83 Box Office Collection: বড়দিনে কত টাকার বক্স অফিস কালেকশন হল 'এইট্টি থ্রি'র?
ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ এদিন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে 'এইট্টি থ্রি' ছবির দ্বিতীয় দিনের বক্স অফিস কালেকশন জানিয়েছেন। প্রথম দিনেই 'এইট্টি থ্রি'র বক্স অফিস কালেকশন ছিল ১২.৬৪ কোটি টাকা।
মুম্বই: বড়দিনের আগের দিনই সিনেমাহলে মুক্তি পেয়েছে বহু প্রতীক্ষিত বলিউড ছবি 'এইট্টি থ্রি' (83)। ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন রণবীর সিংহ (Ranveer Singh), দীপিকা পাড়ুকোন। অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছে পঙ্কজ ত্রিপাঠি, বোমান ইরানি এবং আরও অনেক তাবড় তারকাদের। উৎসবের মরসুমে মুক্তি পাওয়ায় ছবির বক্স অফিস কালেকশন নিয়েও অনেকটা বেশিই প্রত্যাশা ছিল ছবি নির্মাতাদের। কিছুটা প্রত্যাশা মতো শুরু করলেও বড়দিনে যতটা আশা করেছিলেন নির্মাতারা, ততটাও ব্যবসা করতে পারল না 'এইট্টি থ্রি'।
আরও পড়ুন - Salman Khan: হাসপাতালে চিকিৎসকের সঙ্গে সলমন খান, ছবি ভাইরাল নেট দুনিয়ায়
ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ এদিন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে 'এইট্টি থ্রি' ছবির দ্বিতীয় দিনের বক্স অফিস কালেকশন জানিয়েছেন। ছবি মুক্তি পাওয়ার পর প্রথম দিনেই 'এইট্টি থ্রি'র বক্স অফিস কালেকশন ছিল ১২.৬৪ কোটি টাকা। কিন্তু বড়দিনে এই ছবির বক্স অফিস কালেকশন হয় ১৬.৯৫ কোটি টাকা। যা বড়দিনের উৎসবের তুলনায় কমই বলে মনে করছেন তাঁরা। অর্থাৎ, দুদিনে রণবীর সিংহের বহু প্রতীক্ষিত এই ছবি ব্যবসা করল মোট ২৯.৫৯ কোটি টাকার।
<
>
প্রসঙ্গত, করোনা পরিস্থিতি কাটিয়ে মহারাষ্ট্রে সিনেমাহল খুলতেই দীপাবলিতে মুক্তি পায় রোহিত শেট্টির ছবি 'সূর্যবংশী'। মুখ্য চরিত্রে অভিনয় করেন অক্ষয় কুমার এবং ক্যাটরিনা কাইফ। জানা গিয়েছে এই ছবির প্রথম দিনের বক্স অফিস কালেকশনই ছিল ২৯.২৯ কোটি টাকার। আবার অন্যদিকে সদ্য মুক্তি পাওয়া স্পাইডার ম্যান - নো ওয়ে হোম ছবিরও প্রথম দিনের বক্স অফিস কালেকশন ছিল ৩২.৬৭ কোটি টাকার। ফলে এই দুই ছবির প্রথমদিনের বক্স অফিস কালেকশনের তুলনায় এখনও বেশ কিছুটা পিছিয়ে রয়েছে 'এইট্টি থ্রি'। যদিও কয়েকদিন পরই নতুন বছর পড়ছে। উৎসবের মরসুমও চলছে। ফলে 'এইট্টি থ্রি' যে পরবর্তীকালে বেশ ভালো ব্যবসা করতে চলেছে, তার আভাস পাচ্ছেন নির্মাতারা।