Ranbir Kapoor: 'শামশেরা' ছবির জন্য কত টাকা পারিশ্রমিক নিচ্ছেন রণবীর কপূর?
Shamshera: চকোলেট বয় ইমেজ থেকে বেরিয়ে কার্যত চমকে দিয়েছেন রণবীর কপূর। তবে, তার থেকেও বেশি অবাক হচ্ছেন অনুরাগীরা এই ছবিতে রণবীর কপূরের পারিশ্রমিকের অঙ্ক জানতে পেরে।
মুম্বই: চার বছর পর পর্দায় ফিরছেন বলিউড অভিনেতা রণবীর কপূর (Ranbir Kapoor)। শেষবার তাঁকে পর্দায় দেখা গিয়েছিল ২০১৮ সালে 'সঞ্জু' (Sanju) ছবিতে। মাঝে দীর্ঘ বিরতি কাটিয়ে চলতি বছর একাধিক ছবি নিয়ে আসতে চলেছেন অভিনেতা। সদ্যই নেট দুনিয়ায় প্রকাশ পেয়েছে 'শামশেরা' (Shamshera) ছবির পোস্টার এবং টিজার। এই ছবিতে একেবারে অপ্রত্যাশিত লুকে দেখা যাচ্ছে রণবীর কপূরকে। লম্বা, বড়, উস্কো-খুস্কো চুল, চোখে হিংস্রভাব, কঠোর মুখ। সব মিলিয়ে এই ছবিতে রণবীরের লুক দেখে অবাকই হয়েছেন অনুরাগীরা। চকোলেট বয় ইমেজ থেকে বেরিয়ে তিনি কার্যত চমকে দিয়েছেন অনুরাগীদের। তবে, তার থেকেও বেশি অবাক হচ্ছেন অনুরাগীরা এই ছবিতে রণবীর কপূরের পারিশ্রমিকের অঙ্ক জানতে পেরে।
'শামশেরা' ছবিতে রণবীরের পারিশ্রমিক-
গত ২২ জুন প্রকাশ্যে এসেছে 'শামশেরা' ছবির টিজার। ভয়াবহ লুকে ডাকাতের চরিত্র দেখা গিয়েছে রণবীর কপূরকে। আগামী ২৪ জুন মুক্তি পাবে এই ছবি ট্রেলার। তবে, তারই আগে বিভিন্ন সূত্র অনুযায়ী জানা গিয়েছে, 'শামশেরা' ছবির জন্য কত টাকা পারিশ্রমিক নিয়েছেন 'রকস্টার' অভিনেতা। বিভিন্ন সূত্রে খবর, অন্যান্য ছবির তুলনায় 'শামশেরা' ছবির জন্য নিজের পারিশ্রমিক অনেকটাই বাড়িয়ে দিয়েছেন রণবীর। এই ছবির জন্য পারিশ্রমিক বাবদ ২০ কোটি টাকা তিনি নিয়েছেন বলে খবর সূত্রের। যদিও রণবীর কপূর কিংবা 'শামশেরা' নির্মাতাদের পক্ষ থেকে এই তথ্য অফিশিয়ালি প্রকাশ করা হয়নি। এই ছবিতে মুখ্য চরিত্রে রণবীর ছাড়াও দেখা যাবে বাণী কপূর এবং সঞ্জয় দত্তকে। বলিউডে বিগ বাজেট ছবিগুলির মধ্যে অন্যতম 'শামশেরা'। জানা যাচ্ছে এমনটাই।
আরও পড়ুন - Kiara Advani: কী করলে বিবাহবিচ্ছেদ কমবে? জানালেন কিয়ারা
প্রসঙ্গত, দিন কয়েক আগেই অনলাইনে ফাঁস হয়ে যায় 'শামশেরা' ছবির পোস্টার। নির্মাতাদের আগেই নেট দুনিয়ায় পোস্টার ফাঁস হওয়াকে কেন্দ্র করে নিজের প্রতিক্রিয়াও দেন ছবির পরিচালক। ক্ষুব্ধ হওয়ার পরিবর্তে তিনি বরং অনুরাগীদের উত্তেজনাকে সম্মান জানিয়ে বলেন, 'রণবীর কপূরের অনুরাগীদের উত্তেজনা টের পাচ্ছি। দীর্ঘ চার বছর পর তাঁরা তাঁদের প্রিয় অভিনেতাকে সামনে পেতে চলেছেন। তাই তাঁরা আর অপেক্ষা করতে পারছেন না। দর্শকদের এই উচ্ছ্বাস এই উত্তেজনা দেখে ভালো লাগছে। আশা করছি তাঁদের প্রত্যাশা পূরণ করতে পারব। ছবিটি দেখে দর্শকদের ভালো লাগবে।' আগামী ২২ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে 'শামশেরা'। হিন্দি ছাড়াও তামিল ও তেলুগু ভাষায় মুক্তি পাবে এই ছবি।