Rakhi Sawant Hopitalised: হৃদরোগে আক্রান্ত রাখী সবন্ত? হাসপাতালের বিছানা থেকে ভাইরাল ছবি
Rakhi Sawant: সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে হাসপাতালের বিছানায় শুয়ে রাখী সবন্তের ছবি। জনপ্রিয় পাপারাৎজি চিত্রগ্রাহক ভিরল ভয়ানির তথ্য অনুযায়ী, হৃদযন্ত্রের সমস্যার জন্য তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নয়াদিল্লি: হাসপাতালে ভর্তি হলেন রাখী সবন্ত (Rakhi Sawant)। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একাধিক ছবিতে, যেগুলি বিভিন্ন পাপারাৎজিরা (Paparazzi) পোস্ট করেছেন, দেখা যাচ্ছে তিনি হাসপাতালের বিছানায় শুয়ে রয়েছেন। তাঁর আঙুলে 'পালস অক্সিমিটার' লাগানো, এবং বাম হাতে একটি 'ইন্ট্রাভেনাস ক্যানুলা' রয়েছে। যদিও তাঁর অসুস্থতার সম্পর্কে কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি, তবে যে হ্যান্ডল থেকে ছবি পোস্ট করা হয়েছে তা ঘুরছে সোশ্যাল মিডিয়ায়। (Rakhi Sawant Hospitalised)
অসুস্থ রাখী সবন্ত, ভর্তি হাসপাতালে, কী হয়েছে তাঁর?
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে হাসপাতালের বিছানায় শুয়ে রাখী সবন্তের ছবি। জনপ্রিয় পাপারাৎজি চিত্রগ্রাহক ভিরল ভয়ানির তথ্য অনুযায়ী, হৃদযন্ত্রের সমস্যার জন্য তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। উময়র সান্ধু নামে এক এক্স ব্যবহারকারীর হ্যান্ডলে যে ছবি পোস্ট করা হয়েছে সেখানেও দেখা যাচ্ছে রাখী হাসপাতালের বিছানায় শুয়ে আছেন। ক্যাপশনে লেখা, 'হৃদরোগে আক্রান্ত রাখী সবন্ত!! তাঁকে তড়িঘড়ি মুম্বইয়ের এক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ওঁর দ্রুত আরোগ্য কামনা করি!'
#RakhiSawant got Heart Attack!! She immediately hospitalised in Mumbai. Get well soon to her ! pic.twitter.com/E0pBAZgN8v
— Umair Sandhu (@UmairSandu) May 14, 2024
এই ছবি প্রকাশ্যে আসার আগেই শিরোনামে উঠে এসেছিলেন রাখী। গতকালই তাঁকে এক ইভেন্টে লাল তোয়ালে ড্রেস পরে পৌঁছতে দেখা যায়। পোজ দেওয়া, হাসি-ঠাট্টা-মজার একাধিক ভিডিও প্রকাশ্যে আসে। তাঁর লাল টাওয়েল ড্রেসে ছিল রুপোলি সিক্যুইনের কাজ করা স্ট্র্যাপ ও বেল্ট, সঙ্গে ম্যাচিং স্কার্ফ, গ্লাভস। রুপোলি গয়নায় সেজেছিলেন তিনি। তাঁর পোশাক দেখে অনেকেরই ডোজা ক্যাটের তোয়ালে ড্রেসের কথা মনে পড়ে যায় যা ঝড় তোলে সোশ্যাল মিডিয়ায়। সেখান থেকে অনুপ্রাণিত হয়েই নিজের ছোঁয়া রেখে পোশাক তৈরি করেন রাখী।
View this post on Instagram
আরও পড়ুন: Laapataa Ladies: ১৬ বছর বয়সেই নয়া পালক 'ফুল'-এর মুকুটে, কী রেকর্ড গড়লেন অভিনেত্রী নিতাংশি ?
এছাড়া কিছুদিন আগেই রাখীকে তাঁর প্রাক্তন স্বামী রীতেশের সঙ্গে দেখতে পাওয়া যায় মুম্বইয়ে। আদিল দুরানির সঙ্গে আইনি টানাপোড়েনের মধ্যেই 'পুরনো প্রেম' জেগে উঠছে কি না, ভাবতে থাকেন অনুরাগীরা। যদিও সেসবে পাত্তা দেননি তিনি নিজে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।