Bollywood Celebrity Updates: চিনতে পারছেন আজকের জনপ্রিয় অভিনেত্রীকে?
ছোটবেলার ছবি পোস্ট করলেন এখনকার জনপ্রিয় এক অভিনেত্রী। তবে, তিনি শুধু ছোটবেলার ছবিই পোস্ট করলেন না। সঙ্গে রাশিয়া ও ইউক্রেন যুদ্ধের পরিস্থিতিতে বিশেষ বার্তাও দিলেন।
মুম্বই: সোশ্যাল মিডিয়ার দৌলতে প্রায়শই তারকাদের ছোটবেলার ছবি দেখতে পাওয়া যায়। অভিনেতা অভিনেত্রীরা প্রায়শই ছোটবেলার স্মৃতিচারণা করে নানা ছবি ভিডিও শেয়ার করেন। তারকাদের ছোটবেলার ছবি দেখে স্মৃতির পাতায় ডুব দেন সাধারণ নেট নাগরিক থেকে অন্যান্য তারকারাও। এবার তেমনই ছোটবেলার ছবি পোস্ট করলেন এখনকার জনপ্রিয় এক অভিনেত্রী। তবে, তিনি শুধু ছোটবেলার ছবিই পোস্ট করলেন না। সঙ্গে রাশিয়া ও ইউক্রেন যুদ্ধের (Russia Ukraine War) পরিস্থিতিতে বিশেষ বার্তাও দিলেন।
আরও পড়ুন - Bollywood Update: অমিতাভ বচ্চনের জন্য কান্নায় ভেঙে পড়লেন আমির খান
নিজের সোশ্য়াল মিডিয়া হ্যান্ডলে এদিন একটি ছবি পোস্ট করেছেন 'দ্য ফ্যামিলি ম্যান' অভিনেত্রী সামান্থা প্রভু (Samantha Ruth Prabhu)। ছবিটি একটি ছোট্ট মেয়ের। যার সাদা টি শার্টে লেখা রয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা। রাশিয়া ও ইউক্রেন যুদ্ধ পরিস্থিতিতে এই ছবি পোস্ট করে অভিনেত্রী সামান্থা প্রভু বুঝিয়ে দিতে চাইলেন, আমরা সকলেই এই পৃথিবীর বাসিন্দা। আর আমাদের ধর্ম শুধুই ভালোবাসা। আমরা সকলে মানুষ। অভিনেত্রীর পোস্ট করা ছবি দেখে তাঁকে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন সাধারণ নেট নাগরিক থেকে অন্যান্য তারকারা। তাঁরা অভিনেত্রীর ছোটবেলার ছবি দেখে আপ্লুত। অন্তত কমেন্টে তাঁরা এমনটাই জানাচ্ছেন। যদিও অভিনেত্রী সামান্থা প্রভুর পক্ষ থেকে জানানো হয়নি যে এই ছবিটি তাঁর কিনা। কিন্তু ছোট্ট মেয়েটির মুখের ধরন দেখে নেট নাগরিকরা মনে করছেন, এটি অভিনেত্রীর সামান্থারই ছোটবেলার ছবি। বহু নেট নাগরিক তাঁকে কমেন্টে লিখেছেন, 'ভাবাই যায়নি এই ছোট্ট মেয়েটিই আজ দেশের অন্যতম সুন্দরী অভিনেত্রী হবেন।' আবার বহু নেট নাগরিক ভালোবাসার ইমোজি দিয়ে তাঁকে অভিবাদন জানিয়েছেন। ছবি পোস্ট করে সামান্থা লিখেছেন, 'মনে করিয়ে দেওয়া'।
প্রসঙ্গত, সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে আগামী ছবি 'শকুন্তলম'-এর পোস্টার শেয়ার করেছেন 'ও অন্তাভা' অভিনেত্রী সামান্থা প্রভু। ছবি পোস্ট করে সামান্থা লিখেছেন, 'শকুন্তলম ছবির ফার্স্ট লুক। শকুন্তলমের শকুন্তলা'। অভিনেত্রীর পোস্ট করা সেই ছবিতে শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসায় ভরিয়েছেন সাধারণ নেট নাগরিক থেকে অন্যান্য তারকারা। দক্ষিণের আর এক জনপ্রিয় অভিনেত্রী কাজল আগরওয়াল কমেন্টে লিখেছেন, 'স্বর্গীয়ও বটে।' অ্যামি জ্যাকসন কমেন্টে লিখেছেন, 'খুব সুন্দর। স্বপ্নের রাজকন্যা।' বহু তারকাদের কাছ থেকে প্রশংসা পাচ্ছেন সামান্থা প্রভু। 'শকুন্তলম' ছবিটি পরিচালনা করছেন পরিচালক গুণশেখর। এই ছবিটি প্রযোজনা করছেন নীলিমা গুণা এবং দিল রাজু। এই ছবিতে শকুন্তলা রূপে সামান্থা ছাড়াও দুঃষ্মন্তের চরিত্রে দেখা যাবে দেব মোহনকে। কালীদাসের জনপ্রিয় কাব্য শকুন্তলার উপর নির্ভর করেই এই ছবি তৈরি হচ্ছে।