![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Anant-Radhika Wedding: 'নাতি-নাতনিকে আমাদের প্রেমের গল্প শোনাতে চাই', অনন্তের লেখা প্রেমপত্র দিয়ে তৈরি হল রাধিকার গাউন!
Anant Ambani Radhika Marchant Pre Wedding: রাধিকা মার্চেন্ট তাঁর দীর্ঘ দ্বিতীয় প্রাক-বিবাহ অনুষ্ঠানে একেক দিন, এক এক রকমের চমকপ্রদ পোশাক পরেছিলেন। কখনও ডিজ়নি প্রিন্সেসের মতো, কখনও আবার বিদেশি পোশাকে সেজেছিলেন তিনি।
![Anant-Radhika Wedding: 'নাতি-নাতনিকে আমাদের প্রেমের গল্প শোনাতে চাই', অনন্তের লেখা প্রেমপত্র দিয়ে তৈরি হল রাধিকার গাউন! radhika merchants elegant black gown printed with anant ambanis love letter viral photos Anant-Radhika Wedding: 'নাতি-নাতনিকে আমাদের প্রেমের গল্প শোনাতে চাই', অনন্তের লেখা প্রেমপত্র দিয়ে তৈরি হল রাধিকার গাউন!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/06/14/e214133b997a6726f7c842747e1c4bcd171837500737349_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: প্রথম প্রাক-বিবাহ অনুষ্ঠানের ছবিতে ছবিতে ছয়লাপ.. কিন্তু দ্বিতীয় প্রাক-বিবাহ অনুষ্ঠানে কড়া হাতে সেই প্রবণতায় রাশ টেনেছেন নীতা অম্বানি (Neeta Ambani) ও মুকেশ অম্বানি (Mukesh Ambani)। তেমনভাবে প্রকাশ্যে আসেনি অনন্ত অম্বানি (Anant Ambani) ও রাধিকা মার্চেন্ট (Radhika Marchant)-এর দ্বিতীয় প্রাক-বিবাহ অনুষ্ঠানের ছবি। তবে সমস্ত ছবিতে কড়া রাশ টানলেও, প্রকাশ্যে এসেছে কিছু কিছু ছবি। আর সেই ছবিতেই রয়েছে, একটি গল্প।
রাধিকা মার্চেন্ট তাঁর দীর্ঘ দ্বিতীয় প্রাক-বিবাহ অনুষ্ঠানে একেক দিন, এক এক রকমের চমকপ্রদ পোশাক পরেছিলেন। কখনও ডিজ়নি প্রিন্সেসের মতো, কখনও আবার বিদেশি পোশাকে সেজেছিলেন তিনি। বেশিরভাগ সময়েই বিভিন্ন ধরণের গাউন বেছে নিয়েছিলেন রাধিকা। তবে এর মধ্যে একটি গাউনে ছিল বিশেষত্ব। কী সেটি? তাঁর ২২তম জন্মদিনে, রাধিকার উদ্দেশে একটি প্রেমপত্র লিখেছিলেন অনন্ত অম্বানি। রাধিকা যত্নে রেখেছিলেন সেটা। প্রাক বিবাহ অনুষ্ঠানে, নিজের গাউনের টেলে রাধিকা প্রিন্ট করিয়ে নিলেন আস্ত সেই প্রেমপত্রটাই!
অনন্ত-রাধিকার প্রেম দীর্ঘদিনের, এই কথা অজানা নয় কারোরই। সম্প্রতি, Vogue ম্যাগাজ়িনকে দেওয়া একটি সাক্ষাৎকারে, এই বিষয়ে রাধিকা বলেছেন, 'আমার ২২তম জন্মদিনে, আমায় একটা লম্বা প্রেমপত্র লিখে দিয়েছিল অনন্ত। গোটা প্রেমপত্রেই ছিল, আমি ওর জীবনে ঠিক কতটা গুরুত্বপূর্ণ। আমি আমার পুত্র-কন্যা, এমনকি নাতি-নাতনিদেরও দেখাতে চাই, আমাদের প্রেমটা কেমন ছিল। তাই এই পদক্ষেপ'।
অনুষ্ঠানে এক এক দিন, এক একটি অনন্য পোশাক বেছে নিয়েছিলেন রাধিকা। একদিন তিনি হালকা আকাশি গাউনে যেন এক্কেবারে ডিজ়নি প্রিন্সেস হয়ে উঠেছিলেন। কোনোদিন আবার সাদার সঙ্গে রুপোলি গোলাপের সাজে অনন্যা রাধিকা। কোনোদিন আবার রাধিকা বেছে নিয়েছিলেন সোনালি আর সাদার করসেট ড্রেস।
রাধিকা-অনন্তের প্রথম প্রাক-বিবাহ অনুষ্ঠান হয়েছিল জামনগরে। সেখানে উপস্থিত ছিলেন বলিউড থেকে শুরু করে ক্রীড়াদুনিয়া, রাজনীতি বিভিন্ন ক্ষেত্রের মানুষ। তবে অনন্ত রাধিকার দ্বিতীয় প্রাকবিবাহ অনুষ্ঠান হয়েছে বিদেশে।
View this post on Instagram
আরও পড়ুন: Chiranjeet: চিরঞ্জিত-পারমিতার ছবিতে নতুন অভিনেতা যোগ, পরিচালকের চরিত্রে থাকছেন রাহুল
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)