Honey Singh: অপহরণ-হামলার অভিযোগ হানি সিংয়ের বিরুদ্ধে! মুখ খুললেন গায়ক
Honey Singh: অবশেষে মুখ খুললেন হানি সিংহ। জানালেন তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পূর্ণ "মিথ্যা" এবং "ভিত্তিহীন"।
কলকাতা: গত বুধবার হানি সিং-র বিরুদ্ধে অপহরণ-হামলার অভিযোগ এনেছিল ফেস্টিভিনা মিউজিক ফেস্টিভ্যালের মালিক বিবেক রবি রমন। পুলিশের কাছে অভিযোগ জানানো হয় যে, হানি সিংহ এবং তাঁর টিমের সদস্যরা তাঁকে অপহরণ ও লাঞ্ছনা করেছে। এবার এবিষয়েই মুখ খুললেন সঙ্গীতশিল্পী। বৃহস্পতিবার তিনি জানালেন যে তাঁর বিরুদ্ধে ওঠা এই অভিযোগ সম্পূর্ণ "মিথ্যা" এবং "ভিত্তিহীন"। তিনি জানান, অভিযোগকারী সংস্থার সঙ্গে তাঁর কোম্পানীর কোনও চুক্তিই নেই।
হানি সিং আরও উল্লেখ করেছেন যে তিনি ওই ব্য়ক্তির বিরুদ্ধে মানহানিরও মামলা করার পরিকল্পনা করছে।
আরও পড়ুন...
Salman-Bhagyashree: ৩৩ বছর পর পর্দায় ফিরছে সলমন-ভাগ্য়শ্রী ম্য়াজিক
প্রসঙ্গত, সম্পর্কের সমীকরণ হোক বা বিতর্ক.. একাধিকবার শিরোনামে উঠে এসেছে এই গায়কের নাম। সম্প্রতি হানি সিং (Honey Singh)-এর বিরুদ্ধে অপহরণ ও হেনস্থার মামলা দায়ের করেছিল মুম্বইয়ের এই ইভেন্ট সংস্থা। সূত্রের খবর, বিখ্যাত ব়্যাপারের একটি ইভেন্ট আয়োজন করেছিলেন ওই সংস্থার মাথা বিবেক রমন। কিন্তু আর্থিক কারণে বাতিল হয়ে যায় সেই শো। এই কথা হানি সিং-কে জানাতেই ফল হয় মারাত্মক।
বিবেক রমন রামে ওই ব্যক্তি পুলিশের কাছে অভিযোগ করেছিলেন, শো-বাতিলের খবর হানি সিং-এর কানে যেতেই লোকজন দিয়ে তাঁকে তুলে নিয়ে যান হানি সিং। এরপর মুম্বই শহরের বাইরে এক হোটেলে তাঁকে শাসানো ও হেনস্থা করা হয় বলে অভিযোগ করেছেন ওই ব্যক্তি। ঘটনায় একটি এফআইআর দায়ের করেছিল পুলিশ।
১৫ এপ্রিল, মুম্বইয়ের Bandra Kurla Complex-এ হওয়ার কথা ছিল এই শো। অভিযোগকারী জানিয়েছেন, এই ঘটনার অভিযোগ পেয়ে তাকে ডেকে পাঠিয়েছিল পুলিশ কিন্তু সঙ্গে সঙ্গে কোনও পদক্ষেপ গ্রহণ করা হয়নি পুলিশের তরফে।। অন্যদিকে পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, অভিযোগকারী চেয়েছিলেন যেন হানি সিং ও তাঁর সঙ্গীদের পুলিশের হেফাজতে নেওয়া হয়। একা হানি সিং নয়, ওই অপহরণ ও হেনস্থার ঘটনায় যুক্ত ছিল তাঁর বন্ধুরাও। পুলিশ বিষয়টি নিয়ে তদন্তও শুরু করেছিল।
কিছুদিন আগে প্রেমিকা টিনার সঙ্গে বিচ্ছেদ হওয়ার ঘটনায় শিরোনামে এসেছিলেন হানি সিং। একসঙ্গে একটি অ্যালবামে কাজ করছিলেন টিনা ও হানি। কিন্তু সূত্রের খবর, ব্যক্তিগত সম্পর্কে বিচ্ছেদের কারণে সেই অ্যালবামের কাজ বন্ধ করে দিতে হয় হানিকে। এই খবর সর্বসমক্ষে স্বীকার করে নিয়েছেন হানি। অন্যদিকে সম্পর্ক নিয়ে এখনও মুখ খোলেননি টিনা। তবে সোশ্যাল মিডিয়ায় একে অপরকে আনফলো করে দিয়েছেন টিনা ও হানি। এমনকি একে অপরের সঙ্গের সমস্ত ছবিও সোশ্যাল মিডিয়া থেকে মুছে ফেলেছেন তাঁরা।