Chiranjeet: চিরঞ্জিত-পারমিতার ছবিতে নতুন অভিনেতা যোগ, পরিচালকের চরিত্রে থাকছেন রাহুল
Chiranjeet-Rahul New Film: এই ছবিতে আরও একটি সমসাময়িক গল্প যোগ করতে চাইছেন পরিচালক পারমিতা মুন্সী। চিরঞ্জিৎ আর চৈতির প্রেমের গল্পের পাশাপাশি এক পরিচালকের সম্পর্কের গল্প বলা হবে এখানে
কলকাতা: পারমিতা মুন্সীর নতুন ছবিতে নতুন অভিনেতা যোগ। 'হেমামালিনী' ছবিতে যোগ দিচ্ছেন দুই নতুন অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় (Rahul Banerjee) ও রোশনি দত্ত (Roshni Dutta)। আগেই ঘোষণা করা হয়েছিল এই সিনেমার বাকি কাস্টিং। সিনেমার মুখ্যভূমিকায় রয়েছেন চিরঞ্জিৎ চক্রবর্তী (Chiranjeet Chakraborty)। ছবিতে সিনেমার পরিচালক 'মানিকদা'-র ভূমিকায় অভিনয় করছেন রাহুল।
এই ছবির শ্যুটিংয়ের সিংহভাগ হয়ে গিয়েছিল আগেই। তবে আবার নতুন করে কিছু অংশের শ্যুটিং শুরু হবে। এই ছবিতে আরও একটি সমসাময়িক গল্প যোগ করতে চাইছেন পরিচালক পারমিতা মুন্সী। চিরঞ্জিৎ আর চৈতির প্রেমের গল্পের পাশাপাশি এক পরিচালকের সম্পর্কের গল্প বলা হবে এখানে। মানিক মুখোপাধ্যায় নামে একজন ফিল্মমেকার একটি স্বনির্ভর ছবি তৈরি করতে চান। আর সেই সূত্রেই তিনি পরামর্শ করতে যান একজন অ্যাস্ট্রোলজারের সঙ্গে। এই চরিত্রেই দেখা যাবে রোশনিকে। পরিচালক ও অ্যাস্ট্রোলজারে এক অল্মমধুর সম্পর্ক দেখানো হবে এই গল্পে। পরিচালক যে ছবিটি তৈরি করতে চান, তার নাম 'হেমামালিনী'।
অন্যদিকে এই ছবিতে রয়েছে ডঃ ধর্মেন্দ্রর গল্প। এই ছবিতে একজন হোমিওপ্যাথি চিকিৎসকের ভূমিকায় অভিনয় করেছেন চিরঞ্জিৎ। নাম ধর্মেন্দ্র দত্ত। মধ্যবিত্ত সাধারণ এই চিকিৎসকের হঠাৎ দেখা হয় হেমামালিনীর সঙ্গে। কে এই হেমামালিনী? গল্প অনুযায়ী, তার আসল নাম নাকি মালিনী। কোর্টে গিয়ে তিনি নিজের নাম বদলে করেছেন হেমামালিনী। এহেন ধর্মেন্দ্র আর হেমামালিনীর দেখা হলে, কোন পথে এগোবে তাঁদের সম্পর্ক? সেই উত্তর মিলবে ছবির গল্পে।
পরিচালক বলছেন, 'এই ছবিতে রাহুলের চরিত্রের সঙ্গে আমার নিজের কিছু মিল রয়েছে। আসলে মানিকের চরিত্রের জন্য আমার এমন একজন অভিনেতার প্রয়োজন ছিল, যাঁর চোখে এখনও নতুনের স্বপ্ন রয়েছে। রাহুল ঠিক এমনই একজন অভিনেতা। ওর সঙ্গে এটা আমার প্রথম কাজ। আশা করি খুব ভাল অভিজ্ঞতা হবে।' আবার নতুন করে ছবির দ্বিতীয় ভাগের শ্যুটিং শুরু হচ্ছে। মুক্তির দিন ঘোষণা করা হবে খুব তাড়াতাড়িই। হেমামালিনীর চরিত্রে রয়েছেন নবাগতা পাপিয়া রাও। এই ছবিতে অন্যান্য গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন,কাঞ্চনা মৈত্র, পিয়ালী মুন্সী, ভাস্বর চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা দে, সুজয় বিশ্বাস ও দেবলীনা দত্ত।
আরও পড়ুন: Jeet: আজকের দিনের বদলে যায় সবকিছু.. এমন কী ঘটেছিল জিৎ-এর জীবনে?
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।