে পিগি চোপসও পাল্টা বিঁধতে ছাড়েননি। প্রিয়ঙ্কাকে একবছর আগেও একবার তাঁর ইংরাজি উচ্চারণ নিয়ে ঠুকে ছিলেন তন্ময়। তারপর ফের আবার প্রিয়ঙ্কার উচ্চারণ নিয়ে তন্ময়ের টুইট বান। তন্ময় টুইট করে বলেছেন
প্রসঙ্গত, জনপ্রিয় মার্কিন টিভি সিরিজ 'কোয়ান্টিকো'তে সাফল্যের পর, এই টিভি সিরিজের দ্বিতীয় সিজনেও কাজ করছেন পিসি। 'কোয়ান্টিকো'তে সফল অভিনয়ের পর দাওনে জনসনের 'বেওয়াচ'-এ তাঁর অভিনয় মুগ্ধ করেছে পুরো মার্কিনবাসীকে। কিন্তু এই সাফল্যের পরও, প্রিয়ঙ্কাকে একইরকম ধাঁচে বিঁধতে ছাড়েননি তন্ময়, যেভাবে তাঁকে একবছর আগে ঠুকে ছিলেন তিনি। গতবছর সেপ্টেম্বরে এআইবি টিমের পক্ষ থেকে প্রিয়ঙ্কাকে ঠুকে একটি ভিডিও পোস্ট করা হয়। মার্কিন চ্যানেল এবিসি-তে 'কোয়ান্টিকো'র প্রিমিয়ারের ঠিক একদিন আগে এআইবি একটি ভিডিও পোস্ট করে এবং তাতে লিখে দেয়, দুসপ্তাহ আমাদের কোনও বন্ধু আমেরিকায় থাকলে, তাঁরা কীভাবে কথা বলে দেখুনWhen I say @priyankachopra's name in my head I now automatically pronounce it like "Priyaaaanka Chopruh"
— Tanmay Bhat (@thetanmay) July 27, 2016
এরপর ফের আক্রমণের নিশানায় প্রিয়ঙ্কা। অভিনেত্রী সম্পর্কে তন্ময়ের মন্তব্য, অভিনেত্রী নামটা তিনি এখন এভাবে উচ্চারণ করেন
When I say @priyankachopra's name in my head I now automatically pronounce it like "Priyaaaanka Chopruh" — Tanmay Bhat (@thetanmay) July 27, 2016তবে এই আক্রমণের ঘন্টাখানেকের মধ্যেই অস্বস্তিতে না পড়ে, নিজের কৌতুকরস বোধকে কাজে লাগিয়ে পাল্টা জবাব দিয়েছেন প্রিয়ঙ্কা।
তবে প্রিয়ঙ্কাকে আক্রমণের পর অভিনেত্রীর ভক্তরাও তন্ময়কে একহাত নিয়েছেন। এর জবাবে তন্ময় ফের টুইট করেছেনI'm supposed to have the accent @thetanmay what happened to u? Lol https://t.co/xwu6a5KWhi
— PRIYANKA (@priyankachopra) July 27, 2016
PC fans, kyu mujhpe chadh rahe ho, it was meant to be a compliment what is wrong with some of you smh — Tanmay Bhat (@thetanmay) July 27, 2016পরিস্থিতি জটিল হচ্ছে দেখে, প্রিয়ঙ্কা ফের এক বুদ্ধিদৃপ্ত টুইট করেছেন,
প্রসঙ্গত, মাস খানেক আগে এই তন্ময় ভট্টই লতা মঙ্গেশকর এবং সচিন তেন্ডুলকরকে নকল করে একটি ভিডিও প্রকাশ করে সারা দেশের সমালোচনার মুখে পড়েছিলেন। তবে এবার তাঁকে রেগে না গিয়ে, পাল্টা রসবোধ দিয়ে জবাব দিয়ে সকলের প্রশংসা কুড়িয়েছেন বলিউড অভিনেত্রী।Guys it was a joke!! From me and him!! Comedy is the smartest form of entertainment!and @thetanmay has it down!xoxo https://t.co/aXDQhD5VhS
— PRIYANKA (@priyankachopra) July 27, 2016
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement