Raj Subhasree: জামাইকার নীল সমুদ্রতটে আমেজের ছুটিযাপন রাজ-শুভশ্রী ইউভানের
Raj Subhasree: সোশ্যাল মিডিয়ায় জামাইকায় ছুটি কাটানোর ছবি অকপটে ভাগ করে নিচ্ছেন পরিচালক রাজ চক্রবর্তী ও অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়

কলকাতা: এবার তাঁদের ঠিকানা জামাইকা। নীল সমুদ্রতীরে রোদ পোহাচ্ছেন টলিউডের প্রথম সারির এই জুটি। বালি মাখছেন, সমুদ্রের জলের নীল উপভোগ করছেন আর তাঁদের সোশ্যাল মিডিয়া একাউন্ট ভরে উঠছে ছবিতে। তবে নিভৃতে নয়, দম্পতির সঙ্গে রয়েছে তাঁদের একরত্তি ছেলে। এছাড়াও রয়েছেন বন্ধুরা। সোশ্যাল মিডিয়ায় জামাইকায় ছুটি কাটানোর ছবি অকপটে ভাগ করে নিচ্ছেন পরিচালক রাজ চক্রবর্তী (Raj Chakraborty) ও অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhasree Ganguly)।
মার্কিন মুলুকে ছুটি শুরু হয়েছিল তাঁদের। নতুন ছবি 'হাবজি গাবজি'-র (Habji Gabji) সাফল্যের পরেই ছুটি কাটাতে বিদেশে পাড়ি দিয়েছেন এই জুটি। এরপরেই জামাইকা উড়ে গিয়েছেন তাঁরা। সেখানে বালির ওপর বসে বা সমুদ্রের জলের আমেজে ছবি শেয়ার করে নিয়েছেন রাজ-শুভশ্রী। সেখানে দেখা গিয়েছে, বালির ওপর বসে খেলনা নিয়ে ব্যস্ত ইউভান (Yuvaan)। আর কখনও বন্ধুদের সঙ্গে, কখনও আবার একে অপরের সঙ্গে সময় কাটাচ্ছেন রাজ-শুভশ্রী। সমুদ্রের জলে গা ভিজিয়ে ইউভানকে কোলে নিয়ে মিষ্টি ছবিও শেয়ার করে নিয়েছেন এই জুটি।
">






















