Rakhi Gulzar: 'বলিউডের বর্তমান প্রজন্মের সঙ্গে কাজ করতে চাই না', সোজাসাপ্টা রাখী গুলজার
Rakhi Gulzar on Bollywood: এক সময়ে শশী কপূর থেকে শুরু করে ধর্মেন্দ্র, দেব আনন্দের সঙ্গে অভিনয় করেছেন রাখী গুলজার। তাহলে কেন দীর্ঘদিন বলিউড থেকে দূরে তিনি?

কলকাতা: ২২ বছর পরে বাংলা ছবিতে ফিরছেন তিনি। কিন্তু তা যেন তিনি মানতেই রাজি নন, কারণ তিনি কখনও বছর গোনেন না। তাঁর কথায়, 'আমি এখনও এই ফিল্ম ইন্ডাস্ট্রিতেই রয়েছি। আমার সমস্ত অস্তিত্বটাই এখানে। কত বছর বাংলা ছবিতে কাজ করিনি, সেটাতে কোনও ফারাক পড়ে না। কিন্তু আমি তখনই আমার মুখ দেখাব, যখন সঠিক বলে মনে হবে।'। 'শুভ মহরৎ'-এর ২২ বছর পরে 'আমার বস' ছবিকেই বোধহয় ফিরে আসার জন্য 'সঠিক' বলে মনে হয়েছিল রাখী গুলজারের (Rakhi Gulzar)। শিবপ্রসাদ মুখোপাধ্যায় (Shiboprosad Mukherjee) ও নন্দিতা রায়ের (Nandita Roy) 'আমার বস' (Amar Boss) ছবির হাত ধরে ২২ বছর পরে বাংলা ছবিতে ফিরছেন রাখী গুলজার। আর সেই ছবির প্রচারে এসেই এবিপি লাইভ বাংলাকে (ABP Live Bangla) রাখী গুলজার বলে গেলেন, টলিউড, বলিউড, একাল-সেকাল নিয়ে তাঁর ধারণা, দৃষ্টিভঙ্গি, মতামত।
এক সময়ে শশী কপূর থেকে শুরু করে ধর্মেন্দ্র, দেব আনন্দের সঙ্গে অভিনয় করেছেন রাখী গুলজার। তাহলে কেন দীর্ঘদিন বলিউড থেকে দূরে তিনি? বলিউডের বর্তমান প্রজন্মের সঙ্গে কাজ করার ইচ্ছা রয়েছে তাঁর? রাখীর স্পষ্ট উত্তর, 'না! কে এই প্রজন্মে আসছে, তারা কি কাজ করছেন, এসব আমি কিচ্ছু দেখি না। আমায় অনেকেই প্রশ্ন করেন, আপনি আপনার মেয়ের ছবিতে কাজ করছেন না কেন? আমার মেয়ের ছবিতে যদি আমার কোনও কাজ না থাকে, আমি কি ওর গলা চেপে ধরব? আমায় প্লিজ একা ছেড়ে দিন। আমি নিজেই যথেষ্ট। আমার তো একটা আলাদা জগৎ রয়েছে। আমার পড়ার জগত, আমার দেখার জগৎ.. চোখ বোজার আগে এখনও অনেক কিছু দেখা বাকি আছে। কাজ করতেই হবে এটার কোনও মানে আছে? এটা কেন মানুষ বোঝে না যে অফিসে কাজ করার একটা নির্দিষ্ট বয়স রয়েছে। ৬৫ বছর বয়সে তোমাকে ছাঁটাই করে দেবে। অভিনয়ে বয়সের সঙ্গে সঙ্গে চরিত্রগুলো বদলে যায় কেবল। কেউ বুড়ি হয়েও কমবয়সি হয়ে কাজ করতে চায়, অস্ত্রোপচার করে, মেক আপ করে। সেটা আরোপিত। আমি আমার নিজের বুদ্ধিতে কথা বলছি। যদি বয়স হয়ে গিয়ে থাকে, বয়সটাকে দেখাও।'
বলিউডে পুরোদমে কাজ করার থেকে কেন সরে গেলেন রাখী গুলজার? সামান্য বিরতি নিয়ে বর্ষীয়ান অভিনেত্রীর উত্তর, 'হেমন্ত আর বসন্তের মধ্যেই কি পার্থক্য? হেমন্তে পাতা ঝরে যায়। বসন্তে নতুন পাতা আসে। এটাই আমার উত্তর'।






















