Prosenjit Chatterjee: উৎসব বাড়িতে দুই 'দোস্তজি'-র স্বপ্নপূরণ করলেন প্রসেনজিৎ
Prosenjit Chatterjee News: মুর্শিদাবাদের ডোমকলের সীমান্তবর্তী গ্রামের পটভূমিতে লেখা নিজের গল্প সিনেমায় ধরেছিলেন এক তরুণ চিত্র পরিচালক প্রসূন চট্টোপাধ্যায়
কলকাতা: আজকের দিনটা দুই খুদের স্বপ্নপূরণের। আশিক ও আরিফ। তাদের অভিনীত ছবি 'দোস্তজি' (Dostji) একাধিক চলচ্চিত্র প্রতিযোগিতায় পুরস্কৃত হয়েছে। বলা বাহুল্য এই ছবিতেই প্রথম অভিনয় করেছে এই দুই খুদে। আর এই ছবিই তাঁদের এনে দিল উৎসবে। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee)-র বাড়িতে। 'টলিউডের ইন্ডাস্ট্রি'-এর সঙ্গে দেখা করার স্বপ্নপূরণ হল দুই খুদের।
মুর্শিদাবাদের ডোমকলের সীমান্তবর্তী গ্রামের পটভূমিতে লেখা নিজের গল্প সিনেমায় ধরেছিলেন এক তরুণ চিত্র পরিচালক প্রসূন চট্টোপাধ্যায়। সেই সিনেমাই একের পর এক সাফল্য পেয়েছে। এই বছর হংকং আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ওয়ার্কিং ফিল্ম প্রোগ্রেস গ্রুপে সেরা দশ ফিচার ফিল্মে জায়গা করে নিয়েছে।
‘দোস্তজি’ শুধু ভারত থেকে ওই বিভাগে একমাত্র জায়গা পেয়েছে। মুর্শিদাবাদের জনজীবন ও দুই শিশুর গল্প নিয়ে তৈরি তাঁর সিনেমা এ বছরে কান চলচ্চিত্র উৎসবের ‘গোজ় টু কানস-ওয়ার্কিং ফিল্ম প্রোগ্রেস’ বিভাগেও নির্বাচিত হয়েছে। তাতেই মূল চরিত্রে অভিনয় করেছে কাঠুরিয়া গ্রামের দুই শিশু, আশিক শেখ ও আরিফ শেখ। আজ তাদেরও উৎসব বাড়িতে আমন্ত্রণ করেছিলেন প্রসেনজিৎ।
আরও পড়ুন: Nusrat Jahan: গোলাপি শাড়িতে স্নিগ্ধতা, নতুন সাজে নজরকাড়া নুসরত জাহান
আজ খুদেদের হাতে পুরস্কার তুলে দেন প্রসেনজিৎ। পুরোটা ঘটনাটাই এই দুই শিল্পীর কাছে রূপকথার মতো ছিল। প্রসেনজিতের কথায়, 'বাংলা চলচ্চিত্রে এই দুই খুদে যে পুরস্কার পেয়েছে, তার জন্য আমি এখনও দৌড়ে যাচ্ছি'। এই ছবি সংক্রান্ত মেল এসেছিল প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের টিমের কাছে। সেখান থেকেই ছবিটি দেখেন প্রসেনজিৎ। দুই খুদের অভিনয় দেখে অবাক টলিউডের অন্যতম তারকা। তখনই তাঁদের বাড়িতে ডেকে চমকে দেওয়ার সিদ্ধান্ত নেন 'ইন্ডাস্ট্রি'। এই চমক পেয়েছে উচ্ছ্বসিত খুদেরাও।
শুধু পুরস্কার নয়, ছবির জন্য বানানো বিশেষ টিশার্টও খুদেদের হাতে তুলে দেন প্রসেনজিৎ।