Salman-Bhagyashree: ৩৩ বছর পর পর্দায় ফিরছে সলমন-ভাগ্য়শ্রী ম্য়াজিক
Salman-Bhagyashree: আজই মুক্তি পেয়েছে সলমন খানের বহু প্রতিক্ষীত ছবি 'কিসি কা ভাই কিসি কি জান'।
কলকাতা: চলতি বছরের অন্যতম বিগ বাজেটের (Big Budget) ছবি 'কিসি কা ভাই কিসি কি জান'। আজই বিশ্বব্য়াপী ৫হাজারেরও বেশি স্ক্রিনে মুক্তি পাচ্ছে 'এই ছবি। শুরুমাত্র ভারতেই ৪ হাজার ৫০০টিরও বেশি স্ক্রিনে মুক্তি পাবে এই ছবি। আর এই ছবিতেই ক্য়ামিও চরিত্রে দেখা যাচ্ছে বলিউড অভিনেত্রী ভাগ্যশ্রীকে। হ্য়াঁ। দীর্ঘ ৩৩ বছর পর আবার পর্দায় 'ম্য়ায়নে প্য়ায়ার কিয়া' জুটি। শোনাযাচ্ছে, এই ছবিতে ভাগ্যশ্রীর সঙ্গে তাঁর স্বামী হিমালয় দাসানি এবং অভিনেতা-পুত্র অভিমন্যু দাসানিও এই ছবিতে বিশেষ চরিত্রে অভিনয় করেছেন।
আরও পড়ুন...
Dream Girl 2: আয়ুষ্মান খুরানার পরবর্তী ছবিতে বিশেষ চরিত্রে সলমন খান
ছবি মুক্তি আগে অগ্রিম টিকিট বুকিং (advance ticket booking) শুরু হয়েছিল চলতি সপ্তাহের শুরুতেই। ভাইজান নিজেই সোশ্যাল পোস্টে তা ঘোষণা করেন। কিন্তু হিসেব বলছে সলমন খানের 'বিগ বাজেট' ছবি হওয়া সত্ত্বেও টিকিটের অগ্রিম বুকিংয়ের পরিমাণ তেমন আশানুরূপ নয়। বলিউডসূত্রে খবর, বুধবার দুপুর সাড়ে তিনটে পর্যন্ত এই ছবি তিনটি জাতীয় মাল্টিপ্লেক্স চেনে ২৩ হাজার টিকিট বিক্রি করতে পেরেছে।
প্রায় চার বছর পর বড়পর্দায় নায়কের চরিত্রে অভিনয় করতে চলেছেন সলমন খান। ছবির নাম 'কিসি কা ভাই কিসি কি জান'। সলমনের বিপরীতে অভিনয় করছেন পূজা হেগড়ে। এছাড়া আরও একাধিক মুখ দেখা যাবে ছবিতে।
এক বিনোদন সংস্থার খবর অনুযায়ী, সলমন খানের আগামী ছবি 'কিসি কা ভাই কিসি কি জান', অগ্রিম বুকিংয়ে তিনটি ন্যাশনাল মাল্টিপ্লেক্সে বুধবার সাড়ে তিনটে পর্যন্ত ২৩ হাজার টিকিট বিক্রি হয়েছে। সলমন খানের ছবির হিসেবে এই সংখ্যা বেশ কম মনে হলেও, একাধিক ট্রেড অ্যানালিস্টের দাবি ইদের আবহে ওয়াক-ইন ক্রাউড পাওয়া যাবে প্রচুর, অর্থাৎ যাঁরা অগ্রিম টিকিট না কেটে দিনের দিন টিকিট কেটেই সিনেমা দেখতে হলে যাবেন। গোটা সপ্তাহান্তের নিরিখে ছবির ভাগ্য় নির্ধারণ করা যাবে।
অন্যদিকে, একাধিক রিপোর্ট এটাও বলছে যে সাম্প্রতিককালের সফল ছবি 'ভুল ভুলাইয়া ২' ও 'আর আর আর'-এর সঙ্গে তুলনা করলে সলমনের এই ছবির অগ্রিম টিকিট বুকিং সংখ্যা অত্যন্তই কম। অন্যদিকে, 'ভোলা', 'শমশেরা', 'ভেড়িয়া' ও 'সম্রাট পৃথ্বীরাজ'-এর মতো সিনেমার নিরিখে সলমনের নতুন ছবির অগ্রিম টিকিট বুকিং সংখ্যা বেশ ভালই।
এই প্রথম ফারহাদ সামজি ও সলমন খান একসঙ্গে কাজ করছেন। নিজের অভিজ্ঞতার কথা বলতে গিয়ে পরিচালক বলেন, 'সলমন খানের একটি ছবি পরিচালনার জন্য আমি ২০ বছর অপেক্ষা করেছি। 'কিসি কা ভাই কিসি কি জান' পরিবেশনে রক্ত, ঘাম ও চোখের জল গেছে। আমার মনে আছে যখন আমাকে বলা হয়েছিল আমি ছবিটি পরিচালনা করব, আমি যেন হাতে চাঁদ পেয়েছিলাম।'