Rajdeep Gupta Exclusive: মনোমালিন্যের কারণে 'পঞ্চমী' ধারাবাহিক থেকে সরছেন রাজদীপ? মুখ খুললেন 'কিঞ্জল'
Bengali Serial: 'আমি শো ছাড়িনি, কোনও সমস্যাও হয়নি। আমার কাজ শেষ এটুকুই পোস্ট করেছিলাম আমি। এই ধরনের ভুল ধারণা কেন তৈরি হল আমি জানি না।'
কলকাতা: ধারাবাহিকে তাঁর সফর শেষ হচ্ছে.. একথা সোশ্যাল মিডিয়াতেই জানিয়েছিলেন অভিনেতা রাজদীপ গুপ্ত (Rajdeep Gupta)। সোশ্যাল মিডিয়ায় একগুচ্ছ ছবির সঙ্গে একটি লম্বা শেয়ার করে নিয়েছিলেন তিনি। সেখানে ছিল ধারাবাহিক 'পঞ্চমী' (Panchami)-তে শেষ হচ্ছে কিঞ্জলের সফর। তবে এরপর থেকেই বেশ সমস্যায় পড়েছেন অভিনেতা!
কী সেই সমস্যা? এবিপি লাইভকে (ABP Live)-কে রাজদীপ জানিয়েছেন, ধারাবাহিকের বিষয় নিয়ে কেউ তাঁর সঙ্গে কথা বলেনি। কিন্তু ইন্ডাস্ট্রির অন্দরেই ভিন্ন ধারণা পোষণ করা হচ্ছে এই ধারাবাহিক ও তাঁকে ঘিরে। অনেকে যেমন ভাবছেন, পঞ্চমী ধারাবাহিকটি শেষ হয়ে যাচ্ছে, অন্যদিকে অনেকে ভাবছেন, ধারাবাহিকের নির্মাতা বা প্রযোজনা সংস্থার সঙ্গে ঝামেলা হওয়ার পরে এই ধারাবাহিকটি ছেড়ে দিয়েছেন রাজদীপ।
এবিপি লাইভকে রাজদীপ বলছেন, 'পঞ্চমী ধারাবাহিকে আমার যাত্রা শেষ হওয়ার পরে আমি সোশ্যাল মিডিয়ায় একটা পোস্ট করেছিলাম। সেখানে লেখা রয়েছে, আমার সফরটা ভীষণ সুন্দর ছিল। যেমন একদিনে নতুনদের সঙ্গে আলাপ হয়েছে, বন্ধুত্ব হয়েছে... তেমনই অনেক পুরনো বন্ধুদের সঙ্গেও কাজ করেছি। খুব ভাল লেগেছে কাজ করে, কাজটা ভীষণ ভালভাবে হয়েছে। তবে যে কোনও কিছুর শেষ হয় একটা নতুন শুরুর জন্য। গল্পের প্রয়োজনেই আমার চরিত্রটা শেষ হচ্ছে। ধারাবাহিকের গল্পে সম্প্রচারিত হবে কিঞ্জল মারা যাবে। তার পরে নতুন মোড় নেবে গল্প। পঞ্চমীর সঙ্গে আমার যাত্রা শেষ কেবল এটা জানাতেই ওই পোস্টটা করা। কিন্তু অনেকেই ভাবছেন কোনও সমস্যা বা মনোমালিন্যের কারণে আমি শো ছেড়ে দিচ্ছি। আময় নাকি নির্মাতারা শো-তে রাখার চেষ্টা করেছিলেন কিন্তু আমি রাজি হইনি। অনেকে আবার বলছেন, টিআরপির জন্য শো ছেড়ে দিয়েছি আমি। কেউ আমার থেকে জানার চেষ্টা করলেন না আসল কারণটা। আমি শো ছাড়িনি, কোনও সমস্যাও হয়নি। আমার কাজ শেষ এটুকুই পোস্ট করেছিলাম আমি। এই ধরনের ভুল ধারণা কেন তৈরি হল আমি জানি না।'
View this post on Instagram
আরও পড়ুন: 'SatyaPrem Ki Katha': প্রথম সপ্তাহের শেষে ৫০ কোটির গণ্ডি পার কার্তিক-কিয়ারার 'সত্যপ্রেম কি কথা'র
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন