(Source: ECI/ABP News/ABP Majha)
Priyanka Mitra: জীবনের নতুন অধ্যায়, আইনি বিয়ে সারলেন ছোটপর্দার অভিনেত্রী প্রিয়ঙ্কা
Priyanka Mitra News: পিচরঙা সিক্যুইনের গাউনে সেজেছিলেন প্রিয়ঙ্কা, খোলা চুলে ছিল জরির ফুল, সঙ্গে মানানসই গয়না।
কলকাতা: নতুন জীবন শুরু। আইনি বিয়ে সারলেন ছোটপর্দার অভিনেত্রী প্রিয়ঙ্কা মিত্র (Priyanka Mitra)। পাত্র শুভ্রজিৎ সাহা (Subhrajit Saha)। সোশ্যাল মিডিয়ায় আইনি বিয়ের খবর শেয়ার করে নিয়েছেন তাঁরা। দুজনের পরিচয় দীর্ঘদিনের, সেই পরিচয়, প্রেমই পরিণতি পেল বিবাহ বন্ধনে। প্রিয়ঙ্কা জানিয়েছেন, পরবর্তীতে সময় ও সুযোগ করে সামাজিক বিয়েও করবেন তাঁরা। তবে এই মুহূর্তে তাঁদের কোনও পরিকল্পনা নেই।
পিচরঙা সিক্যুইনের গাউনে সেজেছিলেন প্রিয়ঙ্কা, খোলা চুলে ছিল জরির ফুল, সঙ্গে মানানসই গয়না। অন্য়দিকে সাদা কালো কোট-প্যান্টে সেজেছিলেন শুভ্রজিৎ। হীরের আংটি বদলের মাধ্যমে শুরু হয় তাঁদের বিয়ের অনুষ্ঠান। আতসবাজি, প্রিয়জনেদের উপস্থিতিতে বলিউডি কায়দায় আংটিবদল সারেন প্রিয়ঙ্কা ও শুভ্রজিৎ। তবে এরপরেই গোলাপি ভারি কাজের বেনারসিতে সাজতে দেখা গেল প্রিয়ঙ্কাকে। সঙ্গে গা ভরা গয়না। খোলা চুলে জুঁই ফুলের মালা, টিকলিতে সাজ সম্পূর্ণ করেছিলেন প্রিয়ঙ্কা। অন্যদিকে পাত্র শুভ্রজিৎ সেজেছিলেন ঝকঝকে সাদা শেরওয়ানিতে। সোশ্যাল মিডিয়ায় এই ছবি ও ভিডিও শেয়ার করে শুভ্রজিৎ ও প্রিয়ঙ্কা লিখেছেন, কথা দেওয়া, কথা রাখার জন্য।
যদিও এই বিবাহ নিয়ে সোশ্যাল মিডিয়ায় ট্রোলিংয়েরও স্বীকার হয়েছেন প্রিয়ঙ্কা। অনেকেই সোশ্যাল মিডিয়ায় তাঁকে লিখেছেন, 'কয়েকদিন পরেই বিচ্ছেদের খবর পাব'। অনেকে আবার লিখেছেন, 'কদিনের জন্য'... তবে সোশ্যাল মিডিয়ার বেশিরভাগ মানুষই শুভেচ্ছাই জানিয়েছেন নতুন এই জুটিকে। অনেকে লিখেছেন, 'ভগবান তোমাদের জীবন আনন্দে ভরিয়ে তুলুক'। অনেকে লিখেছেন, 'তোমাদের ছবিগুলি কি মিষ্টি। দেখলে মন জুড়িয়ে যায়।'
প্রসঙ্গত, এর আগে দেওয়া সাক্ষাৎকারে প্রিয়ঙ্কা জানিয়েছিলেন, তিনি দীর্ঘদিন থেকেই শুভ্রজিতের সঙ্গে সম্পর্কে রয়েছেন। তাঁর সঙ্গে জীবন কাটাতে পারবেন, এই স্বপ্ন তিনি দেখতে পেরেছিলেন বলেই এই বিয়ের সিদ্ধান্ত। তিনি আশা করেন, সমস্ত কিছু ভালই থাকবে। আগামীদিনে যৌথভাবে বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা।
View this post on Instagram
আরও পড়ুন: Karan Johar: দর্শক টানতে বন্ধ তারকাখচিত প্রিমিয়ার, কর্ণের এই সিদ্ধান্তের আড়ালে কী অন্য রহস্য?
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।