অর্ধেক কেকে অর্ধেক জন্মদিন পালন রাজশ্রী-পুত্র ইউভানের
হাজির আকাশি রঙের কেক। তার ওপরে চিনি-ক্রিম দিয়ে বানানো হাতি-জিরাফ। ছোট্ট হাত বাড়িয়ে সেই কেক ছুঁতে চাইছে একরত্তি ইউভান। ছেলের ৬ মাস পূর্তি উপলক্ষ্যে এই ছবিটি শেয়ার করলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়।
কলকাতা: হাজির আকাশি রঙের কেক। তার ওপরে চিনি-ক্রিম দিয়ে বানানো হাতি-জিরাফ। ছোট্ট হাত বাড়িয়ে সেই কেক ছুঁতে চাইছে একরত্তি ইউভান। ছেলের ৬ মাস পূর্তি উপলক্ষ্যে এই ছবিটি শেয়ার করলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়।
কয়েকদিন আগেই অন্নপ্রাশন হয়েছে ইউভানের। এদিন একটি ভিডিও শেয়ার করেন শুভশ্রী। সেখানে দেখা যায় ইউভানের অন্নপ্রাশনের অনুষ্ঠানের ঝলক। সন্তানকে নিয়ে নিজের অনুভূতির কথা বলে আবেগপ্রবণ হয়ে পড়েন শুভশ্রী।
টলিউডের অন্যতম হিট জুটি রাজ চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়। কিন্তু এখন তাঁদের জীবন জুড়ে কেবলই একরত্তি ইউভান। দম্পতির সোশ্যাল মিডিয়া জুড়ে ছড়িয়ে রয়েছে ইউভানের বিভিন্ন খুনসুটি। ইউভানের নামে রয়েছে একাধিক ফ্যানপেজ। তার অনুরাগীর সংখ্যাও নেহাত কম নয়।
সম্প্রতি হালিশহরে অন্নপ্রাশন হয়েছিল ইউভানের। রাজের দেশের বাড়ি সেজে উঠেছিল ফুলে, অতিথি সমাগমে। সেই অনুষ্ঠানের ঝলক সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন শুভশ্রী। নায়িকাকে বলতে শোনা গেল, ইউভান এখন আমার আর রাজের জীবন। আমি যখন অন্তঃস্বত্তা ছিলাম তখন প্রত্যেক মুহূর্তে ইউভানকে অনুভব করতাম। আমরা একসঙ্গে নিশ্বাস নিতাম। আমাদের হার্টবিট একসঙ্গে হত।‘ অন্যদিকে রাজ বলছে, ‘বাবা হয়েছি এই অনুভূতির অদ্ভূত ভালোলাগার। যেন পৃথিবীতে আর কিছুই চাই না।‘ শুভশ্রীর বাবা বলছেন, ‘ইউভান ওর বাবার মতোই একজন দক্ষ মানুষ হোক।‘
শুভশ্রীর শেয়ার করা এই ভিডিওতে ইউভানকে ভালোবাসা জানিয়েছেন টলিউডের বহু তারকা। ঐন্দ্রিলা থেকে নুসরত ফারিহা, সবাই শুভেচ্ছা, ভালোবাসা জানিয়েছেন ইউভানকে।
ভ্যালেন্টাইনস ডে-র দিন সকালে সোশ্যাল মিডিয়ায় ছেলে ইউভানের সঙ্গে ছবি আপলোড করেছেন শুভশ্রী। সকালের নরম রোদে মায়ের কোলে হাসিখুশি ছোট্ট ইউভান। ক্যাপশানে লেখা ‘আমার ভালোবাসা ইউভান’। প্রেমদিবসেও রাজ-শুভশ্রীর কাছে বেশি প্রিয় হয়ে উঠেছিল বাবা-মা সত্ত্বাই। যদিও তারপরেই রাজের সঙ্গে একটি ছবিও পোস্ট করেছিলেন শুভশ্রী। ক্যাপশানে লেখেন, 'হ্যাপি ভ্যালেন্টাইনস ডে।'
মুক্তির অপেক্ষায় রয়েছে রাজের দুটি নতুন ছবি, ‘ধর্মযুদ্ধ’ আর ‘হাবজি-গাবজি’। করোনা পরিস্থিতির জন্য পিছিয়েছে ছবির মুক্তি। দুটিতেই নায়িকার ভূমিকায় রয়েছেন শুভশ্রী। জোরকদমে চলছে রাজের ছোটপর্দার কাজও।